নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

আরাধনা

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

প্রথম দিকে লেখা আমার একটি অনুভুতি কথন। নিজস্ব অনুভূতিগুলো খানিকটা ছন্দে মেলে ধরার চেষ্টা করি বলে আমি আমার কাব্য ধরণের লেখা গুলো কে অনুভুতি কথন নাম দিয়েছি।



আমার এ আঁধার ঘেরা জগত,

দুঃস্বপ্নের জালে বোনা।

অবচেতন মনে ধূসর মেঘের ক্যানভাসে,

ধোয়াটে কল্পনা ফুটিয়ে তোলার-

অব্যর্থ চেষ্টা।



মাঝে মাঝে, ক্ষণিকের জন্য,

শুভ্র মেঘের স্পর্শ পাওয়ার-

ব্যর্থ আরাধনা।

হয়তো বা স্বপ্ন খুঁজতে চেয়ে,

ক্ষণিক এর তরে-

আলোয় হারানোর চেষ্টা।



দুঃস্বপ্নের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা।

আশা-নিরাশার মাঝে-

দ্বিধা নিয়ে বসে থাকা।



কখনও কখনও কিছু অপ্রত্যাশিত প্রশ্নমালা,

মিছে আশায় খানিকটা স্বস্তি খুঁজে নেওয়া।

শেষ হবে কি ?

আমার এই দ্বিধান্বিত মুহূর্ত গুলো ?

দিন শেষে কি ফিরে পাবো?

যা ক্ষণিকের তরে এসেছিল জীবনে।

আলোছায়ায় দেখিয়ে গিয়েছিল,

অস্পষ্ট অবয়বের খেলা।



গোধূলির লালচে আভায়-

রাঙিয়ে যাবে কি পুনরায় ?

আমার জীবনের ক্ষুদ্র ইচ্ছেগুলো ?

মেতে কি তবে উঠবে তারা ?

সে অবয়বের ফিরে আসার উৎসবে ?



হয়তো হ্যাঁ, অথবা না।

যদি নাই বা খুঁজে পাই তাকে,

তবে প্রতীক্ষার প্রহর গোণা,

পুনরায় চলতে থাকবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দারুন মিনিংফুল! খুবই ভালো লাগলো ব্রাদার!

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

তওসীফ সাদাত বলেছেন: হুম, মিনিংফুল বটে। নিজের কথাই লিখেছি তো !!

ভালো লেগেছে জেনে খুশি হলাম। :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে! শেষ প্যারাটা বিশেষ ভাবে কোট করার মত!

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫

তওসীফ সাদাত বলেছেন: হুম। শেষ প্যারাটা মূলত পরে সংযুক্ত করা। ওইটুকু পরিমাণ আশাবাদী ও ছিলাম না আমি যখন এই কবিতা লিখেছিলাম।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল্লাগছে! :)

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

তওসীফ সাদাত বলেছেন: B-)

৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথম দুই প্যারা শক্তিশালী।

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

তওসীফ সাদাত বলেছেন: হুম। প্রথম দু প্যারা কে কেন্দ্র করেই লিখা এটা।

ধন্যবাদ পড়বার জন্য।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: দুই তিন যায়গায় একটু যেন খেই হারিয়ে গেছে।
এমনিতে ভাল হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

তওসীফ সাদাত বলেছেন: হুম, খেই হারানো টা অনেক টা ইচ্ছাকৃত :) চাচ্ছিলাম, কবিতার মাঝে মাঝে জেন আনমনা একটা খেয় হারানো ভাব চলে আসে। :)

ধন্যবাদ নাযিম ভাই। :)

৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩২

বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর!! :)

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ :)

৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো অনুভূতিমালা।

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯

তওসীফ সাদাত বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম :)

ধন্যবাদ পড়বার জন্য। :)

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
"কখনও কখনও কিছু অপ্রত্যাশিত প্রশ্নমালা,
মিছে আশায় খানিকটা স্বস্তি খুঁজে নেওয়া।
শেষ হবে কি ?
আমার এই দ্বিধান্বিত মুহূর্ত গুলো ?"

কবিতায় প্লাস++++

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.