নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

চাঁদের কলা।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

পূর্নিমার পর ১৫ দিন একটু একটু করে চাদের উজ্জলতা কমতে থাকে।এই দিনের চাদের ক্ষয়ে কৄষ্ণপক্ষের শুরু হয়।রোজ যে পরিমান ঔজ্জল্য কমে তাকে বলা হয় কলা (Phase)।পূর্নিমার পরে রাতে দেখা যায় চাঁদ এক কলা কমে গেছে৷সেদিন হল কৄষ্ণপক্ষের প্রতিপদ৷চাঁদের বাইরের অংশটি যেমন দেখা গোলাকার তেমন থাকে৷ ভেতরের দিকের গোল অংশটি ক্ষয় হতে হতে খুব সরু আকার ধারন করে৷এছাড়া প্রতিদিন চাঁদের আকাশে ওঠার সময় একটু একটু করে পিছেয়ে যেতে থাকে৷অবশেষে পূর্নিমার ঠিক ১৫ দিন পরে আকাশে আর চাঁদকে দেখতে পাওয়া যায় না৷

তখন চরাচর ঘন কালো আধারে ছেয়ে যায়৷সেই দিনটিকে বলে অমাবস্যা,কৄষ্ণপক্ষের সেই দিনটি শেষ দিন৷সেইদিনটিতে ও চাঁদের পিঠে রবির আলো পড়ে,তবে আমরা পৄথিবী থেকে তাকে দেখতে পাই না৷ কৄষ্ণপক্ষের শেষে শুরু হয় আবার এক নতুন পক্ষ তার নাম শুকলো পক্ষ৷অমাবস্যার পরদিন আবার প্রতিপদ তিথি হবে,তবে এই প্রতিপদ হলো শুকলো প্রতিপদ৷

সেদিন আমরা চাঁদকে আমরা এককলা আলো নিয়ে শেষরাতে পুবের আকাশে দেখতে পাই৷এরপর প্রতিদিন চাঁদের আলো বাড়তে থাকে,এবং প্রতিদিন চাঁদ আগের দিনের থেকে একটু একটু করে আগে আকাশে উঠতে থাকে৷পূর্নিমা থেকে পূর্নিমা বা অমাবস্যা হতে সময় লাগে ২৯ দিন৷ পৄথিবীর ঘুরতে চাঁদের যতদিন লাগে অমাবস্যায় তার চেয়ে দুদিন বেশী সময় লাগে৷

চাঁদের কলা(এই কলা হল চাঁদের ১৬ ভাগের একভাগ)৷অমাবস্যার পর থেকে পূর্নিমা এটি হল শুকলোপক্ষ এবং পূর্নিমা হইতে অমাবস্যা পযনতো চাঁদের কৄষ্ণপক্ষ৷কৄষ্ণপক্ষের প্রতিপদ তিথি হইতে তার পরের পূর্নিমার সময়কে বলে এক চাঁদের একমাস,সাড়ে উনএিশ দিনে চাঁদের একমাস হয়৷আর ৩৫৪ দিনে চাঁদের এক বছর হয়৷



বিদ্রঃ এই লেখাটি যখন অভ্রতে লিখতে ছিলাম ঠিক তখন অভ্রতে কিছু গোলযোগ দেখা দেয়,যার কারনে কিছু বানান ভূল হয়৷আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ডি মুন বলেছেন: :) জানা হলো । ধন্যবাদ ।

০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৪

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

২| ০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

নাভিদ কায়সার রায়ান বলেছেন: োরশেদ ভাই, শব্দনীড় নামের একটা ব্লগে নীহারিকা নিয়ে আপনার একটা লেখা পড়েছিলাম। ওইটা আপনিই তো নাকি?
দারুণ লেখা ছিল।

০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৩

নেবুলা মোর্শেদ বলেছেন: নাভিদ ভাই ওইটা আমি ভাই।

৩| ০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

অবাধ্য সৈনিক বলেছেন: েণবুলা েমােশর্দ
আপনার ব্লগীয় নামটি অসাধারন :|

০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৬

নেবুলা মোর্শেদ বলেছেন: নেবুলা মানে নীহারিকা আমার নিজের কাছে ও নামটা বেশ ভালো লাগে,ভালো লাগার আপনাকে শুভেচ্ছা।

৪| ০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

জে.এস. সাব্বির বলেছেন: চাঁদ সম্পর্কে নতুন কিছু জানতে আমার খুবই ভাল লাগে ।আপনাকে ধন্যবাদ ।

০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৮

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনাকে চাঁদ সম্পর্কে আরো নতুন কিছু জানাবো ,সাথে আমার তোলা চাঁদের নতুন কিছু ছবি থাকবে।

৫| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:০১

আহসানের ব্লগ বলেছেন: Banglish e comment korar jonno sorry bole nicchi agei. :-)

valo laglo .

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:২২

নেবুলা মোর্শেদ বলেছেন: শুভেচ্ছা রইলো ভালো থাকবেন।

৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


কত কিছুই জানিনা :(

৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৪

নেবুলা মোর্শেদ বলেছেন: কান্ডারি ভাই ঠিক বলেছেন আসলেই কতকিছু জানি না,ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.