নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

সকালে চেয়ার ভাঙ্গার প্রতিযোগিতা, রাতে তেলের ফ্যাক্টরি

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫

কবিগুরুর মহাপ্রয়ান দিবস উপলক্ষে রাতে চ্যানেল আইয়ে অনুষ্ঠান, সাদি মোহাম্মদ আর ব্ন্যার অসাধারণ গানে চ্যানেলটায় থেমে যেতেই হলো। কবিগুরুর সুরের মুর্ছনায় অনুষ্ঠানটি শেষ হওয়ায়, চ্যানেল পাল্টানোর ফাকে চোখে পড়লো কোন একটি টক শো। কথা বলছিলেন আবুল মকসুদ, শোকের মাসে শোকের কথা,জ্ঞানী লোকের জ্ঞানী কথা। তার কথা শেষ হওয়ার পর দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের ভিসি কথা শুরু করেন। ছাত্রজীবনে দেখা হলের নীচু শ্রেনীর ছাত্রনেতার বক্তব্যের সাথে তার বক্তব্য খুব ভিন্ন মনে হলো না। ভিসি পদ টিকিয়ে রাখবার জন্য এতো কমদামী তেল মারতে হয়, ভাবতেই কষ্ট লাগলো। যা হোক, ওনার কথার পরেই মাইক চলে গেলো বাংলার তারুণ্যদীপ্ত নব্য বুদ্ধিজীবি, জনাব আরাফাতের কাছে। কিছুক্ষন শুনেই বুঝতে পারা গেলো, জাতির পিতা আরাফাতের সামনেই তার সব কাজ করেছেন, বোধ করি কিছু সিদ্ধান্ত আরাফাতের অনুমতি নিয়েই নিয়েছিলেন কি না!!! সকালে শোক প্রকাশের নামে চেয়ার ভাঙ্গার প্রতিযোগিতা, রাতে শোক পালনের নামে তেলের ফ্যাক্টরি..............শোকে পালনও কি ওরা মতলবী চেতনায় রাঙিয়ে দিচ্ছে?............ না, এই ছোট্ট মাথা আর কিছু নিতে পারছে না... সত্যিই সেলুকাস.....

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের কারুকাজতো এখানে,তাতে অবাক হবার কি আছে?? সত্যিই সেলুকাস!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.