নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

লেখক

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

বিখ্যাত লেখক শংকরের একটি লেখায় 'লেখকের' শ্রেনিবিভাগ পড়েছিলাম অনেক আগে।

শংকর লেখককে দু'ভাগে ভাগ করেছেনঃ

প্রথমত - মাকড়সা টাইপ। এরা নিজের পেটের জিনিস দিয়েই সুতো বোনে। অর্থাৎ মৌলিক লেখক। আইডিয়া থেকে শুরু করে সবকিছুই তার নিজস্ব স্টাইল।

দ্বিতীয় প্রকার হলো তাঁতি-টাইপ। এরা ধার করা সুতো দিয়ে কাপড় বোনে। তারমানে, চারপাশের ঘটে যাওয়া ঘটনাগুলোই তিনি তাঁর লেখায় তুলে আনেন। স্টাইল নিজস্বও হতে পারে। আবার অন্য কারও অনুকরণ বা এড্যাপ্টেশনও হতে পারে।

তো এই হলো লেখকের শংকরীয় শ্রেণিবিভাগ।

ব্লগ বা ফেসবুক - এসব জায়গার লেখা পড়ে আমার সাথে আরও কয়েক শ্রেনির লেখকের অভিজ্ঞতা হয়েছে। বলে যাই - দেখেন মেলে কি না।

গুগল-উইকি টাইপঃ যে কোন একটা বিষয় বেছে নিয়ে গুগল/উইকি সার্চ চালান। তারপর বাংলায় অনুবাদ করে নিচে কয়েকটা লিংক জুড়ে দেন।

কপিক্যাটঃ অন্যের লেখা কপি-পেস্ট করে বেমালুম নিজের বলে চালিয়ে দেন। মূলত এরাই 'লেখাচোর'।

উপস্থাপকঃ বিখ্যাত কারও লেখা (রবীন্দ্রনাথ বা মাইকেল বা এরকম কেউ) তুলে দেন। প্রথমে অবশ্যই বলে নেন এটা কার লেখা। এরা আসলে বহুল/স্বল্প পঠিত বিখ্যাত লেখা উপস্থাপন করেন (নিজস্ব আইডিয়ার অভাবে কি?)।

আপাতত এ-কটাই মনে আসছে।

আমি কোনটা - নিশ্চয়ই ভাবছেন। আমার পোস্টগুলো পড়ে নিজেরাই ঠিক করে নিন না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪

সুমন কর বলেছেন: কপিক্যাটঃ অন্যের লেখা কপি-পেস্ট করে বেমালুম নিজের বলে চালিয়ে দেন। মূলত এরাই 'লেখাচোর'।

ভালো লিখেছেন। +।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

মন থেকে বলি বলেছেন: অন্তর্জাল কপিক্যাটে ভরপুর।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


আপনি শংকরের গুরু-টাইপের লেখক

৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

ধ্রুবক আলো বলেছেন: কপিক্যাট,
এই ভার্চুয়াল জগতে একটাই সমস্যা, অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়!! :(

লেখা ভালো লাগলো +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.