নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি - সাবধান গাজী

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩



গাজী সাহেব,
সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আপনি সহ প্রামানিক সাহেব, আহমেদ জী এস সাহেব, খায়রুল আহসান সাহেব, ডঃ এম এ আলী সাহেব আপনাদের সাথে আমার ব্লগিং করার কারণ আমি ও আমরা প্রায় সমসাময়িক মানুষ। আমরা নিজেরা অনেক কথা বলতে পারি যা আর সকলের সাথে বলা হয়তো সম্ভব না, বা বলা উচিতও না। আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান হয়তো আমার নেই তারপরও আমি আপনাকে উল্লেখ করে বেশ কিছু লেখা লিখেছি। আজও তারই একটি লেখা লিখতে হচ্ছে এটি হয়তো সময়ের প্রয়োজনেই লিখতে হচ্ছে।

আমার জানামতে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে। এবং আপনি হালকা ও মাঝারি যান চালাতে পারেন। অর্থাৎ আপনি জানেন কোথায় রাস্তা উঁচু-নিচু হলে ধিরে চালাতে হয়। রাস্তায় বিপদজনক বাঁক থাকে সেখানে যে কোনো প্রকার যানবাহন সাবধানে চালাতে হয়। রোড আইল্যান্ড কিভাবে পাড়ি দিতে হয়। কিভাবে পাড়ি দিতে হয় জেব্রা ক্রস। কিভাবে পাড়ি দিতে হয় ঢালু রাস্তুা। কোথায় ওভারটেক করা যায় আর কোথায় ওভারটেক করা যায় না। আমার ধারণা আপনি জানেন, বেশ ভালো ভাবেই জানেন।

তাছাড়া আপনি এও জানার কথা, কোথায় কোথায় হর্ণ বাজানো নিষেধ। আপনি জানেন সড়কে মহাসড়কে রোডস্পিড লিমিট থাকে, সেখানে উক্ত উল্লেখিত মাত্রার স্পিডে অথবা তারচেয়ে ধিরে যান চালাতে হয়। সড়কে মহাসড়কে স্পিডলেন থাকে স্পিডব্রেকার থাকে তাও আপনি জানেন। আপনি আরোও জানেন কোথায় কোথায় পার্কিং করতে নেই - কোথায় কোথায় নো পার্কিং এরিয়া। নো এন্ট্রি, ওয়ান ওয়ে। স্টপ - আপনার পরিচয় দিন। আপনি জানেন।

আপনি জানেন - কখন পেট্রোল / ডিজেল / অকটেন / গ্যাস নিতে হয়। কখন ইঞ্জিল অয়েল (মবিল) পরিবর্তন করতে হয়। টায়ারে সঠিক পরিমাণ হাওয়া আছে কিনা। হ্যান্ড ব্রেক, ব্রেক, ক্লাচ সঠিকভাবে কাজ করছে কিনা। স্পেয়ার টায়ার, টুল বক্স, রিয়ার ভিউ মিরর, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে কিনা। গাড়িতে এন্টারটেইনমেন্টের জন্য এমপি থ্রি এমপি ফোর ঠিক আছে কিনা। গাড়িতে পানীয় পানি আছে কিনা, এছাড়া প্রয়োজন ফার্স্ট এইড ব্ক্স। আপনি জানেন, সবই জানেন এবং ভালোভাবেই জানেন।

সর্বশেষ: সার্ভিসের সময় আপনার জেনে নিতে হবে, বিপদে আপনার এয়ার ব্যাগ কতোটা কার্যকরী।

সাবধানতা: তৈলাক্ত মন্তব্য যেমন বিপদজনক ঠিক তেমনই খুবই সুক্ষ ভাবে রাগিয়ে তোলার জন্যও যেই সকল মন্তব্য তাও বিপদজনক। উভয় মন্তব্য থেকে প্ররোচিত ও প্রভাবিত হওয়া বিপদজনক।

সারমর্ম: আপনি জানেন বুঝেন কোন কোন নিক আপনাকে অপছন্দ করে। আপনি উক্ত নিকগুলোর যে কোনো পোস্টে তিক্ত / লবনাক্ত /অথবা মিষ্ট মন্তব্য করলে আপনার ব্যাংকে সামহোয়্যারইন ব্লগ রেমিট্যান্স ট্রান্সফার করবেন না। এবং উক্ত পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকলে আপনি হৃদরোগে আক্রান্তও হবেন না। আর আপনার পোস্টে যেই সকল নিক থেকে তিক্ত মন্তব্য করা হয় - আপনি চাইলে তার প্রতিমন্তব্য দেওয়া থেকে বিরত থাকতে পারেন। জরুরী নয় মন্তব্য প্রতিমন্তব্য করতেই হবে। আপনার ব্লগিংয়ে ব্লগ এডমিন আপনাকে ছাতার মতো ছায়া দিতে পারেন, আবার বজ্রপাত হয়ে মাথায় আঘাতও হানতে পারেন। তাই সার্বিক দিক বিবেচনা করে আপনি চাইলে উক্ত নিক ও উক্ত পোস্ট এড়িয়ে যেতে পারেন। বাদবাকী আপনার ইচ্ছে আপনার স্বাধীনতা/অবাক স্বাধীনতা।

আপনার শুভ কামনা করছি।


ইতি
সামহোয়্যারইন ব্লগ থেকে


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
তারিখ: ১২/০৯/২০২৩ ইং



ছবি সূত্র: ট্রাফিক সাইন




মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:




সব পরামর্শের মুল্য আছে; ধন্যবাদ, আমি খেয়াল রাখবো।

নতুন জেনারেশনগুলো আমাদের চেয়ে অনেক বেশী সুযোগ পাচ্ছে: ভালো স্কুল, ভালো খাবার, ট্রান্সপোর্ট, টেকনোলোজী; ২/১'টাকে টিপে দেখতে হয় মাঝে মাঝে, ঘি খাচ্ছে, নাকি ক্যামিক্যাল খাচ্ছে!

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিসিএস পাশ করছেন মান্দাতা আমলের কড়া মাতাপিতার সন্তানেরা। আধুনিক মাতাপিতার সন্তানেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। আমি মান্দাতা আমলের ১০,০০০ বিসি সময়ের মানুষ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২২

ডঃ এম এ আলী বলেছেন:
নিরাপদ ব্লগিংএর জন্য উপমা যুতসই হয়েছে ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই সাহেব, আমি মনে হয় আমার পক্ষ হতে এবং আমাদের সমসাময়িক সকলের পক্ষ থেকে সর্বোচ্চ বুঝিয়ে বলতে চেষ্টা করেছি। বাদবাকি সময় বলে দিবে।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫১

নূর আলম হিরণ বলেছেন: বেশ ভালো বলেছেন। আশাকরি উনি বুঝবেন। উনার জন্য সবসময় শুভকামনা রইল।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। ব্লগে যারা ভালো লিখেন। পরিবেশের জন্য লিখেন, সমাজের জন্য লিখেন, দেশের জন্য লিখেন সকলের জন্য শুভ কামনা।


৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০১

কামাল১৮ বলেছেন: আমার মনে হয় ভালো ব্লগিং করার জন্য ব্লগের নিয়মাবলী মাঝে মাঝে পড়ে দেখলেই হলো।অনুভূতিতে আঘাত লাগার বিষয়টা আমি ভালো বুঝতে পারি না।তাই মাঝে মাঝে অনুভূতিতে আঘাত দিয়ে ফেলি।ব্যক্তি আক্রমনটাও স্পষ্ট না।এগুলির চুলচেড়া বিশ্লষণ দরকার।তবেই ব্লগিং ফকফকা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি তো আজকে কালকের মানুষ না। আমার মনে হয় আপনি ঝকঝকে পরিস্কার সব বুঝেন। তবে একটি বিষয়ে আমার কাছে আশ্চর্য লাগে আপনি এতোদিন কিভাবে এই দেশে আছেন? এই দেশে তো কথা বলার মানুষ নেই। তাই হয়তো অধিকাংশ ঘরে মানুষ কুকুর বিড়াল পোষে। আমি মাঝে মাঝে আপনাদের দেশে যাই। আমাদের নিজের দেশের মতো আরাম আমি কোথাও পাইনি।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৩

জ্যাক স্মিথ বলেছেন: অনেক অনেক সাবধান বাণী, তবে এবার ব্যান মুক্ত হবার পর থেকে উনাকে বেশ উদার মনে হচ্ছে আগের চেয়ে, এই মনোভাবটা ধরে রাখতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



অকারণ অযথা মানুষের সাথে দেন দরবার। অপ্রয়োজনীয় কাজ কারবার ছাড়া আর কিছুই না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪০

কামাল১৮ বলেছেন: আমিতো বিপদে পড়ে আছি।কি ভাবে আপনাকে বুঝাই সেই বিপদের কথা।ঢাকায় থাকলে ৩০ থেকে ৪০ হাজার টাকার ঔষধ লাগে প্রতি মাসে।হসপিটালে গেলে তিন চার লাখ।এখানে সবই পাই মাগনা।তাছাড়া ঢাকায় হসপিটালে নিয়ে যাবার লোকটিও নাই।পরিবারের সবাই প্রায় এখানে।পরিবারও ঢাকায় থাকতে রাজি না।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি জানি। তবে ঔষধ ফ্রিতে হলেও চিকিৎসা ব্যবস্থা ভয়াবহ দুঃখজনক।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কেমন আছেন। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে ব্লগে কম আসা হয়না। বেশ কিছু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। কয়েক দিন ধরে ব্লগে চোখ রাখতে হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনার জন্য। আপনার পোস্টটি পড়ে মন্তব্য না করে পারলাম না।


ব্লগার চাঁদগাজীকে যারা অপছন্দ করেন, তারা কিন্তু তাঁর সব পোস্ট ও মন্তব্যে কড়া নজরদারি করছে। সুযোগ পেলেই কিন্তু এবার উনাকে সোলেমানি ব্যান করার আন্দোলন করবে। উনার পোস্টে কিন্তু কোন সমস্যা নেই। মন্তব্যে সতর্ক থাকতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট উনার চোখে যারা হাউকাউ ও ম্যাওপ্যাও তাদের কমপ্লিট ইগনোর করতে হবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি ব্লগ পড়ি তবে লেখালেখির তেমন সুযোগ পাই না। অথবা বলতে পারেন লিখতে মনে চায় না। আপনি সঠিক বলেছেন।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৪৫

সোনাগাজী বলেছেন:


@মোহাম্মদ গোফরান ,

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সম্মান রাখবো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি যদি ভবিষ্যতে আবার ডুবে যান, তাহলে ধরে নিতে হবে নির্ঘাত রাজীব নুর আপনাকে ডুবাবে।


৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:

আমি এর আগেও বারবার বলেছি।
গাজীর মন্তব্য যারা ও শিবির পন্থীরা পছন্দ করেন না তারা গাজীর জন্য কমেন্ট ব্লক করে রাখলেই হয়।
অযথা গাজীর সাথে মডুর সাথে গুতাগুতি করা কেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



গাজী সাহেব ভবিষ্যতে আবার ডুবে গেলে - দেখতে হবে কি কারণে কার কারণে কখন কিভাবে ডুবে গিয়েছেন।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:



সবাই উনার ভালো চায়,উনি নিজেকে পরিবর্তিত কিছুটা করবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আশা করি তিনি এতোদিনে বুঝতে পেরেছেন বাদবাকি সময় বলে দিবে। আপনাকে অশেষ ধন্যবাদ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

রানার ব্লগ বলেছেন: আশা করি গাজী সাব সহজ সরল গতিতে সামনে এগিয়ে যাবে। কোন এক্ট্রিম মোড় নেবেন না বা হাই স্পীডে কাউকে পাশ কাটাবেন না । হাসান কালবৈশাখী এর সাথে আমি যথেষ্ট যুক্তি সঙ্গত ভাবে একমত । চোর কখনোই ধর্মের কাহিনী শুনবে না তো তাকে শুনিয়ে নিজের মেজাজ কে অশান্ত করার দরকার টা কি ?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি শতভাগ সঠিক বলেছেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী অবুঝ নন। উনি একজন পিএইচডি হোল্ডার। তাকে এমন করে বলার দরকার নেই। মানী লোককে সম্মান করতে হয়। জ্ঞান দিতে হয় না। জ্ঞান তার কিছু কম নেই।

কোনটা তেলবাজি আর কোনটা স্বচ্ছ ভালোবাসা সেটা বোঝার মতোণ মগজ তার আছে।

যাইহোক, অনেকদিন আগে আমাকে আর চাঁদগাজীকে দাওয়াত করেছিলেন। সেটা কি আপনার মনে আছে? নাকি দাওয়াত ক্যান্সেল?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



দাওয়াত দিয়ে দাওয়াত প্রত্যাহার করা যায়?
আপনি কি প্রবল ভাবে মানসিক চাপে আছেন? কেনো এমন এমন মন্তব্য করেন? মানুষ আপনার মন্তব্য দেখে আপনার বায়োডাটা বায়োগ্রাফি পড়তে পারেন। আশা করি বুঝতে পারছেন, আপনি মন্তব্য করে কি কাজ করেছেন।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯

গেঁয়ো ভূত বলেছেন: ভালো পরামর্শ। অন্যন্য ব্লগারদের জন্যও এই পোস্ট টি অনুসরণীয় হতে পারে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ হইছে লিখাটা। উপমা সুন্দর
গাজী ভাই আশা করি ঠিকঠাক সুন্দর ব্লগিং করবেন আমাদের সাথে

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪

ফেনা বলেছেন: পোষ্টা যদি পরামর্শটাইপের তথাপি আমার কাছে বেশ লেগেছে। উপমা, ইঙ্গিত কঠিন কথার সাবলিলতা। দারুন।

শুভ কামনা রইল জনাব গাজী ভাই এর জন্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.