নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

ব্ল্যাক, না কি রেড - বলো না...!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

"এই ব্ল্যাক ড্রেসটা আমাকে মানিয়েছে না?"

"হুঁ, দারুন। নিয়ে নাও।"

"নায়ায়াহ...মনে হচ্ছে র‍্যাবিটের মত দেখাচ্ছে।"

"ভালই তো দেখাচ্ছে। পছন্দ না হলে অন্যটা দেখ।"

কিছুক্ষন পর....

"এই রেডটা কেমন? বেশি ভাল না ব্ল্যাকটার থেকে?"

"অনেক সুন্দর। এটাই নাও।"

"ঠিক করে বল। কোনটা? ব্ল্যাক, না কি রেডটা?"

"দুইটাই সুন্দর। দুইটাই নাও। তবে রেডটা বেশি।"

"উঁহু...রেডটা বেশি লাউড দেখাচ্ছে।"

"এঁ...আমার কাছে তো ভালই লাগছে..."

"দাঁড়াও, ব্ল্যাকটা আবার পরে আসি। তুমি ভেতরে এসো না।"

.
.
আমি ততক্ষনে মুখ চেপে ধরে হাসতে শুরু করেছি।

লেডিস ট্র‍্যায়ালরুমের সামনে দাঁড়ানো ছেলেটাকে কি যে বিব্রত আর কনফিউজড দেখাচ্ছিল। এই কথোপকথন আরও কতক্ষন চলতো, কে জানে। আমি সরে এলাম।

থাকুক বেচারা...! আরও কিছুক্ষন 'রেড' আর 'ব্ল্যাক' এর চক্করে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.