নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

দৈনন্দিন জীবনে আমি একজন ভদ্রলোক

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯



"দৈনন্দিন জীবনে আমি একজন ভদ্রলোক"

যে কি না 'দৈনন্দিন' একঘেয়ে কাজগুলো করে যায়।
রবোটের মত, কিছুটা অভ্যাসে।

তার সময় নেই 'জীবন' নিয়ে ভাবার।
ব্যস্ততার হাউন্ডটা তাকে তাড়িয়ে বেড়ায়।
সকাল - দুপুর - রাত।

নিজের 'আমি' তখনই খোঁজে
যখন আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কামায়।
সাবানের পরত চেঁছে আমিত্ব বের করে আনে।

কতশত 'একজনের' ভীড়ে হারিয়ে যাওয়া সেই।
প্রত্যেকদিনের একঘেয়েমিতে।
রোজকার অর্থহীন দ্বায়িত্বগুলোতে।

সবশেষে পেয়াজের খোসার মত।
অথবা ভিজে যাওয়া রেইনকোটের মত।
কিংবা রোল খুলে আসা টিস্যুপেপারের মত।
ভদ্রতার খোলসটা ছাড়িয়ে ফেললেই চলবে।

আপনাদের সামনে এসে দাঁড়াবে
এক প্রাগৈতিহাসিক মানুষ।
যার নেই রোজকার একঘেয়ে জীবনসর্বস্ব আমিত্ব।
অনেকের মধ্যে একজন হওয়ার ইচ্ছেটাও।

সে শুধুই এক আদিম বর্বর।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১১

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
দারুন উৎসাহ দিতে পারেন।
ভাল থাকব্রন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.