নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ

কবিতার পথে ক্লান্ত পথিক।।

তন্ময় শরীফ › বিস্তারিত পোস্টঃ

সখা ভালোবাসা কারে কয়??

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সখা ভালোবাসা কারে কয়?
সেকি দু-একদিনের চ্যাটিংই জন্মে যায়??
নাকি আমরা যারে বলি ফালতামি, তোমেরা তারেই বলো ভালোবাসা ভালোবাসা, সখা ভালোবাসা এ নয়।

প্রায় মেয়েকে বলতে দেখি ছেলেদের প্রপোজালের জ্বালায় আজ অতিষ্ঠ।
তারা প্রপোজ করে প্রেমের প্রপোজ, প্রেম করবে, মজা লুটবে, নাহলে এম্বি খরচো করে ফেজবুক ইউজ করে লাভটা কিই??

নিজের অাত্মসম্মানবোধ যার মধ্যে নেই, সে কি করে আরেক জনকে সম্মান দিবে? কি করে, কেমন করে শিখবে যে কিভাবে মেয়েদের সম্মান করতে হয়, ও কি ওমন মানুষের সাথে মেশে, যদি মিশতোই তবে তো এটুকুনো জানতো যে ভালোবাসা মুখে নয়, মনে রয়।।

আজকাল প্রায় শুনি দুএকদিন চ্যাট করললেই নাকি তারা প্রপোজ করে বসে, কেউ কেউ আবার প্রপোজ দিয়েই চ্যাট শুরু করে! এটা কেমন ভালোবাসা? কোথা হতে আসে এ ভালোবাসা? কোনো মায়া নেই, কোনো ফিলিংস নেই, কোনো কিচ্ছু নেই তারপরও নাকি ভালোবাসে, ভালোবাসি ভালোবাসি বলে বলে চিৎকার মারে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.