নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

সাঁঝবেলার কাব্য

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪



সমস্ত দিনের শেষে,
সাঁঝের মায়া মেখে
সূর্যটা লুকোয় নারকেলের চিরল পাতায়।
মেঘেদের ব্যাকড্রপে
বেঁকে যাওয়া রড উদ্ধত নিশান ওড়ায়;
নিস্তব্ধ নাগরিকতার।
পাখি ঘরে ফেরে। ঘরে ফেরে হারানো মানুষ।
ফেরে না শুধু মানবিকতা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।

শুভ কমানা রইলো ।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
উৎসাহ পেলাম লেখার এবং ছবি তোলার।

২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪

ধ্রুবক আলো বলেছেন: ছোট হলেও কবিতা দারুন লিখেছেন +
শুভ কামনা।

০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ দারুনভাবে উৎসাহ দেবার জন্য।

৩| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার

০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.