নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ততা আর ক্লান্তি থেকে মুক্তি চান?

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১২

আমরা বলতে গেলে সবাই দিনের কোন না কোন সময়ে হেডফোন কানে গুঁজে দিয়ে চোখটা বন্ধ করে নিই একটু প্রশান্তির আশায়। এখন অবশ্য হেডফোন গুঁজে আরজেদের ফ্লার্টিং বা রেডিও স্টেশনের গান গুলো আমরা কমই শুনি কিছুটা। পছন্দের গান গুলোই নিরাপদ আশ্রয়।

তবে নতুন কিছু শোনার ইচ্ছে কার না আছে? প্রিয় ট্র্যাক গুলোর ফাঁকে ফাঁকে যদি একটু নতুনত্ব পাওয়া যায় মন্দ কি?
সেই আশাতেই এই লেখার শুরু করলাম। আজকে আমার নিজের পছন্দের কিছু সাউন্ডট্র্যাক নিয়ে হাজির হলাম ব্লগে। লেখার কিছু পাই না।
কাজ নেই তো খই ভাজার চেষ্টা আরকি।

বেশিরভাগই সাউন্ডট্র্যাক হয় গেম নয়তো মুভি থেকে নেয়া। তবে ভালো লাগতে হলে এইসব মুভি-গেম চিনতে হবে এমন কোন কথা নেই। সঙ্গীতপ্রেমী হলেই চলবে। দিনের সব চাইতে ক্লান্তিকর সময়ের ফাঁকে যদি অল্প হলেও ট্র্যাক গুলো শোনেন, আশা করি ক্লান্তির বদলে শরীরে এনার্জি না আসলেও কানে শান্তি আসবে।

কথা মনে হয় বেশি বলে ফেলেছি? লিঙ্ক গুলো দিয়ে দিই। সব ইউটিউবের লিঙ্ক। কারো যদি এমপিথ্রির দরকার হয় জানাবেন। আমি ফাইল আপলোড দিয়ে দেব।

1. A Nearly Peaceful Place

2. Sorceresses

3. Trine 2 Main Theme

4. Aurora's Theme

5. Far Cry 3 - Main Theme

6. H.A.H.O

7. The Forbidden Kingdom - China Begins

8. Game of Thrones - The Children

9. The Witcher 3: Wild Hunt - The Trail

10. Whispers of Oxenfurt

11. Kaer Morhen

12. The Fields of Ard Skellig

13. Game of Thrones - Light of the Seven

14. Game of Thrones - The Winds of Winte

15. I Started A Joke - Suicide Squad

এই ১৫টা ট্র্যাকের কোনটা শুনে কানে শিরশিরে অনুভূতি হয়, কোনটা শুনে মাথা ব্যাথা চলে যায়। এগুলোর বাইরে আরো বেশ কিছু মিউজিক আছে আমার কাছে। সেগুলোর মধ্যে অ্যাডভেঞ্চারাস মুহুর্তে বা হলিউডের একশন মুভির কোন সিকোয়েন্সে নিয়ে যাবার মত ট্র্যাক অথবা কোন অতীত স্মৃতি মনে করিয়ে দেয়ার ক্ষমতা রাখে। সেগুলো হয়তো আরেকদিন পোস্ট করবো।

হাস্তা লা ভিস্তা ভাই-বোন-আপুরা।

যাবার আগে একটা বোনাস দিয়ে যাই। ঝুম বৃষ্টির শব্দ। মাঝে মাঝে বিজলির গর্জন। গরমের মধ্যে খুব খারাপ লাগবে না আশা করি।

বৃষ্টি নেমেছে আকাশ জুড়ে......

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট । ধন্যবাদ

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সময় হলে শুনে দেখবেন আপু। ভালো লাগবে আশা করি।

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

২| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ তাতো অবশ্যই প্রিয়তে রাখলাম :)

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: থ্যাঙ্কস আপু। ব্লগে আসার জন্য আরেকবার ধন্যবাদ।

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১

নবিনের আলো বলেছেন: very nice post. carry on writing such informative post

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: I'll try. Thanks for visiting. Cheers!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর পোস্ট ধন্যবাদ ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: শুনে দেখবেন আশা করি। কমপক্ষে একটা হলেও। ভালো লাগলো কিনা জানাবেন।

শুভেচ্ছা রইল।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । The Forbidden Kingdom - China Begins এইটা দেখেছি ভাল লাগল । এটা দেখতে গিয়ে অনেক বাংলা মভির লিংক পেয়েছি । সেগুলি খুব ভাল ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.