নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমাদের ভালবাসাবাসি

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৩



আমরা ভালবাসাবাসি করবো।
শুধু তুমি আর আমি।
যখন ইচ্ছে হবে, তখনই।
ভুলেও তাকাবো না কোনদিকে।

আমরা ভালবাসাবাসি করবো।
শরীরে শরীর হতেই হবে, তা নয়।
তোমার হাত টেনে নেব করতলে।
আলতো স্পর্শে জানাবো, আমি আছি।

আমরা ভালবাসাবাসি করবো।
হয়ত বিকেলের ছাদে।
ভালবাসা হবে চায়ের কাপের ঠোঁকাঠুকিতে,
অথবা তোমার উষ্ণ হাত আমার গালে ছুঁইয়ে দিয়ে।

আমরা ভালবাসাবাসি করবো সন্ধ্যাবেলায়।
অফিসফেরতা আমাকে দরজা খুলে দেবে তুমি।
হাসবে মিষ্টি করে, যেমন কর প্রতিদিন।
যে হাসি আমায় টানে ঘরে ফেরার।

আমরা ভালবাসাবাসি করবো।
সকালের পার্কে হাঁটতে গিয়ে।
পাশাপাশি হাঁটব। ছোট্ট ছোট্ট কথা বিনিময়।
তারপর বেঞ্চে বসে,
গরম ধোঁয়া ওঠা চায়ের গ্লাসে চুমুক দিয়ে।

আমরা ভালবাসাবাসি করবো।
তুমি যখন লাল শাড়িতে সাজাবে নিজেকে।
হয়তো লাগিয়ে দেব সেফটিপিন।
অথবা ঈষৎ বাঁকানো মরালগৃবায়,
পরিয়ে দেব রুবির লকেট।
তোমার আয়ত চোখের দৃষ্টি প্রসন্ন হাসবে।

আমরা ভালবাসাবাসি করবো।
গভীর রাতে। পাশাপাশি শুয়ে।
তোমার ফেসবুক দেখা আর আমার ব্লগে লেখালেখি।
দুটোই ভালবাসার। পাশাপাশি থাকার।

আমরা ভালবাসাবাসি করবো।
তুমি যখন পাশ ফিরে শোবে।
গভীর ঘুমের অতলে তুমি। আমি জেগে।
শীতের রাতে ঢেকে দেব নরম কম্বলে।
গরমকালে মুছিয়ে দেব গলার ঘাম।
হয়ত বাড়িয়ে দেব ফ্যানের স্পিড।

আমরা ভালবাসাবাসি করবো। করবই।
সকাল-দুপুর-সন্ধ্যা-রাত।
যখন ইচ্ছা তখনই।
টুকরো টুকরো কাজগুলো, আদর মাখিয়ে,
আমরা ভালবাসাবাসি করেই যাব।


#কাব্যতাড়না

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: মন থেকে বলি ,




কাব্যতাড়না থেকে এক অন্যরকম ভালোবাসার কবিতা লিখে ফেলেছেন ।
অনেক সুন্দর কবিতার ভাবনাগুলো ।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩২

মন থেকে বলি বলেছেন: আর আপনি মন্তব্যের ঘরে দারুন সুন্দর করে উৎসাহব্যাঞ্জক কথা লিখে ফেলেছেন। মন থেকে ধন্যবাদ।

২| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


ছবি দেখে মন ভরে গিয়েছিল, ভাবছিলাম পড়ার দরকার নেই; এখন পড়ে দেখলাম, ভালোবাসার অনুভুতিগুলো প্রাণ পেয়েছে।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৪

মন থেকে বলি বলেছেন: মন ভরে গেল আপনার অসাধারন মন্তব্য পড়ে। চাঁদগাজী ভাই, অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.