নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

হোয়েন ব্রেথ বিকামস এয়ার

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২২



পল কালানিথি; আমেরিকান বাবা আর ভারতীয় মায়ের সন্তান। চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। ক্লাসের সেরা ছাত্র। পড়েছেন স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে। দশ বছর ধরে নিউরোসার্জারির উপর কঠোর ট্রেনিং নিয়েছেন, আর কিছুদিন পরেই শেষ হাতকলমে শিক্ষার মেয়াদ। এরপর তার জন্য অপেক্ষা করছে অমিত সম্ভাবনাময় এক ক্যারিয়ার। পাশে রয়েছে প্রিয়তমা স্ত্রী, আছে সাজানো-গোছানো ছোট্ট একটা সংসার। জিতেছেন জাতীয় পুরষ্কার, বিশ্ববিদ্যালয়ের সবার সমীহের পাত্র, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে চাকরির প্রস্তাব আসছে একের পর এক।
একদম সফলতার শীর্ষে।
তাই না?
আর ঠিক তখনই নিয়তি তাকে আছড়ে ফেলল শক্ত মাটিতে।
জানা গেল, স্টেজ ফোর ফসফুসের ক্যান্সারে ভুগছেন তিনি।
আপনাকে যদি বলে দেয়া হয়, এই রঙিন পৃথিবীতে আপনার মেয়াদ ফুরিয়ে আসছে। বিদায় নিতে হবে প্রিয়জনদের কাছ থেকে। যে জীবনের স্বপ্ন দেখে এসেছেন, সেই জীবন পাওয়া হবে না কোনোদিনই।
কী করবেন আপনি?
হোয়েন ব্রেথ বিকামস এয়ার মৃত্যুপথ যাত্রী একজন মানুষের গল্প। সময় ঘনিয়ে আসছে জেনে পল ভেঙে পড়েননি, আবার সুপারহিরোর মতো মাথা উঁচু করে দাঁড়িয়েও থাকেননি। মৃত্যুকে মৃত্যুর মতোই গ্রহণ করেছেন। আর এটাই প্রমাণ করে আর দশ জনের মতো রক্ত-মাংসের মানুষ হয়েও কতটা অসাধারণ ছিলেন তিনি।

হোয়েন ব্রেথ বিকামস এয়ার হৃদয়কে চূর্ণ করে দেয়া ব্যথার গল্প, মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবনের গল্প আবার একই সাথে বাবা-ছেলে, স্বামী-স্ত্রী, ডাক্তার-রোগীর সম্পর্কের গল্প। আর সেই গল্প শোনা যাবে পলের নিজ মুখ থেকেই।

আমার অনুবাদে তুমুল আলোচিত ও জনপ্রিয় বইটি আসছে বইমেলা ২০২০-এ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২২

নেওয়াজ আলি বলেছেন: Best wishes

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: থ্যাংক ইউ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.