নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদ্যন্ত গৃহী। বইপোকা। লেখালিখিটা প্যাশন; তেমন বাছবিচার না থাকলেও থ্রিলার আর হরর জনরাতে স্বাচ্ছন্দ্য বেশি। অল্প বিস্তর ছবিয়ালও। ইন্সটাতে shajus shot হিসেবে পাবেন। মুভি দেখতে ভালো লাগে, ভালো লাগে খোলা আকাশ, সাগরের পাড়ে চুপ করে বসে থাকা আর নিস্তব্ধতা। প্রিয়

মন থেকে বলি

জীবনের স্থায়িত্বকাল কত অল্প। কিন্তু কত কিছু যে ইচ্ছে করে করতে। তাই পারি আর না-ই পারি, ইচ্ছেগুলোর ডানা মেলে দিয়ে যাই - এই আমার আকাশের জানালায়।

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

ছবি ও কাব্য

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:১০



ঊর্মিমালা-ঢেউ এর দোলা, আমায় দারুন দোলায়
আগুনঝরা আকাশ দেখ সাজলো রঙের মেলায়।
রঙ শুধু নয়, মন মাতালো দারুন হোলি খেলায়,
সেসব দেখে আমার বেলা কাটলো অবহেলায়।

কথা ও ছবিঃ আমি
স্থানঃ কক্সবাজার

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:৩৭

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: দারুণ বলেছেন, সুন্দর কাব্য+ছবি ++++++

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০০

মন থেকে বলি বলেছেন: এত্তগুলো প্লাস...!!! অয়াহেষ কৃতজ্ঞতা।

২| ২৮ শে জুন, ২০১৭ রাত ৩:২৯

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো সুন্দর ছবির সাথে মুগ্ধকর কথামালা, মন থেকে বলে গেলাম ভাই।

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৯

মন থেকে বলি বলেছেন: অসাধারন মন্তব্য। অশেষ কৃতজ্ঞতা। শেষ লাইনটা দারুন বলেছেন।

৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫২

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫০

মন থেকে বলি বলেছেন: আবার..!! হায়্ রে...!!

৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:১৯

মন থেকে বলি বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.