নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

দূরবর্তী ছায়াপথের কেন্দ্রে দৈত্যকার তিনটি কালো গহ্বর আবিস্কার।

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২





বিজ্ঞানীরা কিছুদিন পূর্বে একটি ছায়াপথ আবিস্কার করেন,যার কেন্দ্রে একটি নয় তিনটি অতি ভর সম্পন্ন দৈত্যকার তিনটি কালো গহ্বরের সন্ধান পান।গবেষকরা বলেন এটি আঁটসাট বুননের ঘন সন্নিবেশিত দলবদ্ধভাবে







আছে।এবং এর দৈত্যকার কালো গহ্ববর সম্পর্কে যে ধারনা ছিল তা নতুন এই কালো গহ্ববরের সন্ধান পাওয়ার পর কিছুটা পরিবর্তন হয়।

তারা আরো বলেন এটি প্রচ্ছন্নভাবে একটি নতুন রাস্তা প্রকাশ করে,এই নতুন দৈত্যকার কালো গহ্বরটি খুব সহযে আবিস্কারের জন্ন।বিশাল দৈত্যকার কালো গহ্বরগুলো আমাদের সূর্য থেকে মিলিয়ন থেকে বিলিয়ন ভর সম্পন্ন হয়।বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের প্রায় প্রতিটি বড় ছায়াপথ এর অন্তরে এই কালো গহ্বর লুকিয়ে আছে।তারা আরো মনে করেন প্রায় প্রতিটি ছায়াপথের কেন্দ্রে,একটি করে অতি ভর সম্পন্ন দৈত্যকার কালো গহ্বর আছে।

তবে, মার্জ (merged galaxies ) ছায়াপথ কখনও কখনও একাধিক কালো গহ্বর ভোগ দখল করতে পারে।





জ্যোতির্বিজ্ঞানিরা সন্দেহের বশবর্তী হয়ে SDSs J150243.09 +111557,3, নামক একটি ছায়াপথ যা আমাদের থেকে প্রায় 4.2 বিলিয়ন









আলোকবর্ষ দূরে অবস্থিত (এইপথ মহাবিশ্ব জুড়ে এক তৃতীয়াংশ)।পর্যবেক্ষন করার এক পর্যায়ে এই পর্যবেক্ষক গ্রুপের প্রধান লেখক, গবেষক,এবং দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের রেডিও জ্যোতির্বিজ্ঞানী রজার ডেনি।ডেনি।এই ছায়াপথ পর্যবেক্ষন করার জন্য, প্রাথমিক ভাবে খুব দীর্ঘ (6.200 মাইল 10,000 কিলোমিটার) (VLBI) Very Long Baseline Interferometry (VLBI).নামক বিভক্ত বড় রেডিও অ্যান্টেনা ব্যবহার করেন সংকেত ধরার কাজে।এবং এই অ্যান্টেনা এতটাই সূক্ষ সংকেত ধরতে পারে যা হাবল স্পেস টেলিস্কোপ থেকেও 50 গুন বেশী।











বেশী।এবং এই পর্যবেক্ষনের এক পর্যায়ে তারা আবিস্কার করেন এই ছায়াপথের ভিতরে দুটি নয় তিনটি কালো গহ্বর এর মধ্য দুইটি ছিল একসঙ্গে খুব কাছাকাছি,আর এই তিনটি কালো গহ্বর এমন ভাবে একসাথে মিশে ছিল এর আগে এদের দেখলে মনে হয় এখানে একটি গহ্বর আছে। ড্যানি স্পেস ডট কম কে জানান এই তিনটি কালো গহ্বরের ভর আমাদের সূর্যের চেয়ে 100 মিলিয়ন গুন বেশী।বিজ্ঞানীরা পূর্বে চার ট্রিপল কালো গহ্বর সিস্টেমের সাথে পরিচিত ছিল।







ছিল।তবে তারা একটি গহ্বর থেকে অন্যটির দূরত্ত মাত্র 4.825 আলোকবর্ষ এই রকম ত্রয়ী আর পাননি।এর আগে বিজ্ঞানীরা কালো গহ্বরের যে জোড়া আবিস্কার করেন তাদের মধ্যেকার দূরত্ত ছিল 455 আলোকবর্ষ।ড্যানি বলেন এটিই অতি ভর সম্পন্ন দৈত্যকার দ্বিতীয় নিকটস্থ জোড়া।গবেষকরা এই দৈত্যকার জোড়া খুজে পান মাত্র ছয়টি ছায়াপথ অনুসন্ধানের পর।ড্যানি বলেন এই ধরনের আঁটসাট বুননের ঘন সন্নিবেশিত কালো গহ্বর এর আগের কোন পর্যবেক্ষনে খুজে পাওয়া যায়নি।গবেষকরা এখন পরীক্ষা করে দেখছেন কিভাবে এরা ছায়াপথের ভিতরে অবস্থান নেয় এবং ছায়াপথকে এরা কিভাবে পরিবর্তন করে।







করে।এর মধ্যে আছে ছায়াপথের কেন্দ্রে শক্তির বিস্ফোরণ সাথে ছায়াপথের বিবর্তন আকৃতি পরিবর্তন হয়।এর পূর্বে এই ধরনের টাইট জোড়া খুজে বের করা ছিল প্রায় কঠিন বর্তমানে গবেষকরা খোজ করেন কোন ছায়াপথ থেকে নির্গত বৃহৎ রেডিও তরঙ্গ যা দেখতে স্ক্রুর ন্যায় পেঁচানো অথবা টানিয়া







বাহির করিয়া আনা প্যাটার্নের মত দেখতে কোন কিছু। আর এই পাকান জেট অত্যন্ত উচ্চ রিসোলিউশনের দূরবীনের পর্যবেক্ষণ, প্রয়োজন ছাড়াই টাইট জোড়া হিসাবে সহজ খুঁজে পাওয়া যায়,ইউরোপীয় (VLBI) Very Long Baseline Interferometry নেটওয়ার্ক দিয়ে।বর্তমানে এই বিষয়ে আরো অনেক গবেষনা করতে হবে।সামনে গবেষকরা এই বিষয়ে আরো অনেক তথ্য আমাদেরকে দিতে পারবে।

আপাতত সেই পর্যন্ত অপেক্ষা করি।



ভিডিও- Click This Link





মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আহমেদ জী এস বলেছেন: েণবুলা েমােশর্দ ,




আমার প্রিয় একটি বিষয় নিয়ে লিখেছেন , মহাকাশের কথকতা ।

ছবিগুলোর ক্যাপসান দিলে আরো ভালো হতো ।

শুভেচ্ছান্তে ।

২| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে,ছবি লেখার সাথে মিল রেখে লেখার মধ্যে মধ্যে দিয়েছি।

৩| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

একলা চলো রে বলেছেন: +++

৪| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৩

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো লাগছে

৬| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.