নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

যেসব কারণে এমপি নির্বাচনে প্রার্থী হওয়া যায় না/সংসদ নির্বাচনের ক্ষেত্রে অযোগ্যতা সমূহ

২০ শে মে, ২০২৩ রাত ৮:২৫


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হবার যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে। নিম্নে জাতীয় সংসদ অযোগ্যতা বর্ণনা করা হল :

** কোন আদালত মানসিকভাবে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা করলে;
**দেউলিয়া ঘোষিত হবার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকলে;
**কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে;
**নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হয়ে থাকলে;
**১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন;
**  প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে (সংবিধানের এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে কোন ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী হবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবেন না)।

** নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট দলের পক্ষে
সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী স্বাক্ষরিত দলের মনোনয়ন সংক্রান্ত প্রত্যয়ন পত্র থাকতে হবে;

** স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে ইতিপূর্বে জাতীয় সংসদের কোন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে;
অথবা
নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা প্রদান করতে হবে;
**গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৬৩ এর দফা (১) এর অধীন উপদফা (সি), (ডি) ও (ই) এ উল্লিখিত যে কোন কারণে বাতিল বলে ঘোষিত হয়ে থাকে এবং এরূপ ঘোষণার তারিখের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হয়ে থাকে;
**প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোন চাকুরী থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর তিন বৎসর অতিবাহিত না হয়ে থাকে;
**প্রজাতন্ত্রের বা কোন সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের চাকুরী হতে বরখাস্ত, অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হয়েছেন এবং এরূপ বরখাস্ত, অপসারণ বা বাধ্যতামূলক অবসরের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হয়ে থাকে;
**প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোন চাকুরী হতে অবসর গ্রহণের অব্যবহিত পর চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত ছিলেন এবং উক্ত চুক্তির মেয়াদ শেষ বা চুক্তি বাতিলের পর তিন বৎসর অতিবাহিত না
হয়ে থাকে;
**কোন বিদেশী রাষ্ট্র বা প্রতিষ্ঠান হতে অনুদান বা তহবিল গ্রহণ করে থাকে এরূপ কোন বেসরকারি সংস্থার কার্যনির্বাহী পদে কর্মরত থাকেন অথবা উক্ত পদ হতে পদত্যাগ কিংবা অবসর গ্রহণ করে থাকেন কিংবা পদচ্যুত হয়ে থাকেন এবং উক্তরূপ পদত্যাগ, অবসর কিংবা পদচ্যুতির পর তিন বৎসর অতিবাহিত না হয়ে থাকে;
**কোন সমবায় সমিতি এবং সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি ব্যতীত, সরকারকে পণ্য সরবরাহ করার জন্য বা সরকার কর্তৃক গৃহীত কোন চুক্তির বাস্তবায়ন বা সেবা কার্যক্রম সম্পাদনের জন্য, তিনি তার নিজ নামে বা তার ট্রাস্টি হিসাবে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে বা তাহার সুবিধার্থে বা তার উপলক্ষে বা কোন হিন্দু যৌথ পরিবারের সদস্য হিসাবে তার কোন অংশ বা স্বার্থ আছে এইরূপ চুক্তিতে আবদ্ধ হয়ে থাকেন;
তবে চুক্তিটিতে অংশ বা স্বার্থ তাহার উপর উত্তরাধিকারসূত্রে বা উইলসূত্রে প্রাপক, নির্বাহক বা ব্যবস্থাপক হিসাবে হস্তান্তরিত হয়, যদি না তা হস্তান্তরিত হওয়ার পর ছয় মাস অথবা কোন বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক বর্ধিত সময় অতিবাহিত হয়; অথবা
কোম্পানী আইন, ১৯৯৪, (১৯৯৪ সনের ১৮নং আইন) এ সংজ্ঞায়িত কোন পাবলিক কোম্পানীর দ্বারা বা পক্ষে চুক্তিটি সম্পাদিত হয়েছে যার তিনি একজন শেয়ার হোল্ডার মাত্র, তার অধীন তিনি কোন লাভজনক পদে অধিষ্ঠিত পরিচালক বা ম্যানেজিং এজেন্টও না হয়ে থাকেন;
অথবা

তিনি কোন হিন্দু যৌথ পরিবারের সদস্য এবং তার অংশ বা স্বার্থ নেই এরূপ কোন স্বতন্ত্র ব্যবসা পরিচালনাকালে পরিবারের অন্য কোন সদস্য কর্তৃক চুক্তিটি সম্পাদিত হয়েছে।

**কৃষিকাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষি ঋণ ব্যতীত, মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখের সাত দিন পূর্বে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোন ঋণ বা তার কোন কিস্তি পরিশোধে খেলাপী হয়ে থাকলে;

**এমন কোন কোম্পানীর পরিচালক বা ফার্মের অংশীদার হন যা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোন ঋণ বা তার কোন কিস্তি তাঁর মনোনয়ন পত্ৰ জমা দেয়ার দিনের পূর্বে (before the day of submission) পরিশোধে খেলাপী হয়েছে;

**ব্যক্তিগতভাবে মনোনয়ন পত্র দাখিলের সাত দিন পূর্বে প্রদেয় সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোন সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হয়ে থাকলে।

- মোহাম্মদ তরিক উল্যাহ (এম টি উল্যাহ)
আইনজীবী (অভিজ্ঞতার আলোকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আইনী পরামর্শ দেওয়া হয়)
০১৭৩৩৫৯৪২৭০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৩ রাত ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। একটা কেইস বলি। আমার বাবা, চাচা জানতেন যে, আমাদের বাড়িটি তার দাদার নামে রেকর্ডভুক্ত এবং তাদের ফুপুরাও এ বাড়ির অংশীদার। একদিন আমার চাচা জানালেন যে, তিনি তাদের ফুপুদের প্রাপ্য অংশের পুরোটাই তার নিজের নামে লিখিয়ে নিয়েছেন (অর্থাৎ, তাদের ফুপুরা তাদের অংশ পুরোটাই দান করেছেন আমার চাচাকে, আমার বাবাকে কিছু দেন নি)। কিন্তু রিসেন্টলি কাগজপত্র ঘেঁটে দেখা গেল যে, এস এ, আর এস এবং সি এস পর্চায় আমাদের বাড়ির নাম আছে আমার বাবা আর চাচার নামে, তার বাবা বা ফুপুদের কোনো নাম নেই।

এখন আমার প্রশ্ন, আমার চাচা যে বললেন তার ফুপুরা তাদের অংশ দান করেছেন, সেটা কি টিকবে? তাদের ফুপুদের নাম তো পর্চায়ই নেই, অর্থাৎ, বাড়িতে ফুপুদের কোনো মালিকানাই নেই, তাদের অংশ দান করা কি অবান্তর ঘটনা নয়? চাচার অবশ্য দলিল আছে। জানা গেল, ঐ সময়ে দলিল লেখার জন্য নাকি ওয়ারিশ সনদ লাগতো না, দলিল লেখকগণ রেকর্ডও চেক করতেন না, মুখে মুখে শুনে দলিল লিখতেন।

আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। অগ্রিম ধন্যবাদ।

২০ শে মে, ২০২৩ রাত ১১:৪৮

এম টি উল্লাহ বলেছেন: এমন কোন দলিলের অস্তিত্ব আপনারা পেয়েছেন? যদি না পান তাহলে তা অবান্তর। ফেলে দলিলটি দেখতে হবে।

২| ২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: এই দেশে ক্ষমতা থাকলে আইন কোনো ব্যাপার না।

২৭ শে মে, ২০২৩ দুপুর ১:০৪

এম টি উল্লাহ বলেছেন: তাও ঠিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.