নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

মহাজাগতি হাত (Hand of Good)৷

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:০৪





এই বিশাল মহাকাশে কত অজানা ঘটনা ঘটছে।আমরা এর কতটুকু বা জানার প্রয়োজন বোধ করি।মহাকাশে এমন সব ঘটনা ঘটে যা মানুষের কল্পনাকে ও হার মানায়।







এই রকম একটি ঘটনা সম্প্রতি ধরা পড়েছে নাসার চন্দ্র এক্সরে মানমন্দিরের ক্যা্মেরায় ৷নাসার ক্যা্মেরায় ধরা পরেছে,অনেকটা খেপার মতোই কিছু তারা ঘুরেছে।লাল নীল আলো ছড়াচ্চে চারপাশে।আর এতে প্রায় সময় তৈরী হয় আক অসাধারন পরিবেশ।তেমনই এক পরিবেশে মানুষের হাতের আকারের এক বিরল ঘটনা ধরা পড়েছে নাসার ক্যা্মেরায়।

মানুষের হাতের আকারের এ ছবিটি চন্দ্র এক্সরে মানমন্দিরের ক্যা্মেরায় ধরা পড়ে।এই মানমন্দিরটি পৄথিবী থেকে 360 মাইল উপরে এক কক্ষপথে ঘুরছে।

সুপারনোভা হিসাবে বড় কোনো তারার বিস্ফোরনের পর শক্তিশালী কনাগুলো অতিদ্রুত ঘুরতে থাকে।তখন একে পালসার বলে।এ থেকে যে শক্তি বের হয়,তা থেকে তৈরী হয় ধূলিকনার গ্যাসীয় মেঘ।













আর এই মেঘ এমন পরিবেশেই মানুষের হাতের আকারের বিস্ময়কর দৄশ্যটির উদ্দব হয়।জ্যোতিবিদরা এর নাম দিয়েছে, PSR B1509-58 ।পৄথিবী থেকে এর দূ্রত্ত প্রায় 17,000 আলোকবর্ষ দূ্রে।এই মহাজাগতিক হাতটি Circinus তারামন্ডলে।









এই হাতটিকে প্রথম আবিস্কার করে Einstein X-Ray Observatory 1982 সালে।ধারনা করা হয় এই হাতটি প্রায় 1700 বছর পুরানো। নাসার ধারনা এই হাতটি প্রায় প্রায় 150 আলোকবর্ষ ধরে ঘুরতে ঘুরতে একটি নীহারিকা মধ্যে অস্ত যায়।







এবং পরবত্তীতে এটি একটি নিউট্রন তারকা "হিসাবে প্রকাশিত হয়, এবং এটি "প্রতি সেকেন্ডে প্রায় 7 বার" ঘুরে।মোট কথা এই হাতটি হচ্ছে একটি পালসার পালসারটি উজ্জ্বল সাদা স্পটের ভিতরে অবস্থিত এবং ফটোতে দেখা যায় না। কিন্ত পালসার একটা সময় পড় পড় মহাকাশে বাতিঘরের মতো আলোকরশ্মি ছড়িয়ে দেয়। এটি আর আর একটি নীহারিকার উপর নিজেকে স্থাপন করে,এই হাতের মতো আকার ধারন করেছে।













এখানে প্রশ্ন হল যে এর নির্গমন একটি হাত আকৃতির মতো হতে পারে কিনা অথবা মেঘের কারনেই একে সত্যিই একটি প্রাকৃতিক হাতের আকৃতি মতো দেখা,যায় কিনা এই ব্যাপারে এখনো কোন সিন্ধান্তে আসতে পারেনি।

মহাকাশে কত রকমের অদ্ভুত ঘটনা অনবরত ঘটে চলছে।



ছবি নাসা।



Observation data

---------------------



Epoch Equinox



Constellation : Circinus



Right ascension : 15h 13m 55.52s



Declination : −59° 08′ 08.80″



Characteristic-

Spectral type : Pulsar

Distance : 17,000 ly







মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

আলম 1 বলেছেন: দুর্দান্ত পোস্ট

০৯ ই জুন, ২০১৪ রাত ১০:২৪

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৮

প্রথম বাংলা বলেছেন: যে হেতো ১৭ হাজার আলোক বর্ষ দূরে, তার মানে ঘটনাটি ঘটেছিলো ১৭ হাজার বছর আগে।

৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:২৩

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনি ঠিক ধরেছেন ১৭ হাজার বছর আগের ঘটনা,মানে ১৭,০০০ বছর আগের অতীত।

৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:২৪

ডি মুন বলেছেন: দারুণ ব্যাপার তো।
ছবিগুলো খুব সুন্দর।
আপনার পোস্টে ভালোলাগা।

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:০৯

নেবুলা মোর্শেদ বলেছেন: আমার পোস্ট ভালোলাগার জন্য আপনাকে ধন্যবাদ।

৫| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:৪২

ফা হিম বলেছেন: বড়ই অদ্ভূত!!

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:১১

নেবুলা মোর্শেদ বলেছেন: মহাজগতটিই তো অদ্ভূত!!

৬| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:০৯

ঢাকাবাসী বলেছেন: দারুণ পোষ্ট! চমৎকার সব ছবি।

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:১২

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৫৬

মুদ্‌দাকির বলেছেন: তৃষ্ণা থেকে গেল :( :( :( :(

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:১৫

নেবুলা মোর্শেদ বলেছেন: এর পড় যে লেখাটি পোস্ট করবো আশা করি আপনার তৃষ্ণা থাকবে না।

৮| ১০ ই জুন, ২০১৪ রাত ১২:১৮

কালো_সাদা বলেছেন: চমৎকার!
জ্যোতির্বিজ্ঞান নিয়ে জানতে ভালো লাগে, কিছু সহজ বইয়ের নাম দিতে পারেন কি ?

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:১৮

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনি যদি জ্যোতির্বিজ্ঞান বিষয়ে প্রাথমিক ধারনা পেতে চান তবে,আপনি বাংলায় লেখা তারা পরিচিতি এই বইটি সংগ্রহ করুন।এবং এই বইটি সবার আগে পরুন।

৯| ১০ ই জুন, ২০১৪ রাত ১২:১৮

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ভাই সামনেও এরকম কিছু পেলে জানাবেন প্লিজ।

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:১৯

নেবুলা মোর্শেদ বলেছেন: অবশ্যই জানাবো ভাই।

১০| ১০ ই জুন, ২০১৪ রাত ১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
বিস্ময়কর বিষয়।
নাইস পোষ্ট !!!

১০ ই জুন, ২০১৪ সকাল ১০:২০

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ১০ ই জুন, ২০১৪ সকাল ৮:২২

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার পোষ্ট । আরো বিস্তারিত জানতে মুন্চায়

১২| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:২১

নেবুলা মোর্শেদ বলেছেন: সামনে আরো আনেক কিছু জানতে পারবেন।

১৩| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ লিখেছেন।

১১ ই জুন, ২০১৪ রাত ৯:৫৪

নেবুলা মোর্শেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৪| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:০৫

হাসান মাহবুব বলেছেন: দারুণ পোস্ট।

১৫| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:৫৫

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.