নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কে আমি

০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৯




এক আমি, আমিই আমি,
উত্তাল সমুদ্রে আমি
সুউচ্চ পর্বতেও আমি।
পূর্বে আমি, পশ্চিমেও আমি
উত্তরে আমি, দক্ষিনেও আমি
ডানে আমি, বামেও আমি।

নিচে আমি, এমনকি উপরেও এই আমিই আমি!
এক আমি, আমিই আমি। আমাতেই আমি।।




কে আমি - হতে পারেন একজন পিতা। আবার হতে পারেন ঈশ্বর আল্লাহ ভগবানও। এই আমির মতো শক্তিমান আমি বিশ্বব্রহ্মাণ্ডের আর কিছুতেই নেই। একজন সন্তানের কাছে তাঁর পিতা সবচেয়ে শক্তিমান সুপারম্যান। আর একজন এক ঈশ্বরবাদ মানুষের কাছে এক ঈশ্বর আল্লাহ ভগবানের চেয়ে শক্তিমান আর কেউ নেই। একজন সন্তানের সকল চাওয়া পাওয়া যেমন থাকে তাঁর পিতার কাছে। সন্তানের ধারণা পৃথিবীর সব কিছু নিয়ে আসা তাঁর পিতার পক্ষে সম্ভব। ঠিক তেমনই একজন এক ঈশ্বরবাদ মানুষেরও সকল চাওয়া পাওয়া থাকে তাঁর ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে।



ছবি: স্যামসাং গ্যালাক্সি




মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৯

শেরজা তপন বলেছেন: এই আমির উত্তরের কাছে সব উত্তর এসে থমকে যায়। এর একটাই উত্তর; মুসা যখন নাকি ঈশ্বরকে সামনা সামনি জিজ্ঞেস করেছিল কে আপনি। ঈশ্বর উত্তর দিয়েছিলেন;

I AM THE I AM

০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার মন্তব্যটি প্রথম। তারপরও কেনো জানি মনে হচ্ছে এই পোস্টের সেরা মন্তব্যটি আপনি করেছেন। এমন মন্তব্যে আমার লেখার ক্ষ্ট সার্থক করেছে।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

২| ০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: কে আমি? বলল মামা রাগল মামি
কে তুমি? সবাই চাইতে আমিই ভাল জানি

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ৮:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



দুই লাইন হলেও ভালোই হয়েছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।



৩| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


মনসুর হাল্লাজের 'আমিই খোদা' নিজের মত ব্যাখ্যা করতে চাইলেন মনে হয়।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ৯:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতার নিচে সামান্য ব্যাখাা আছে, আমার মনে হয় আপনি ব্যা্খ্যাটি পড়লে আমার অবস্থান বুঝতে পারবেন। মানুষ ঈশ্বর না। মানুষ ঈশ্বরের তৈরি।

মনসুর খাল্লাজ কে তাঁর বিষয়ে আমার জানা নেই। আপনার কি মনে হয় নিজেকে খোদা বলে দাবী করা কোনো সুস্থ মানুষের কাজ?

৪| ০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ২:০৩

সোনাগাজী বলেছেন:



কেবল মত্র মানুষই এসব লিখে থাকেন; আর কেহ লিখতেও জানে না, পড়তেও পারে না।

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সৃষ্টি জগতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, মানুষই একমাত্র জীব যে লিখতে জানে পড়তে জানে। পরবর্তীতে এই তথ্য পরিবর্তন হতে পারে আবার পরিবর্তন নাও হতে পারে।


৫| ০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ৭:০৬

কামাল১৮ বলেছেন: তাই তো,কে আমি?

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




কেউ না। অথবা সৃষ্টির অতি সামান্য অতি নগণ্য একটি জীব মাত্র।


৬| ০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৮

হাসান জামাল গোলাপ বলেছেন: "I am the Truth" (Ana'l-Ḥaqq)
https://en.m.wikipedia.org/wiki/Al-Hallaj

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:




https://bn.wikipedia.org/wiki/
মানসুর_আল–হাল্লাজ বিষয়ে আমার জানা নেই। উইকিপিডিয়া পড়ে মনে হয়েছে তিনি একজন মানসিক অসুস্থ মানুষ ছিলেন। অথবা প্রতারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.