নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্মরণঃ ব্লগার নঈম জাহাঙ্গীর নয়ন

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৭



ব্লগার কবি নঈম জাহাঙ্গীর নয়ন ভাই আমাদের মাঝে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নয়ন ভাইকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। উনার সঙ্গে আমার ফেসবুক আইডিতে এড আছে। আজই প্রথম ফেসবুকে শায়মা আপুর পোস্ট থেকে জানতে পারলাম নয়ন ভাই আমাদের মাঝে নেই।

ফেসবুক থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় উনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার শেরপুরে। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল টেকার কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। নয়ন ভাইয়ের এক সহকর্মী যার সামনেই তিনি মারা যান তার কাছে আমি জানতে চেয়েছিলাম তিনি কিভাবে মারা যান তার প্রতি উত্তরে তিনি লিখেছেন

# খুব সকলে তার গ্যাস এর ব্যাথার কারনে একটু আওয়াজ করছিল,আমিও ঘুমে ছিলাম,আওয়াজ শুনে উঠে বললাম ভাই বেশি ব্যাথা হচ্ছে?হমম বলে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় পাকার মাঝে শুয়ে পরে,তারপর আমি বললাম ভাই খালি গায়ে শুয়ে পরলে ত আরও খারাপ লাগতে পারে,সে বলে না লাগবে না পারলে একটু আমার হাত পা টিপে দে,আমি তার হাত পা টিপতেছি সে বলল এখন একটু ভাল লাগতেছে,আর খেয়াল করে দেখলাম শরীর কেমন জানি বরফের মত ঠান্ডা লাগছে,আমি ৯৯৯এ কল করি এম্বুলেন্স এর জন্য,তারপর আমার রুমের আরও কিছু ছোট ভাইদেরকে ডাক দিলাম তারাও আসল,হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু বলে ঘোষণা দেয় ডক্টর#







নয়ন ভাই গান চমৎকার গান গাইতেন কবিতা লিখতেন, উনার নিজের একটি ফেসবুক পেজ ছিল নঈম জাহাঙ্গীর নয়ন নামে। প্রতিটি কবিতা, গান, ফেসবুক স্টাটাস সর্বত্রই ছিল মৃত্যু ও বিষাদের ছায়া। শুনেছি মানুষ তার মৃত্যুর আগে বুঝতে পারেন নয়ন ভাইয়ের ক্ষেত্রে তেমনটি দেখা যায়।







সামু ব্লগে তিনি একজন একটিভ ব্লগার ছিলেন। ব্লগে বিভিন্ন ইস্যুতে উনার সঙ্গে অনেকেরই হয়তো মতানৈক্য হতে পারে, সেগুলো আশাকরি কেউ মনে রাখবেন না। আল্লাহ নয়ন ভাইকে বেহেশতে নসীব করুন।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৪৪

শায়মা বলেছেন: ভাইয়া যেন মৃত্যুর মাঝেই শান্তি খুঁজে পেতে চেয়েছিলেন। এমনটাই মনে হয় স্টাটাস আর কিছু কবিতায়।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৬

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন আপু, সত্যি এমনভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন

২| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৩৪

নেওয়াজ আলি বলেছেন: খুবই দুঃখজনক । আল্লাহ যেনো জান্নাতবাসি করেন

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৬

তারেক_মাহমুদ বলেছেন: আমিন

৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৩৯

কাতিআশা বলেছেন: ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন!

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৭

তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন

৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



এ ব্লগের ব্লগারদের মধ্যে নবীন কবি ও গায়ক
নঈম জাহাঙ্গীর নয়ন আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব
ছিলেন । তাঁর মহাপ্রয়ানের সংবাদটি শুনে আমি
মর্মাহত।দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতবাসী
করুন।তার পরিবার বর্গের প্রতি সহমর্মীতা রইল।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮

তারেক_মাহমুদ বলেছেন: জি ভাইয়া এখন দোয়া করা ছাড়া আর কোন কিছুই করার নেই

৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আত্মার মাগফেরাত কামনা করছি।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮

তারেক_মাহমুদ বলেছেন: আমিন

৬| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫২

ইসিয়াক বলেছেন: ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৯

তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ উনাকে বেহেশতে নসীব করুন

৭| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৭

ঈশান মাহমুদ বলেছেন: মৃত্যু জীবনের অনিবার্য পরিনতি। তবু কিছু কিছু মৃত্যু মেনে নেয়া কষ্টকর। আল্লাহ ওনাকে বেহেসত নসীব করুন, আমিন।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৯

তারেক_মাহমুদ বলেছেন: আমিন

৮| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০০

শেরজা তপন বলেছেন: দুর্ভাগ্যক্রমে উনার কোন লেখা পড়া হয়নি।
কোন ব্লগারের মৃত্যু সংবাদ শুনলে চরম বিষাদে মন ছেয়ে যায়। নিজেকে তাঁর জায়গায় দাড় করে ভাবি- এখানে আমিওতো হতে পারতাম।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২০

তারেক_মাহমুদ বলেছেন: এখন পড়ে দেখুন, আল্লাহ উনার আত্মার শান্তি দান করুন

৯| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন
নঈম জাহাঙ্গীর ভাইয়ের একটি কবিতার কিছু অংশ নীচে দিলাম;

কেমনে মিলবে মাফ
লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১৭ ই মে, ২০১৯ রাত ৮:১৪

কিসের বড়াই করিস'রে-মন দুনিয়ার উপর,
মরলে কদিন পরে কেউ-তোর নিবেনা খবর!
গড়লো কতই প্রাসাদ মঞ্জিল ধন-ক্ষমতা ব'লে,
রইলো না কেউ দম-ফুরাতেই সবাই গেল চলে।

দালানকোঠা ধনসম্পত্তি ভাবিস-না মন তোর,
অন্ধকারে হারাইবে সব আসবেনা আর ভোর।
সৃষ্টি-সুখের উল্লাসে মাতো বিলাও মানুষে নিজ,
এরচেয়ে বড় হয়না কিছুই ধনসম্পদ কি চিজ।

আমীর ফকির উত্তম অধম এইতো ভবের খেলা,
অনন্ত জীবন মানব...

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২১

তারেক_মাহমুদ বলেছেন: জি কবিতাটা পড়েছি উনার বেশিরভাগ কবিতায় বিষাদের ছায়া

১০| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: মৃত্যু খুবি কঠিন বাস্তবতা ভাবতে গেলো আর কিছু ভাল লাগে না-
নয়ন দাকে দোয়া করছি মহান আল্লাহ জান্নাত বাসি করুন আমিন

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭

তারেক_মাহমুদ বলেছেন: আমিন

১১| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ,




চমৎকার সবুজ আর সহজ মনের মায়াবী একটি মুখ হারিয়ে গেলো। কষ্ট লেগেছে অনেক।

আপনার কাছ থেকেই নয়নের চলে যাবার বিষয়টি জানা গেলো।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮

তারেক_মাহমুদ বলেছেন: আহমেদ জি এস ভাইয়া , আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে তবে এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:

নাঈম জাহাঙ্গীর নয়নকে আল্লাহ বেহস্ত দান করুন।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮

তারেক_মাহমুদ বলেছেন: আমিন

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নেট দুনিয়াতেই নয়ন ভাইয়ের সাথে সখ্যতা গড়ে ওঠেছিল যেমনটি আবুহেনা ভাইয়ের সাথে হয়েছিল। একসাথে বহুদিন আড্ডা দিয়েছি কোন একটি পোষ্টে। নয়ন ভাইয়ের মৃত্যুর তিন মাস খবরটি শুনে হতবাক হয়ে যাই আমরা দূরত্ব কতই না বিবেদ! আল্লাহ তায়ালা নয়ন ভাইকে জান্নাতের উচ্চু মাকাম নসিব করান।

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি সুজন ভাই সেই যে সামু পাগলার আড্ডায় নয়ন ভাই প্রায় আসতেন। মানুষ কিভাবে যেন টের পায় তার মৃত্যু ঘনিয়ে এসেছে, নয়ন ভাইয়ের কবিতায় চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তরটি দেখুন।৷

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: মরহুম নাঈম জাহাঙ্গীর নয়ন এর মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে পরলোকে শান্তিতে রাখুন এবং জান্নাত নসীব করুন!

১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪১

তারেক_মাহমুদ বলেছেন: আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.