নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

মেঘ বালিকা (প্রথম পর্ব)।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮





আমরা আকাশের দিকে কম বেশী সবাই তাকাই,আমরা আকাশে বিভিন্ন বর্নের আকারের মেঘ দেখতে পাই,এই সব মেঘের আবার নানান নাম আছে।আসুন এইবার মেঘের রাজ্য থেকে ঘুরে আসি।আমারা আকাশে যে মেঘ দেখি এদেরও বিভিন্ন স্তর আছে,এবং একেক মেঘকে একেক ভাগে ভাগ করা হয় স্তর ভেদে,আবার এদের নানান স্তরের নানান নাম রয়েছে।মাটি থেকে প্রায় সাড়ে ছয় হাজার ফুট উপরে যে মেঘ উড়ে বেড়ায় এর নাম “স্ট্রেটাস” এরা সাধারনত নীচের স্তরের মেঘ।







এদের রং একেবারে সাদা,দেখতে অনেকটা পেজা তুলার মতো।এই মেঘের ওজন একটু বেশী।এর কারনে এরা বেশীক্ষন ওপরে থাকতে পারে না।।নির্মল আকাশে এই স্তরের মেঘ ভেসে বেড়ায়।এই এই স্তরের মেঘকে রংয়ের প্রকৃতি অনুযায়ী নানান ভাগে ভাগ করা হয়।আবার এই সব ভাগেরও নানা নাম রয়েছে।এই স্তরের মেঘদের মধ্যে রয়েছে স্ট্রাটাস,স্ট্রাটোকামুলাস,নিমবো স্ট্রটাস সহ আরো নানা নামের মেঘ।এই স্তরের মেঘ থেকেই মুলত বৃস্টি ঝড়ে।কারন এই স্তরের মেঘে জলীয় বাস্প থাকে বেশী পরিমানে।







এর পরের উপরেরে স্তরে যে মেঘদের বিচরন তাদের বলা হয় মধ্য শ্রেনীর মেঘ,এদের নাম হচ্ছে অল্টো এরা মাথি থেকে সারে ছয় হাজার ফুট উপর থেকে শুরু করে আঠারো হাজার ফুট উপরে থাকে।এই মেঘ থেকে গুঁড়ি গুঁড়ি বৃস্টি ঝড়ে।এই মেঘের রং হয় হালকা থেকে গাঢ় নীল।আর এই অল্টো মেঘরাই রোদের তাপ থেকে আমাদেরকে কিছুটা হলেওবাচিয়ে রাখে।







এই স্তরের মেঘের মধ্যে রয়েছে অল্টোস্ট্রাটাস,অল্টোকিউমুলাস,ইত্যাদি নানা নামের মেঘ।আর সবচেয়ে উপরের স্তরের মেঘের নাম হচ্ছে “সাররাস” মাটি থেকে আঠারো হাজার ফুট উপরে এই মেঘ অবস্থান করে।এই মেঘের রং শুভ্র সাদা রংয়ের।এই স্তরের মেঘের মধ্যে রয়েছে সারসাস,সিরোস্ট্রাটাস, সিরোকুমুলাস সহ নানা ধরনের মেঘ।







এছাড়াও আরো বেশ কিছু বিষেশ ধরনের মেঘ আছে এই সব মেঘ নানা কারনে স্তরে তৈরী হয়ে থাকে।এই সব মেঘের মধ্যে রয়েছে মাম্মাটাস (মেমরী মেঘ) লেন্টিকুলার ফগ কন্ট্রাইলস কুমুলোনিমকাস সহ আরো নানা জাতের মেঘ।







চলবে........................

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার পোস্ট । চলুক ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নেবুলা মোর্শেদ বলেছেন: যদি বলেন তবে চলবে,ধন্যবাদ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.