নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

এতো কিছুর পরও পাতানো ম্যাচের সমাহার! নাকি অন্য কিছু?

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

মনে হচ্ছে এতো কিছুর পরও পাতানো ম্যাচের সমাহার। প্রত্যেকটা ম্যাচকেই শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব সবাই পালন করে যাচ্ছে ক্রমাগত। কোন ম্যাচে প্রথম ইনিংসে বেশী রান হবার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় হলেও অন্যরা একের পর এক ক্যাচ ফেলতে থাকে। আবার দ্বিতীয় ম্যাচগুলোয় প্রথম ইনিংসে রান কম হবার পরও দ্বিতীয় ইনিংসে বল নষ্ট করার হিড়িক পড়ে। এ যুগে সবচেয়ে খারাপ পিচে, টেস্টেও ২৯ বলে ১১ রান করে না কেউ । তাও আবার টি টুয়েন্টি স্পেশালিষ্ট বলে ভাড়া করে আনা বাইরের প্লেয়ার ! আশরাফুল ছোট মানুষ বলে সত্যি স্বীকার করেছে, কিন্তু তাকে লঘু পাপে গুরুদন্ড দেয়া হলো, যেখানে মূল পাপীরা ধরাছোয়ার বাইরেই। অথচ প্রকাশ্যেই চলছে পাতানো ম্যাচের বন্যা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.