নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

স্বরূপ সন্ধানে

২৩ শে জুন, ২০১৭ রাত ৩:০৩



ঘুমের বড়ি গিলেও যার ঘুম আসে না,
তার জন্য ঘুম নয়।
নির্ঘুম রাত সে পার করবে কবিতা লিখে।

অভুক্ত থেকেও যার ক্ষুধা লাগে না,
খাবার তার জন্য নয়।
শূন্য পাকস্থলী নিয়ে সে উপুড় হয়ে শোবে।

কৌতুক শুনেও যার হাসি এলো না,
জেন আনন্দ তার ভাগ্যে নেই।
শুষ্ক বালিয়াড়ি হয়ে আছে তার মস্তিষ্ক।

অশ্রাব্য গালিতেও যে মানুষ রাগল না,
মনে রেখ হয় সে বধির, নয় কঠিনভাবে সংযমী
তার জন্য কোনরকম শাস্তিই প্রযোজ্য নয়।

মৃত্য দেখেও যে কাঁদল না একটুও,
হৃদপিন্ডের কোমলতা সে হারিয়েছে আগেই।
সে দুঃখ পাবে না, একদমই না।

না চাইতেই যে আদরের প্লাবনে ভেসেছে,
তারমত সৌভাগ্যবান আর কেউ নয়।
দুঃখবিলাস শুধু তাকেই মানাবে।

যে ভালবাসার সন্ধান পেল ঘাই হরিনী খুঁজতে গিয়ে,
একমাত্র সে-ই এর প্রকৃত মূল্য বুঝতে পারলো।
ভালবাসাতে অধিকার একমাত্র তারই।

আয়নার সামনে যে মানুষটা প্রত্যেকদিন দাঁড়ায়,
খর চোখে খুঁটিয়ে দেখে নিজেকে,
সে-ই আসল আত্মসন্ধানী।

নিজেকে এভাবেই চিনে নিও বন্ধু।



#কাব্যতাড়না

(২৩/০৬/১৭ | রাত ২:৫৯ মিনিট)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.