নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

অনলাইন প্রতারণা

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

অনলাইন শপিং বিশ্বের প্রায় সর্বত্র জনপ্রিয় শপিং ব্যবস্থা হলেও বাংলাদেশ বলেই কিনা, এটাও পরিণত হয়েছে প্রতারণার মাধ্যম হিসেবেই। ৩৬৫ টাকার একটি ঘড়ির অর্ডার নেবার পরও প্রায় আধঘন্টা ধরে মোবাইল কলে ডিরেকশন জানতে পুরো আধঘন্টার মোবাইল বিল খরচ করে পাওয়া জিনিসটা বক্স খুলে পাওয়া গেলো মরচে ধরা একটা হাতঘড়ি, যার পুরো নবটিই ঘড়িটি থেকে আলাদা বলে দাবী করছে। যা হোক, প্রথমত কপাল ভালো, খুব বেশী টাকার উপর দিয়ে যায় নি। জানি, ফোন করে ফেরৎ চাওয়ার মানে হিসেবে আবারও কিছু মোবাইল বিল গচ্চাই যাবে। কিন্তু অন্য কেউ যাতে প্রতারিত না হয়, সেজন্য দুলাইন খরচ করতেই হচ্ছে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

প্রামানিক বলেছেন: সব জায়গায় দুই নম্বর।

২| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: ভাই কোন সাইড থেকে কিনেছেন জানালে খুশি হবো । আর আপনার যদি পন্য পছন্দ না হয় সেটা ফেরৎ নিতে বাধ্য । না হয় আমাকে জানান আমি ব্যবস্হা নিবো ।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫

টি এম মাজাহর বলেছেন: আজকের ডিল।

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:০০

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: ভাই ঘড়িটা কোন ভেন্ডর থেকে নিয়েছেন ? আর যদি আপনি ফেরৎ দিতে চান তাহলে আমাকে আপনার ইনভয়েজ সহ জানান আমি আজকের ডিন থেকে আপনাকে টাকা ফেরৎ এর ব্যবস্হা করবো । নিশ্চিত থাকেন ।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৯

টি এম মাজাহর বলেছেন: ধন্যবাদ ভাই, কাল আপনাকে ইনভয়েজ সহ ইনফরমেশন দিবো।.

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৮

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: [email protected] ভাই আপনার ফোন নাম্বারটা মেইল করলে খুশি হবো ।

৫| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সতর্কীকরণের জন্য ধন্যবাদ
@ ওয়াসিম ফারুক হ্যাভেন, আপনার উপকারি মনোভাব প্রশংসণীয়,খুব ভালো লেগেছে,ঠিক এমনটিই থাকবেন,শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.