নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

পরিচালক খোকন ভাইকে মনে থাকবে

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

পরিচালক খোকন ভাইকে মনে থাকবে

বাংলাদেশের সিনেমার 'লড়াকু' পরিচালক শহীদুল ইসলাম খোকন। যেমন ছিলেন অ্যাকশান ছবির নির্মাতা, ছিলেন জাতীয় পরিপ্রেক্ষিতে বাংলাদেশী ছবির বাজারের ওপর একচেটিয়া ভারতীয় ছবির বাজার প্রতিষ্ঠার বিরুদ্ধে সংগ্রামী, চিন্তা-বোঝাপড়ার জায়গাতেও ছিলেন অনাপোষী। তাঁর ছবি 'লড়াকু’ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এরপর ‘পালাবি কোথায়’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’, ‘ঘাতক’, ‘বীরপুরুষ’, ‘লাল সবুজ’, ‘বজ্রমুষ্ঠি’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘উত্থান পতন’ ও ‘টপ রংবাজ ' ইত্যাদি ছবি করেছেন। শহীদুল ইসলাম খোকনের ছবি হলে গিয়ে দেখতাম একময়। তবে পরবর্তীতে, বিশেষ করে খোকন ভাই সম্পর্কে অামি অারেকটু অাগ্রহী হয়েছিলাম অাহমদ ছফার মাধ্যমে। তখন, প্রতিদিনই অাজিজ মার্কেটের দোতলায় ছফার টোল 'উত্থানপর্ব'তে যেতাম। দিনে। দিনে যেতে না পারলে রাতে, ছফার বাংলামোটরে বাসার পাঁচতলায়। সে এক সময়ের ভেতর দিয়ে জার্নি অামাদের। তো একদিন, সম্ভবত ২০০০ সালের দিকে, ছফা ভাই কথায় কথায় বললেন, 'চিত্রনাট্য লিখতে পারবে?' বললাম, 'পারব'। 'তাইলে তোমাকে খোকনের সঙ্গে পরিচয় করায়ে দেব, ও অামার 'একজন অালী কেনানের উত্থান পতন' নিয়ে সিনেমা করতে চাচ্ছে। যদিও চেয়েছিল 'ওঙ্কার, কিন্তু ওটা নিয়ে তো মামুন (মামুনুর রশীদ) টিভিতে একটা কাজ করেছে। তুমি চিত্রনাট্য লিখতে পারলে কিছু টাকাও পাবে।'
খোকন ভাই তখন দু'দফায় ছফা ভাইকে ১৬ হাজার টাকাও দিলেন লেখার লেখক-রয়্যালিটি হিসেবে। পরবর্তীতে অারো দেবেন, সে কথাও জানালেন ছফা ভাইকে। তারপর তো ছফা ভাই মারা গেলেন, অাজিজের দোতলার শ্রাবণীয়-রবিনীয় বারান্দায় অামাদের তরুণদের 'ছফা স্মরণ সভা'য় অনেক বক্তার মধ্যে খোকন ভাইও ছিলেন। খোকন ভাই সেদিন সদ্য প্রয়াত 'ছফা স্মরণ সভা'য় উচ্চকিত কণ্ঠে বলেছিলেন, অামি ছফা স্যারের উপন্যাসটি নিয়ে সিনেমা বানাবই।'
তিনি 'উত্থান পতন' নির্মাণ করেছিলেন। অবশ্য ওটাতে অামার চিত্রনাট্য লেখা হয়নি। শহীদুল ইসলাম খোকন অাহমদ ছফাকে 'স্যার' বলে ডাকতেন। ছফার স্মরণ সভায় সেই সন্ধ্যায় অামাদের মধ্যে পেয়েছিলাম লড়াকু পরিচালক শহীদুল ইসলাম খোকনকে। খোকন ভাই অামাদের মনে থেকে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.