নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

মহাকাশযান ক্যাসিনির ১০ বছর পূর্তি।

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২১





.গত মাসের জুলাই ২০১৪ তারিখে নাসার মহাকাশযান ক্যাসিনি শনি গ্রহকে সহ অন্য গ্রহগুলোকে পর্যবেক্ষনের জন্য মহাকাশে পাঠানো হয়,আজ থেকে 10 বছর আগে।এটি নাসার জন্য একটি বড় মাইলফলক হিসাবে চিহ্নিত হলো।ক্যাসিনির অভূতপূর্ব পর্যবেক্ষণ ও আবিষ্কারের সংখ্যা তৈরি করা হলে তা অনেক দীর্ঘ হবে।











এই মহাকাশযানটিকে মূলত একটি চার বছরের মিশন জন্য পাঠানো হয়েছিল,কিন্তু এর সাফল্যের জন্য এই মিশনকে আরো বাড়ানো হয়েছে।বর্তমানে এটি সম্পূর্ন ভালো আছে, এবং অনবরত বিভিন্ন তত্ত পাঠাচ্ছে।







ক্যালিফোর্নিয়া নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরি এ Cassini প্রকল্পের বিজ্ঞানী,লিন্ডা বলেন "Cassini সঙ্গে সেখানে এক দশক সময় ধরে থাকার ফলে আমরা কি অবস্থায় জীবনের জন্য আবাসস্থল হয়ে উঠতে পারে,তা এর আগে অনুভব করতে পারিনি।আর বর্তমানে ক্যাসিনি শনির কক্ষপথ প্রদক্ষিন করছে।







আসুন ক্যাসিনির পাঠানো শনি গ্রহের কিছু ছবি দেখি,আর আশা করি সামনে আরো অনেক নতুন নতুন তত্ত আমাদেরকে পাঠাবে।



































ছবি পরিচিতি প্রথম থেকে।



1.শনির বলয়।

2.শনি ও তার বলয়।

3.শীতের শনি গ্রহ।

4.সাদা বরফের মত দেখতে শনি গ্রহ।

5.শনির সবচেয়ে বড় চাঁদ টাইটান এবং তার সামনে আর একটি চাঁদ রিয়া।

6. টাইটানের ম্যাপ।

7.শনির বলয়।





ছবি নাসা-

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুক বিজ্ঞানের অগ্রযাত্রা... শান্তি, আবিস্কার আর সুন্দরের পথে..

সত্যি বিস্ময়কর মহাবিশ্বে কত বিস্ময়ই না লুকানো আছে....

++

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

নেবুলা মোর্শেদ বলেছেন: আসলেই মহাবিশ্বে অনেক বিস্ময় আছে।ধন্যবাদ

২| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

নতুন বলেছেন:

ক্যাসিনি সম্পকে আরো জানার জন্য....



ছবিটা খুবই গুরুত্বপূন` ...

এখানে পৃথিবির ছবি দেখা যাইতেছে... :)

৩| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

নেবুলা মোর্শেদ বলেছেন: ভিডিওটি পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

৪| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার এই পোস্টগুলো খুব ভাল লাগে। চলুক +++

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২০

নেবুলা মোর্শেদ বলেছেন: আশাকরি চলবে যদি সুস্থ থাকি ধন্যবাদ।

৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৪

রাতুল_শাহ বলেছেন: +++++++

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২০

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.