নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

একবার জামায়াতের দিকে ফিরে চায়……….?!!

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০






তাদের রাজনীতির আর্দশ নিয়ে দ্বিমত প্রকাশ করতে পারেন।অবশ্যই পারেন।খুব পারেন।বাধাও দিতে পারেন।সেই রাজণৈতিক বাধার একমাত্র কারণ -৭১।তারা দল হিসাবে এখনো নিন্দনীয়।তাদের কার্যক্রম সুস্থ দেশ হয়ে উঠার পথে বাধা।

কিন্তু তারা এদেশের নাগরিক হিসাবে আপনার স্বীকৃতি অস্বীকৃতির কিছুই আসে যায় না।
বাউন্ডারি ওয়ালে জন্ম হইছে বইলা সিস্টেমের কাছে তার নাগরিকত্ব নিয়ে দ্বিমত নাই।রাষ্ট্রেরও নাই।রাষ্ট্র তার নাগরিকত্ব অস্বীকার করার মতোন কোন কিছুই নাই।
তাইলে আপনি ব্যক্তি বা আপনারা ওদের মতোন নাগরিক।আপনার যা অধিকার তারও একই অধিকার।সংবিধান সার্বভৌমত্ব সবকিছুই আপনার মতোনই অধিকার।
নায্যতার বিচার যেহেতু শিখেন নাই কখনো আর শিখারও সম্ভাবনা নাই সে বিচারে তাদের অনাগরিক ঘোষণা করা,পাকিস্তানে পাঠায় দেয়া….শিশুতোষ মনোভাব।
ভাবরাজ্যের ড্রইয়ংরুমে ভাবতে পারেন।তবে তা অকেজো ও অসুস্থ ধারণা।আর সেইরকম অসুস্থা লইয়া সুস্থ দেশের কথা আপনার চিন্তা করতেছেন!!!
অনেকটা এরকম :
ইসলামী ব্যাংক এখন স্বাধীনতা পক্ষের ব্যাংক।যা আগে ছিল রাজাকারের ব্যাংক!! তোমরা স্বাধীনতাপন্থী বা মদনপন্থী নিজের আয়নায় নিজেরে আরেকবার দেখুন।।
আরেকটা:
এখন সারা বাংলাদেশে জামায়াতের কর্মীরা টাকা দিয়া আওয়ামীলীগ ও সহযোগী প্রতিষ্ঠানের পদ কিনতেছে।সে সুযোগ কারা দিতেছে?টাকাটা কারা নিতেছে?টাকা কোন সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছাইতেছে…. তো এভাবে জামায়তরে মূল্যায়ন করবেন?


[ ক্ষুধা যখন সামনে এসে দাঁড়ায় তখন কার ফটো,কোন দেশের মানচিত্র,কোথাকার পতাকা এসব গু হয়ে যায়…।]





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩

ক্স বলেছেন: তাদের কার্যক্রম সুস্থ দেশ হয়ে ওঠার পক্ষে বাধা - এক্সপ্লেইন করবেন প্লীজ!

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৭

তাওিহদ অিদ্র বলেছেন: আমি এক্সপ্লেইন করি না অপরকে এক্সপ্লেইন করার সুযোগ তৈরি করে দিই..........

মতামতে আসার জন্য শুভেচ্ছা।

২| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০

রায়হান চৌঃ বলেছেন: সত্যি বলার সাহস থাকতে হয়।

ধন্যবাদ আপনাকে

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

তাওিহদ অিদ্র বলেছেন: মতামতে আসার জন্য ধন্যবাদ আপনাকে...........শুভেচ্ছা ।ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.