নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

দিনে দিনে দেশটা পাকিস্তানের বড় ভাই বাঙালিস্থান হয়ে যাচ্ছে

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪


দিনে দিনে বাংলাদেশ নাম হলেও এই ছোট দেশটিই হয়ে যাচ্ছে পাকিস্তানের বড় ভাই বাঙালিস্থান ।আর দেশের এই অবস্থার জন্য শুধু মাত্র রাজনৈতিক পরিস্থিতি অপরাজনীতি দায় ।এরশাদের সময় দেশের যে অবস্থায় হাটছিল এখনকার অবস্থা তখনকার সে অবস্থাকেও
ক্রোস করে ফেলছে।শুধু পার্থক্য হল তখন আর্মি দেশ চালিয়েছে আর এখন পুলিশের বন্দুকের মাথায় দেশ চালায়। অন্যদিকে চায়ের আড্ডায় বসে রশিদ মিয়া,সুলতান মিয়াকে বললো মিয়া পাকিস্তান আমলেও সত্য কথার জন্য মানুষকে গুলি করে মেরে ফেলা হত । এরপর দেশেটিএরশাদের আমলেও একই অবস্থা চলছে আর এখনো দেশটি সেই পাকিস্তানের মতই হয়ে যাচ্ছে আর এজন্য হয়ত অনেক বিদেশীরা আমাগো দেশকে এখন আর বাংলাদেশ বলবেনা বলবে পাকিস্তানের বড় ভাই বাঙালীস্থান । আর দিনে দিনে দেশও চলে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে । পরে সুলতান মিয়া বললো সব থেকে বড় দুঃখের বিষয় এর জন্য কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেন নাই ।এখনকার যে
অবস্থা তা পাকিস্তান আমলকেও হারমানিয়ে ফলছে সেটা একজন মুক্তিযুদ্ধা হয়ে এবারে ভোটের দিন ভোট না দিতে পেরে আমরা বুঝেগেছি। আগে জানলে এখনকার দিনের এমন অবস্থার কথা তাহলে দেশের জন্য যুদ্ধ করতাম না । এখন স্বাধীনতার বিপক্ষ আর স্বাধীনতার স্বপক্ষের মধ্যে পার্থক্য থাকলো কোথায় ?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

শাহিন বিন রফিক বলেছেন:



গৃহযুদ্ধ হওয়ার বিষয়টি ভ্রান্ত ধারণা। গৃহযুদ্ধ কখনও এ দেশে হবে না।
তবে আমরা যে গনতন্ত্রটি ধীরে ধীরে হারিয়ে ফেলছি তা একদিন ফিরে পেতে খুব কষ্ট হবে।
পাকিস্থান ব্যার্থ রাষ্ট হলেও তারা সামরিক শক্তিতে বেশ বলীয়ান তাই সহজে তাদেরকে কেউ আক্রমন করবে না বা তাদের নিয়ে বেশি মাতা-মাতি করবে না কিন্তু আমাদের সামরিক অবস্থান তো মায়ানমারের চেয়ে নীচে তাই কেউ একটু ওসিলা খুঁজে পেলেই হাংগামা বাঁধানোর চেষ্টা করবে বা এখন করচ্ছে।

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: শাহিন ভাই এই বিষয়গুলো নিয়ে দেশের রাজনীতিবিধদের ভাবা উচিত কিন্ত তারা সেটা ভাবছে না । তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সর্বদা যা প্রয়োজন তাই করছে অথচ দেশ দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে পরছে তার কোন খবর নাই।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ তাই দেশ ''বাঙালিস্থান'' হয়ে যাচ্ছে।

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

ঠ্যঠা মফিজ বলেছেন: বিষয়গুলো ভাই রাজীব নুর অনেক ভাবায় আমরা হাঁটছি কোন পথে আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচছি। সঠিক সমালোচনাও
কারো করো সহ হয়না ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাতের এত বছরের কাজ এখন ফল দিচ্ছে?

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩

ঠ্যঠা মফিজ বলেছেন: বিএনপি-জামায়েতের যেমন আওয়ামীলিগও তেমন দুটি দলই একই গাছের ফল মনে হচ্ছে।আপনার কথা মত বিএনপি জামায়েত
খারাপই ধরলাম । আওমীলিগযে ভালো করছে তাওতো দেখছিনা। যদি ভালই করতো তাহলে জনগনের ভোটাদিকা হনন করে জনগণকে উলঙ্গ করে দিত না জাতির সামনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাহিন বিন রফিক বলেছেন:
গৃহযুদ্ধ হওয়ার বিষয়টি ভ্রান্ত ধারণা। গৃহযুদ্ধ কখনও এ দেশে হবে না
এক অর্থে ঠিকাছে!

কারণ গৃহযুদ্ধের জন্য যে শক্তিশালী বিরোধী পক্ষ তা অনুপস্থিত!
বিরোধীরা লাথোকা ভুতের সাথে বাতোকা প্রকিয়া চালাচ্ছে! বঙ্গবন্ধুর দূর্ভাগ্য তাঁরই কন্যার হাতে তিনি যে চেতনার বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই স্বৈরাচারিতা প্রতিষ্ঠিত হচ্ছে! যে নির্বাচন এবং নির্বাচনী পলকে পাকিরা ভয় করতো, তাঁরই কন্যা সেই ভয়ে জনগণকে ভোটই দিতে দেয়নি! আগের রাতেই ভোটারের চেয়ে বেশী সীল মারিয়ে রেখেছিলেন!

এখণ মেরুদন্ড ওয়ালা জাতি হলে পরদিনই আগুন জ্বলতো সারা দেশে!
মেরুদন্ড হীন বলেই গৃহযুদ্ধর পথে নেই। বরং তারচে নিম্নস্তরে উত্তর কোরিয়ার পথে বাংলাদেশ!

শাস্ত্র বলে যে যায় নয় নিজেকে তাই বানাতে বেশী বেশী গলাবাজি করে!
তথাকথিত স্বাধীনতার পক্ষ শক্তি দাবি,
বা রাজাকারের সাথে অধিক আত্মীয়তা কারী
কিংবা তিয়াত্তরে রাজাকারের গাড়ীতে পতাকা উত্তোলনকারীদের
গলাবাজিতে সেই কথাই দৃঢ়তা পায়।

আর কর্মেই হয় প্রমাণ কে সাধূ কে শয়তান।!!!!

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: আমার কিছু আর বলার নাই আপনার এক মন্তব্যেই পুরো পোস্টের সারমর্ম উঠে এসেছে। ধন্যবাদ ভ্রাতা।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনার অনেক ভ্রাতারা বাংলাদেশকে পাকিস্তান হিসেবে দেখতে চান, গৃহযু্দ্ধও দেখতে চান; তবে, আওয়ামী লীগের চেয়ে ভালো দলের কাছে আওয়ামীরা পরাজিত হবে; তার আগে বিএনপি-জামাতের প্রস্হানের দরকার।

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

ঠ্যঠা মফিজ বলেছেন: দেশে কিন্তু নির্বাচনের পর আপনাকো জন্য চাউল প্রতিকেজি ৫টাকা হারে বেড়ে গেছে।সেদিকে একটু নজর দিন। যেই দলই ক্ষমতায় আসুক আমাদের সাধারন জনগণের কোন লাভ নাই।লাভ যা সেটা আপনাদের মত রাগব বোয়ালদের । আমাদের ক্ষেতে
কামলাগিরী দিনমুজরী করেই পেট চালতে হবে ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
চাঁদগাজী বলেছেন: - আপনার অনেক ভ্রাতারা বাংলাদেশকে পাকিস্তান হিসেবে দেখতে চান, গৃহযু্দ্ধও দেখতে চান;

শান্তিপুর্ন দেশটিতে যারা গৃহযু্দ্ধ কামনা করছে তাদের ধিক্কার জানাই।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: যারা এখনো এত এত প্রমান থাকা সত্বেও একটা মিথ্যা অসভ্য বিষয়কে সত্য বলে চালিয়ে দিচ্ছে তাদের জন্য সাধারন নিরহ
জনগনের পক্ষ থেকে একগুচ্ছ ঘৃণা থাকল।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

অস্বাধীন নাগরিক বলেছেন: আপনার এখন বয়স হয়েছে এসব বিষয় বাদ দিয়ে ইতিহাস নিয়ে লেখুন সেটাই ভালো।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ সেটাই নিয়ে আছি।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: বিষয়টা নিয়ে সবার ভাবা উচিৎ ।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

ঠ্যঠা মফিজ বলেছেন: কেহ ভাবছে বলে মনে হয়না।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

বলেছেন: দেশের রাজনৈতিক নিয়ে না লেখালেখি করাই ভালো।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাদের এসব না লিখলে মনে হয় পেটের ভাত হজম হয়না। :)

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

সূচরিতা সেন বলেছেন: সময় অনুপাত পৃথিবী চলে।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.