নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই আসুক, দুঃখ আঘাত,অন্ধ দু\'চোখ যতই বাধার সামনে দাড়াকবন্ধু তোমার স্বপ্ন দেখার, মনটা ধরে রেখো।

টি এম মাজাহর

Bangladesh

টি এম মাজাহর › বিস্তারিত পোস্টঃ

রানা, আরাফাত আমাদের ক্ষমা করো................

২৭ শে মে, ২০১৭ সকাল ৯:০৩

পাশের বাড়ির ডালের গন্ধে খাবার খাওয়াই যায়, এতে নতুন পদ বেড়ে যায়! প্রতিবেশীর বাড়িতে এখন মানুষের থেকে গরুর সম্মান বেশী। গরুর জীবন বাচাতে প্রতিদিনই একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে। গরীব মানুষ তার গরু বিক্রি না করতে পেরে সংসার চালানোর জন্য বিক্রি করছে নিজের সন্তানকে। মিডিয়ায় এরকম অসংখ্য নিউজের সাথে সাথে ফেসবুকে প্রতিবেশী বন্ধুদের গরু রক্ষায় মানুষ হত্যার সফলতায় উল্লাস ধ্বনির আওয়াজ আমাদের মধ্যেও কাউকে উদ্বুদ্ধ করতেই পারে। গতকাল সকালে ফেসবুক থেকেই প্রথমে পাওয়া একটি সংবাদে আমরা পুরো পরিবার থমকে গেলাম। আমাদের চেয়েও অনেক ছোট কিন্তু প্রাণের প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জানবিবি) ক্যাম্পাসের দুজন ক্যাম্পাসেরই সামনে রোড এক্সিডেন্ট এ মারা গেছে। জানবিবির প্রাণের টানে প্রথম ব্যাচের অচেনা বড় ভাই/বোনটি যেমন কাছে টেনে নিয়েছেন চিরকাল, তেমনি যত অজানাই হোক, জানবিবির বড়ভাই চিনতে পারলেই আমাদের জন্যে জান দেয়ার জন্যে প্রস্তুত হয়ে যায় জানবিবির অনুজ। স্বজন হারানোর বেদনায় বাসায় সারাদিনই সবার মন খারাপ ছিলো। বিকালে শোনা গেলো অদ্ভুত সংবাদ, কয়েক ঘন্টা আগেও যারা ছিলো জানবিবির ছাত্র, লাশ পরিচয় পাওয়ার পরই তাদের জাবিতে ঢোকা নিষিদ্ধ ঘোষণা হয়ে গেলো! ভয়ঙ্কর কষ্ট মনে ধরে রেখে খুঁজে বেড়াচ্ছিলাম সেইসব আমাদের জাবির ফেসবুকের সরব কন্ঠস্বরদের যারা জাতি ও জাবির বিভিন্ন ইস্যুতে শক্তিশালী বক্তব্য দিয়ে চলেন। এই রকম শোকের দিনে এই রকম অন্যায় নিয়ে তারা নিশ্চয়ই চুপ করে থাকবেন না। সমাজে তাদের শক্তিশালী অবস্থান আর পরিচিত অসাধারণ গোছানো লেখাগুলোর প্রতিটি শব্দ পড়ে মাঝেমধ্যে দু একটা মন্তব্য করবার মতো সাহস করেই নিজের মুগ্ধতা প্রকাশ করে এসেছি এতোদিন। কিন্ত সেকি! আতিপাতি করে খুঁজে তাদের অসংখ্য ধারালো বক্তব্য আর জ্বালাময়ী লেখা পেলাম বটে, সেগুলো সবগুলোই দেখি গ্রীক দেবী তথা শাড়ি পড়া বাঙালী ভাস্কর্যের শোকে লেখা। এদের মধ্যে বেশীরভাগই জানাচ্ছেন ভাস্কর্যের দুশ্চিন্তায় দুদিন ধরে আতঙ্কে তাদের ঘুম আসছে না। দেশ গেলো, জাতি গেলো, সবই গেলো গেলো। এতটুকু বুঝে নিতে হলো, তারা যেহেতু বড় বড় সেলিব্রেটি, সেহেতু বড় বিষয় নিয়েই কথা বলবেন নিশ্চয়ই। এক্সিডেন্টে মরা দু -চারটা লাশ নিয়ে কথা বলার সময় এটা নয়! তা সে জানবিবিরই হোক না কেন! বরং সেই তথাকথিত ক্ষ্যাত লেখার স্টাইল, কম দামী মোবাইলে তোলা ছবি, ভুলভাল বানানে লেখা অসংখ্য অসেলিব্রেটি জানবিবির ছাত্রছাত্রীদের অগোছালো লেখায় আবেগ, ক্ষোভ আর শোক প্রকাশ করা লেখাগুলো পড়েই আরাফাত আর রানার জন্যে জমে থাকা শোক অনুভব করতে হলো। সম্ভবত "আরাফাত আর রানার জন্যে জানাজা" বাক্যটাই সেই সেলিব্রেটিদের মনোযোগ আকর্ষণ করতে পারে নাই। এর চেয়ে শেষ বিদায় বা ফুলেল বিদায় বলে বর্ণিত অনুষ্ঠান বাধাগ্রস্থ হলে কেউ হয়তো দুটা লাইন লিখতেও আসতেন। আর ইদানিং যেহেতু সেলিব্রেটি ফেসবুক লেখকদের জন্যে ধর্মীয় শব্দ, বিশেষ করে আরবী/ফারসি শব্দ মানেই নিষিদ্ধ, আনস্মার্ট আর জঙ্গীগন্ধযুক্ত, সেহেতু সেই সেলিব্রেটিদের সহানুভুতিপূর্ণ নজর পেতে জানাজা শব্দটি না বললেই পারতো সহপাঠীরা। যা হোক, এসব নিয়ে বেশী বলার সাহসও পাই না, কেননা, দেশের সর্বোচ্চ অবস্থানের সম্মানিত ব্যক্তির সরল ও সুন্দরভাবে বলা ধর্মীয় অনুভূতির কথাকেও তারা ছাড় দেন নি। তবে এটা হলফ করে বলতে পারি, সেলিব্রেটিরা রানা আর আরাফাতের জন্য লিখবেন একদিন। কিন্তু কবে? ভাস্কর্যের মতো বিশাল ইস্যুটা একটু পুরোন হতে দিন। আপাতত গরু রক্ষায় মানুষ হত্যাগুলো চলুক, পরে দেখা যাবে ক্ষণ...............

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৪৪

টি এম মাজাহর বলেছেন: জানবিবির কর্মসূচী হইতে জানা গেলো- গ্রীক দেবী থেমেসিস তথা বাঙালী নারীর পাল্লা হাতে ভাস্কর্যের সম্মান এবং দুইজন জাবিয়ানের দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন হইবে। তাও ভালো, রানা, আরাফাতের মৃত্যুর দিনে ভাস্কর্যের সম্মানহানির ঘটনা ঘটিলো, না হইলে তাহাদের জন্যে মানববন্ধন হইতো কিনা কে জানে। রানা, আরাফাতের জীবন দানের ঘটনা ভাস্কর্যের অপমানের দ্বারা আরও তাৎপর্যপূর্ণ হইয়াছে নিশ্চয়ই! সৈয়দ মুজতবা আলীর পন্ডিত সাহেবের সম্মান ম্যাজিস্ট্রেট সাহেবের কুত্তার কয় ঠ্যাংয়ের সমান এই রূপে একজন গ্রীক থুক্কু বাঙালী পাল্লা হাতে নারীর ভাস্কর্য, কয়জন জাবিয়ানের জীবনদানের সমান তাহা হিসাব কষিয়া বাহির করিবার সাহস হইতেছে না। তবে মানববন্ধনের মূল কারণ যে ভাস্কর্যের সম্মান হানী তা ঘোষণার প্রথম লাইনে প্রথম কারণ দেখিয়াই বোঝা যাইতেছে।
এই জানবিবি কি আমি চাহিয়াছিলাম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.