নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

সূর্যাবর্ত (প্রথম পর্ব)।

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৮







আপাতদৄস্টিতে মনে হয় সূর্য প্রদক্ষিন করছে পৄথিবীকে।প্রতিদিন ভোরে পূর্ব দিগন্তে সূর্য উঠে,এবং ধনুকের মত বাকানো পথে আকাশে চলে সন্ধ্যায় পশ্চিমে অস্ত যায়।এ ছাড়াও সূর্যের আর একটি আপাতগতি কল্পনা করা যায়।তা হলো পিছনের তারার পটভূমিতে মিলিয়ে দেখলে মনে হবে যেনো সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে আকাশ পরিভ্রমন করে চলছে।এটা হলো প্রতিভাস মাত্রা এটা সত্য নয়।তবে এককালে মানূষ মনে করতো যে সূর্য ভ্রমন করছে তারামন্ডল বা রাশিচক্রের ভেতর দিয়ে।







কেনো এমন মনে হয়?যে তারারগুলোর ভিতর দিয়ে সূর্য পশ্চিম থেকে পুবে যাচ্ছে?এটা ঘটে পৄথিবীর কক্ষপথের বার্ষিক গতির জন্য।চাঁ পৄথিবীকে একবার প্রদক্ষিন করে 27.29 দিনে।পিছনের তারা গুলোর সাথে মিলিয়ে দেখলে মনে হবে,চাঁদ ও সূর্যের মতো একই পথে পশ্চিম থেকে পুব দিকে যাচ্ছে।এছাড়া পাচটি গ্রহ বুধ,শুক্র, মগ্নল,বৄহস্পতি,শনি বেশ উজ্জল সহজেই এদের দেখা যায়।তারাও কক্ষপথের পুব দিকে যায় কিন্তু সূর্যের পথ থেকে সামান্য ভিন্ন পথে।





আকাশের সবকিছুই নিরন্তর পরিভ্রমনরত সূর্য,চাঁদ,গ্রহ ও তারাগুলো ঘুরছে তাদের নিজ নিজ কক্ষপথে।তারাগুলো এত দ্যরে আছে যে তাদের চলাচল হাজার লক্ষ বছরেও চোখে পড়ে না।তাই মনে করতে পারি যে এগুলো স্থির হয়ে আছে,আকাশ-গোলকে।কিন্তু সূর্য,চাঁদ আর গ্রহগুলো আমাদের কাছে আছে আর এরা পিছনের তারা রাশির পটভূমিতে যে ভ্রমন করছে,এটা আমরা লক্ষ্য করতে পারি।।







সূর্য পথ বা ক্রান্তিবৄত্তঃ সূর্যকে প্রতিদিন পূর্বে উঠতে আর পশ্চিমে ডুবতে দেখা যায়।কিন্ত পকৄতপক্ষে সূর্য উঠে ও না অস্তও যায় না।পৄথিবীর নিজের অক্ষের উপর পশ্চিমে থেকে পুবে ঘোরে বলেই এমন দেখি আমরা।পৄথিবী সূর্যকে ঘিরে নিজের কক্ষপথে ঘোরে বছর ভরে,এর ফলে ও চোখে পড়ে সূর্যের একটি আপাত গতি।সূর্যযে এভাবেই ঘোরে তা নয়।কিন্তু আমরা পৄথিবী থেকে দেখি বলে মনে সূর্য চলছে,এমন এ কটি পথে।জানুয়ারী মাসে সূর্যকে দেখা যায় স্যাজিটারিয়াস (ধূনু মন্ডল) বা ধনু মন্ডলের দিকে।দিনের বেলায় দেখা সম্ভব নয়।





কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত যাবার সময় তাকালে এটা দেখা যায়।এই ভাবে দিন যায় পৄথিবী চলতে থাকে তার কক্ষে।আমরা সূর্যকে দেখি পৄথিবীর কক্ষপথের ভিন্ন ভিন্ন স্থান থেকে।ফেব্রুয়ারী মাসে দেখা যায় সূর্য আছে মকর তারা (রাশি) মন্ডলে।।মার্চে দেখা যায় সূর্য আছে কুম্ভ (রাশি) তারা মন্ডলে।পৄথিবী ঘুরতে থাকে,কিন্তু আমাদের কাছে মনে হয় সূর্য যেন তারামন্ডলগুলোর ভিতর দিয়ে পুব দিকে চলছে।এবং এক বছরে সম্পূর্ন আকাশ ঘুরে আসছে।সূর্য আসলে এভাবে ঘোরে না ,পৄথিবী সূর্যের চারিদিকে ঘোরে বলেই আমাদের এমন মনে হয়,যেনো তারা মন্ডল গুলোর ভেতর দিয়ে পশ্চিম থেকে পূর্বে পরিভ্রমন করেছে সূর্য।







সূর্যের এই কল্পিত পথকে বলে ক্রান্তিবৄত্ত (একলিপটিক) বা সূর্য পথ।সূর্যের এই আপাত ভ্রমনের মূলে আছে কক্ষপথে পৄথিবীর পরিক্রমা তাই সূর্যপথটি হচ্ছে আকাশে পৄথিবীর কক্ষপথের প্রতিচ্ছায়া।যদি আকাশ গোলকটি হতো গোলাকার পর্দা,যার মাঝখানে আছে সূর্য তাহলে কক্ষপথে পরিক্রমার সময় ওই পর্দার ওপর যে-ছায়া পড়তো পৄথিবীর কক্ষপথের ছায়া,তাই হতো সূর্যপথ।সূর্য এই পথে স্থির তারাদের পটভূমিতে রেখে দিনে 1 ডিগ্রী করে পুব দিকে এগোয়,এবং এই ভাবে বছর ভ্রমন সম্পূর্ন করে।সম্পূর্ন বৄত্ত বা 360 ডিগ্রী ঘুরে আসতে সূর্যের সময় লাগে 365.26 দিন,বা এক বছর।







পৄথিবী তার কক্ষপথের ওপর সোজা বা লম্ভা ভাবে দাঁড়িয়ে পরিভ্রমন করে না,থাকে একটুখানি হেলে।পৄথিবীর এই হেলে থাকার পরিমান সাড়ে তেইশ ডিগ্রী।পৄথিবী তার কক্ষপথের উপর সাড়ে তেইশ ডিগ্রী হেলে থাকে বলে সূর্যপথও এই পরিমান হেলে থাকে,আকাশ গোলকের উপর।











চলবে.....................



ছবি গুগল-

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত সহজ করে বলে যান.....

++++++++

২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৮

নেবুলা মোর্শেদ বলেছেন: বিদ্রোহী আপনাকে ধন্যবাদ ভালো থাকুন সবসময়।

৩| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আপনার এই সিরিজ বা এই ধরনের লেখাগুলো আমার দারুন লাগে ভাই। শুভেচ্ছা রইল!

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৭

নেবুলা মোর্শেদ বলেছেন: কাল্পনিক আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো।ঈদের শুভেচ্ছা রইল "ঈদ মোবারক" ভালো থাকুন সতত।ধন্যবাদ।

৪| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++

৫| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৮

নেবুলা মোর্শেদ বলেছেন: অপূর্ন ঈদের শুভেচ্ছা রইল।ভালো থাকুন সবসময় এই কামনায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.