নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

কাঁটা দ্য ফিল্মঃ অডিশনের নিউজ অাপডেট অাপাতত দ্য এন্ড

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৬


কাঁটা দ্য ফিল্মঃ অডিশনের নিউজ অাপডেট অাপাতত দ্য এন্ড
.........................
প্রায় পৌনে দুই মাস সময় লেগেই গেল 'কাঁটা দ্য ফিল্ম'এর দেড়শোজন চরিত্রের সন্ধানে অডিশন প্রক্রিয়া সম্পাদন করতে। কয়েক ধাপে কাজটি করেছে 'কাঁটা দ্য ফিল্ম'এর প্রি-প্রোডাকশন টিম। গত দু'মাস প্রোডাকশনের সার্বিক ব্যয়সহ টিমের অনেক পরিশ্রম গেছে, এখনো যাচ্ছে। এখন, অভিনয় প্রার্থীদের মোটামুটি একটি তালিকা তৈরি করেছে অডিশন বোর্ড। চিত্রনাট্যের চরিত্র অনুযায়ী যতটা সম্ভব চরিত্র সন্ধান করার চেষ্টা করা হয়েছে।

অডিশন থেকে মিলেছে ৯৫ ভাগ চরিত্র। বাকি ৫ ভাগ চরিত্র ভাবা বা ঠিক করা অাছে। এই নিয়েই দেড়শো মানব চরিত্রের সমন্বয়ে নির্মাণাধীন ছবি 'কাঁটা দ্য ফিল্ম"। ফলে অডিশন থেকে ফাইনালি অামরা নিতে পেরেছি ১২০ জনকে, যারা প্রধানত নতুন এক্কেবারেই। বাকিদের ডাকা যাচ্ছে না অাপাতত। তবে এই ১২০ জনকে অামরা চরিত্র অনুযায়ী গ্রুমিং-রিহার্সেলে ডাকব ধাপে ধাপে, একবারে একদিনে নয় কোনোভাবেই। অার...শুরু হয়ে যাচ্ছে চরিত্র অনুযায়ী অ্যাক্টিং রিহার্সেল। অপেক্ষায় থাকুন। অাপনি মনোনীত হয়ে থাকলে ডাক পাবেন দ্রুতই। মনোনীত হওয়া-না-হওয়ার ব্যাপারে কোনো ব্যক্তিগত যোগাযোগের কিছু নেই। এরপর, একই সঙ্গে শুরু হচ্ছে 'কাঁটা দ্য ফিল্ম' এর অানুষ্ঠানিক প্রি-প্রোডাকশন ডিসিপ্লিন...

মগবাজারের প্রি-প্রোডাকশন ডিসিপ্লিন থেকে টিম চলে যাবে নারিন্দায়, পুরানো ঢাকায়। অাপাতত 'কাঁটা দ্য ফিল্ম' এর সব ধরনের নিউজ অাপডেট দু'মাসের জন্যে বন্ধ হচ্ছে। কারণ, কাজের সময় নিউজ অাপডেট করার কিছু নেই। সব্বাইকে ভালোবাসা_


'কাঁটা দ্য ফিল্ম' টিম
বড় মগবাজার রেললাইন গেট
২৯ অক্টোবর, ২০১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০৯

আশরাফুল এষ বলেছেন: অনেক ভালোবাসা.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.