নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

কাইপার বেল্ট।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৮





(ইংরেজীতে Kuiper Belt মাঝেমধ্যে একে জ্যোতির্বিদ kenneth Edgeworth এবং Gerard Kuiper নামে ডাকা হয়): সৌ্রজগতের মূল গ্রহ সমূহের বহিঃস্ত একটি অঞ্চল যা সূর্য থেকে ৫০ জ্যোতির্বিদ্যা একক (AU) (অর্থ্যা নেপচুন কক্ষপথ) থেকে ৩০ জ্যোতির্বিদ্যা একক দূরত্তের মধ্যে অবস্থিত। এটি অনেকটা গ্রহানু বেস্টনীর মত,কিন্তু আকারে অনেক বড়।এটি গ্রহানু বেস্টনীর চেয়ে প্রায় ২০ গুন প্রশস্ত এবং ২০০ গুন ভর বিশিস্ট।বিশিস্ট।গ্রহানু বেস্টনীর মতই কাইপার বেস্টনীটি মূলত ক্ষুদ্র আকারের বস্ত (KBOs) বা সৌ্রজগতের সৄস্টির সময়কার অবশিস্টাংশ নিয়ে গঠিত।এটি মূলত শিলা ও ধাতুর সমন্নয়ে গঠিত,অন্যদিকে কাইপার বেস্টনীর বস্তুগুলি মূলত হিমায়িত উদ্দায়ী পদার্থ।যেমন মিথেন,আ্যমোনিয়া ও পানি নিয়ে গঠিত।এই বেস্টনীতে কমপক্ষে তিনটি বামন গ্রহরয়েছে,যেমন প্লুটো,ইউমেইয়া,এবং ম্যাকেম্যাকে।ধারনা করা হয় এই অঞ্চল থেকেই সৌ্রজগতের কিছু উপগ্রহ যেমন নেপচুনের উপগ্রহ ট্রাইটন (Triton) এবং শনির উপগ্রহ ফিবি (Phobe) এখান থেকেই উৎপত্তি লাভ করেছে।কাইপার বেস্টনীটি ১৯৯২ সালে আবিস্কার করা হয়।এবং পরে প্রায় হাজার থেকে ১০০০,০০০ লক্ষ কাইপার বেস্টনী বস্তু আবিস্কৄত হয়েছে।এবং ধারনা করা হয় ১৫০ কিঃমিঃ বেশী ব্যাসার্ধ বিশিস্ট এ ধরনের কাইপার বস্তু গুলি সূর্যের চারিদিকে ঘুরে চলছে।প্রাথমিকভাবে ধারনা করা হয়েছিল যে এই বেস্টনী পর্যায়বৄত্ত ধূমকেতু গুলির (Periodic Comet) একটি প্রধান আধার।এই

ধূমকেতুগুলির কক্ষপথ ২০০ বছর বা তার কম সময়ের জন্য টিকে থাকে।

তবে ৯০ এর দশকের মাঝামাঝি থেকে পরিচালিত গবেষনায় দেখা গেছে কাইপার বেস্টনীটি একটি স্থায়ী অঞ্চল এবং ধূমকেতুগুলির মূল উৎস হল,সূর্য থেকে আরোও দূরে অবস্থিত একটি বিক্ষিপ্ত ডিস্ক অঞ্চলে।প্লুটো হলো কাইপার বেস্টনীর সবথেকে বড় সদস্য।আদিতে প্লুটোকে একটি গ্রহ হিসাবে গন্য করা হলেও বর্তমানে একে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহের তালিকায় ফেলা হয়েছে।কারন গঠনগত দিক থেকে প্লুটোর সাথে কাইপার বেস্টনীর অন্যান্য অনেক বস্তুর সাদৄশ্য রয়েছে।প্লুটো ছাড়াও নেপচুনের কক্ষপথের বাইরে আরো চারটি বামন গ্রহের সন্ধান পাওয়া

গিয়েছে।(এগুলোকে প্লুটোয়েড বা প্লুটো সাদৄশ্য নামে ডাকা হয়) ।







বিঃদ্রঃ আমাদের এখানে বাংলা লায়ন এত স্লো যে ছবি দিতে পারলাম না,যার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম।



মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই নেটের স্পীড ঠিক হলে কিছু ছবি দিয়ে দিয়েন।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৪

নেবুলা মোর্শেদ বলেছেন: অবশ্যই দিয়ে দিব।

২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই নেটের স্পীড ঠিক হলে কিছু ছবি দিয়ে দিয়েন।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫০

নীল আকাশ ২০১৪ বলেছেন:





৪| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৭

নেবুলা মোর্শেদ বলেছেন: কান্ডারি,বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই আমার হয়ে এই কস্টটুকু করে দিয়েছে নীল আকাশ ভাই।ধন্যবাদ নীল আকাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.