নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল সেই দিন।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩



আমরা আগেই জেনেছি ইউরোপিয়ান স্পেস এজেন্সী রাশিয়ান জ্যোতির্বিদ ক্লিম চুরিয়ামুভ ও সভেতলানা জারাসিমেনকো আবিস্কৃত ধূমকেতুর পৃস্টে রোসেত্তা নামক মহাকাশ যান থেকে ফিলেই নামক আর একটি ছোট যান নামানো হবে।এই ধূমকেতু সর্ম্পকে কিছু জেনে নেই।



১৯৬৯ সালে এই ধূমকেতু আবিস্কার করেন দুইজন রাশিয়ান জ্যোতির্বিদ ক্লিম চুরিয়ামুভ ও সভেতলানা জারাসিমেনকো তাদের নামেই এই ধূমকেতুর নামকরন।



এর বাইরে একে ডাকা হয় এই ধূমকেতুটিকে এমনিতে C-G নামে ডাকা হয়,কিন্তু এর অফিসিয়াল নাম 67-p।এবং এই ধূমকেতুটি প্রতি 61.2 বছর পড়ে আবার সৌরজগতের সীমানায় প্রবেশ করে।



আগামীকাল বুধবার আন্তর্জাতিক সময় 08:35 UT ফিলেই ধূমকেতুর পৃস্টে নামবে।এই যানটি ধূমকেতুর পৃস্টে নেমে কাজ শুরু করতে ৭ ঘন্টা সময় লাগবে।




অবতরনের সময় এই যানের গতি থাকবে ২২ দশমিক ৫ কিঃমিঃ প্রতি ঘন্টায়।এই মিশনের বিজ্ঞানীরা সেই কারনে মজা করে এর নাম দিয়েছে "সাত ঘন্টার সন্ত্রাস"। আপাতত এই ঐতিহাসিক দিনটির জন্য অপেক্ষা করি।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

ডি মুন বলেছেন: পোস্টে প্রথম ভালোলাগা ++++++

আপনার পোস্ট ভীষণ ভালো লাগে।
সবসময়ই নতুন কিছু জানা যায়।

ভালো থাকুন সর্বদা।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

নেবুলা মোর্শেদ বলেছেন: ভালো থাকুন সর্বদা এই কামনা রইল।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:




চমৎকার পোস্ট +++

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৭

খাটাস বলেছেন: সুন্দর তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ।
কিন্তু কি কাজ হবে ওখানে? জানালে পোস্ট আরো ভাল হত।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০০

নেবুলা মোর্শেদ বলেছেন: ধূককেতু সর্ম্পকে বিষদ জানার জন্যই এই যানকে নামানো হয়েছে।আমার কাছে খবর আসার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব।

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: েণবুলা েমােশর্দ ,




এরকম মহাজাগতিক বিষয়ের জ্ঞান শেয়ার করেন বলে অসংখ্য ধন্যবাদ ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০১

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

অন্ধবিন্দু বলেছেন:
আশা করছি, খোঁড়াখুঁড়ির কাজটাও সফলভাবে সম্পন্ন হবে।

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

নেবুলা মোর্শেদ বলেছেন: একটু সম্যসা দেখা দিয়েছে।কারন ফিলেই নেমেছে ছায়াচ্ছন্ন একটা স্থানে,যেখানে সূর্যের আলো নেই যার কারনে ফিলেইর ব্যাটারী্র শক্তি খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

 বলেছেন: +++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.