নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সুসংবাদ : আগামী কাল সকাল সন্ধ্যা হরতাল

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬



এই দেশে সকল মানুষ মানবিক। অনেক মানবিক। অনেক অনেক মানবিক। মানবিকতার ছোঁয়ায় আকাশের সকল তারা ঝরে পড়ছে। সবাই মানবতার কথা বলেন। সবাই ফেসবুকে নিয়মিত ধর্মীয় গুণগান করেন। ধর্মীয় লেবাস পড়ে থাকেন। ধর্মীয় কথাবার্তা বলে থাকেন। সবাই আইনের কথা বলেন। সবাই শিক্ষিত মানুষ। কি শিক্ষায় শিক্ষিত কোথায় পড়ালেখা করেছেন কে জানে? আইনের ক খ গ কতোটুকু কে পড়েছেন কে জানে? ক লিখতে গেলে পেন্সিল কলম ভাঙ্গেন। ক লিখতে গেলে কীবোর্ড ভাঙ্গেন। এক এক জনের বক্তব্য শুনলে মনে হয় আফ্রিকার জঙ্গলের মানুষও এর চেয়ে সভ্য!

এই ভালো মানুষগুলো দেশে হরতাল অবরোধ শুরু করেছেন। আশা করা যাচ্ছে এখন থেকে নিয়মিত হরতাল, অবরোধ, আগুন, ডিজে পার্টি, ডিজে গান, ডিজে নাচ, ডিজে জলসা হতেই থাকবে। দেশের ছাত্র ছাত্রীর পড়ালেখা? - না, পড়ালেখার আর কোনোই প্রয়োজন নেই। সকলের জন্য ভালো চাকরি অপেক্ষা করছে। স্বাধীন চাকরি। চাকরির নাম - রাজনীতি। কর্মধর্ম ব্যবসা বানিজ্য কোনো কিছুরই আর প্রয়োজন নেই। রাজনীতি আগে। চর দখলের নোংরা নষ্ট পঁচা গলা নর্দমার ডাস্টবিনের রাজনীতি।

এই মানবতার ফেরিওয়ালারা চর দখল নিয়ে লেগে গিয়েছে। কে এই বদ্বীপ চর দখল করতে পারবে? - চলতে থাকবে কামড়া কামড়ি। চলতে থাকবে খুনোখুনি, চলতে থাকবে হত্যা। চলতে থাকবে লাশের রাজনীতি। চলতে থাকবে চর দখলের নোংরা নষ্ট পঁচা গলা নর্দমার ডাস্টবিনের রাজনীতি।

অভাব অনটন দেশের দরজায় এসে দাড়িয়ে আছে। কেউ লক্ষ্য করছে না। কেউ লক্ষ্য করার নেই। দেশে এতো এতো বুদ্ধিজীবী মানুষ, এতো এতো মানবিক মানুষ। কেউ বলছে না, এই রাজনীতি বন্ধ হোক। কেউ বলছে না, এই নষ্ট নর্দমার কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক। কেউ বলছে না, অনেক হয়েছে এইবার তোরা থাম।

এই দেশে সবাই মানবিক মানুষ। সবাই অনেক অনেক মানবিক মানুষ। সবাই এতোই মানবিক যে, এক একজন পুরাতন বাতিল রদ্দি পঁচা ছেড়া ফাটা কাপড়ের মানবতার দেয়াল।।







খবর সূত্র:
২৯ অক্টোবর, ২০২৩ রোজ রবিবার সমগ্র বাংলাদেশ সকাল সন্ধ্যা হরতাল।
আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল





মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

নিমো বলেছেন: চিন্তার কিছুই নাই। ব্লগের জনৈকদের এসএসসি ব্যাচের দানের টাকায়ই দেশের সাধারণ মানুষ বছর ব্যাপী জীবন যাপন করতে পারবে।

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪। পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়: ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ। আপনি বুঝতে পেরেছেন অবস্থা।

১৯৭১ এ সব ভারত পালিয়ে গিয়েছিলো, এই রিফিউজির দল বাংলাদেশে কেনো ফিরে এসেছিলো? আজকে এই রিফিউজিদের জন্য দেশের দুর্দশা দেখেন দেখি।

২| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজনীতি আর ধর্মব্যবসা সবচেয়ে লাভজনক ব্যবসা। শিক্ষাদীক্ষা-জাতীয় উন্নতি অনর্থক।

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



এখন তো তাই মনে হচ্ছে এই দেশে পড়ালেখা শিক্ষা কোনো কিছুরই আর দরকার নেই। অবশ্য শিক্ষাখাত চিকিৎসাখাত অনেক অনেক আগেই এই দেশে আত্মহত্যা করেছে।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:




ভোটের তফশীল কখন, কোন ধারণা?

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



জানা নেই। আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আর চাই না। এই দেশে রাজনৈতিক দলের কোনো প্রয়োজন নেই। সব একই ডাস্টবিনের পঁচা নর্দমা।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৮

বাকপ্রবাস বলেছেন: মুখে রুচি নাই, যা খাই টেষ্ট লাগেনা

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমরা বাক্যহারা হয়ে গিয়েছি বোবা হয়ে গিয়েছি, অন্ধ হয়ে গিয়েছি। শেষ।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫২

জুন বলেছেন: এইটা কি একটা সু-সংবাদ হলো ঠাকুর :|
কত জরুরি কাজ পরে আছে।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি ছোট দুই লাইন মন্তব্য করে আমাকে বড় বিপদে ফেলে দিলেন। আপনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার আলাদা একটি পোস্ট দিতে হবে। আপনার আমার সহ দেশের ১৭ কোটি মানুষে কাজের চেয়ে জরুরী হরতাল অবরোধের রাজনীতি।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



পোষ্টে বলা আপনার উক্তি যথাযথ হয়েছে -
সকলের জন্য ভাল চাকুরী অপেক্ষা করছে । স্বাধীন চাকুরী । চাকুরির নাম রাজনীতি
গতকাল মির্যা ফখরুল তার এক বয়ানে বলেছেন সমাবেশে যারা আসবেন সকলেই তাদের দলীয়
নেতা কর্মী । এটা মনে হয় উভয় দলের জন্য প্রযোয্য । ঠিকই বলেছেন সাধারণ মানুষ জন তাদের
নীজেদের কাজকর্ম ফেলে রেখে জীবন বাজী ধরে কেনই বা সমাবেশ তথা রাজনৈতিক কর্মকান্ডে
নিয়োজিত হবেন সেটা যদি তাদের কাছে ভাল ও যথেষ্ট আয় উপার্জনকারী কর্মকান্ড হয়ে না থাকে ।
এই হিসাবে ঠিকই বলেছেন
সকলের জন্য ভাল চাকুরী অপেক্ষা করছে । স্বাধীন চাকুরী । চাকুরির নাম রাজনীতি
যাহোক, সকলের মাঝে সচেতনতা আসুক , দেশের উন্নয়ন আগ্রযাত্রা ও সকলের
জীবন মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুস্থ রাজনৈতিক পরিবেশ ও স্থিতিশীলতা
বজায় থাকুক এ কামনাই করি ।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই সাহেব, সালাম নিবেন। দেশ স্বাধীন হওয়ার অর্ধশতক পরেও যেহেতু আমাদের মাঝে সচেতনতা আসেনি, আপাতত আর সচেতনতা আসার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। নির্মম হলেও সত্য যে, বাই ব্লাড আমরা ভারত পাকিস্তান আফগানিস্তানের সহোদর। আমরা পর্তুগীজ বা ওলন্দাজ নই। আমরা দেশ স্বাধীন করে এই পেয়েছি। আর কিছু করার নেই।

আপনার জন্য সব সময় শুভ কামনা ও অনেক অনেক দোয়া।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: একসময় হরতাল হলে খুশি হতাম। এখন বিরক্ত লাগে।
এই হরতাল মানুষ মানবে না। আমিও মানি না।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



হরতালের রঙিন সিনেমা শুধুমাত্র শুরু। কে কার বলির পাঠা হয় দেখতে থাকুন।

৮| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৩

কামাল১৮ বলেছেন: আপনি রাজনীতি চান না ,আপনি চান সামরিক শাসন।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



মিষ্টি খাবেন সিলেটের মোহন লালের মিষ্টি, মুক্তাগাছার মন্ডা? অথবা শীতের রাতে বসে খেজুর গাছের রস আর ভৈরব চরের বাদাম ভাজা।



৯| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩০

কামাল১৮ বলেছেন: আমার বাড়ী যশোর।খেজুর গাছের রশ ও পায়েশ বহু খেয়েছি।জাম তলার মিষ্টি প্রসিদ্ধ।ঐ দোকানে বসে বহুদিন খেয়েছি।
আপনি পছন্দ না করলেও রাজনীতিবিদরাই দেশ চালায়, ভবিষ্যতেও চালাবে।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশের দুর্ভাগ্য বাংলাদেশ কখনো ভালো রাজনৈতিক সরকার পায়নি।

১০| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ড: কামাল হোসেন আর রাজনীতি করবে না বলে ঘোষনা দিয়েছেন ।
.................................................................................................
অথচ উনার প্রতি অনেক মানুষের নীরব সম্মতি ও আশা ছিল ।
আমাদের এই উপ মহাদেশে গুনী লোকের সম্মান করতে জানিনা ।
বা তার থেকে দেশ উপকৃত হবে এমন সম্ভাবনার জন্য কোন সহযোগিতা করিনা ।
......................................................................................................
রাজনীতি এখন লুটেরাদের স্বর্গ রাজ্য ।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ড: কামাল হোসেন সাহেব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যারা আছেন সকলের অবসর নেওয়া উচিত। সকলে তাদের পরবর্তী প্রজন্ম দেশের বাইরে পাঠিয়ে রেখেছেন। এখন দেশের টাকা প্রবাসে তাদের প্রজন্মের কাছে পাঠাচ্ছেন। তাদের এই প্রবাসে টাকা পাঠানোর চাকরি হতে অবসর নেওয়া উচিত।

১১| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হরতালের রঙিন সিনেমা শুধুমাত্র শুরু। কে কার বলির পাঠা হয় দেখতে থাকুন।

আপনি যেরকম ভাবছেন। এরকম কিছুই হবে না। মনে রাখবেন দেশ চালাচ্ছেন শেখ হাসিনা।

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগিং করছেন দীর্ঘদিন। কিন্তু কথার অর্থ বুঝতে পারেন না। যার শক্তি আছে দুর্বলকে সে বলি দিবে। বলি নানান ধরনের হয়ে থাকে। অন্য কোনো সময়ে এই বিষয়ে কথা হবে।

১২| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৩

বাউন্ডেলে বলেছেন: ভালো থাকাটা নিতান্তই নিজের ব্যাপার। ব্যাক্তি জীবনে সুখী হতে না পারলে- মধুও তিতা লাগে। হরতাল উপভোগ্য হয়েছে। আমি খুবই আনন্দিত। জ্যাম, কালো ধোঁয়ার আধিক্য নাই, বাড়ী থেকে বাজারের চাপও হালকা, কামাইও পকেট খরচ চলার মতো। ভাবছি রাতে “আলাই মাছ” মারবো।
আলাই মাছ= ধানক্ষেতে আলো ফেলে খুঁচিয়ে মাছ শিকার।

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি পানির দেশ অন্ধগ্রামের মানুষ। আমরা এক সময় চাঁই (বাঁশের তৈরি খাঁচা) রাতে পানিতে রেখে আসতাম ভোরে গিয়ে দেখা যেতো ছোট ছোট মাছে মোটামোটি ২-৩ সের মাছ। পুঁটি টেংরা বাইল্লা, ছোট চিংড়ি, ছাপিলা, মলা, বাইম, রঙিন ও সাদাকোলো খলশে (বইছা মাছ), চান্দা মাছ, শিং মাছ, ফলি মাছ ইত্যাদি। এখন পানি আছে তবে তেমন মাছ নেই।

হরতাল অবরোধে তিন দল মিলে অন্ধকারের রাজনীতি করবে। - আশা করি বুঝতে পেরেছেন কি বলেছি।

১৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৯

রানার ব্লগ বলেছেন: আমি একটা হরতাল দিতে চাই। মধ্য রাতে নিশ্চিন্তে বাসের সিটে ঘুমিয়ে থাকা শিশুটির কয়লা হওয়া শরীরের প্রতিবাদে।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার বয়স কতো সেই বিষয়ে আমার সঠিক ধারণা নেই। যদি ৩৫-৪০ এর মধ্য হয়ে থাকে তাহলে আশা করা যায় আপনার হাতে সময় আছে। আগামীতে নোংরা রাজনীতির অনেক অনেক অনেক অধ্যায় দেখতে পাবেন।

history repeats itself

১৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:৩৭

ডার্ক ম্যান বলেছেন: ইলেকশনের পর পরিস্থিতি কেমন হবে বলে মনে করেন

১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার প্রশ্নের উত্তর ব্লগে সঠিক ভাবে কেউ দিবে না। ইনিয়ে বিনিয়ে কথা লম্বা করবে আপনার কাছে আরও মন্তব্য চাইবে। মনে হতে পারে আপনি পাঁচ দশটি মন্তব্য করলে মন্তব্য সের দরে বিক্রি করা যাবে!

সঠিক উত্তর আমি দিচ্ছি। সঠিক উত্তর হবে: - পরিবারতন্ত্র কায়েম থাকবে।

সমাপ্ত।

১৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১২

ডার্ক ম্যান বলেছেন: পরিবারতন্ত্র তো গত কয়েক দশক ধরে চলমান

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



২০৩৫-২০৪০ এর মধ্যে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আসবে। এর আগে সম্ভব না। আমার ধারণা আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আর আলোচনার প্রয়োজন নেই।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সম্ভবত বাংলাদেশ থেকে হরতাল চির বিদায় নিয়েছে।
আর কখনো হরতাল ঠিকমতো হবে বলে মনে হয় না
এরশাদের সময় যেরকম হরতাল হত সেটা এখন কেবল স্বপ্নেই ভাবা যায়।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার বিশ্বাস হয়, লেঃ জেনারেল এরশাদ নুর হোসেইন্যাকে নিজ হাতে গুলি করে হত্যা করেছে? এরশাদের জেলের বেনিফিশিয়ারি হচ্ছে খালেদা জিয়া। - যেমন কর্ম তেমন ফল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.