নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

কেউ থাকলে আওয়াজ দেন।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৩

আবার দরজায় কড়া নাড়ছে ৬ষ্ঠ ব্লগ দিবস।এর আগে আমি ২০১২ সালে বরিশালে প্রথম ব্লগ দিবস পালনের সাথে জড়িত ছিলাম।২০১৩ সালে আর থাকতে পারিনি ব্যাক্তিগত কিছু সম্যসার কারনে।এই বছর আবার থাকার চেস্টা করবো।আমাকে গতকাল ব্লগার মোনেম মুন্না ব্লগে আমাকে এগিয়ে আসার আহবান জানায়,আমি আর মুন্না আজ বিকালে কথা বলি কি ভাবে দিবসটি পালন করা যায়।আমরা প্রথমে সিন্ধান্ত নিলাম বরিশালে যে সব ব্লগার ভাইবোন আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য পোস্ট দিব।যারা যোগাযোগ করবে তাদের নিয়ে আমরা এক যায়গায় বসে সিন্ধান্ত নিব কি করা যায়।এর আগেরবার ঢাকা থেকে পোস্টার আর ব্যানার পাঠানো হয়েছিল,এবারও কি পাঠাবে?
আমি ব্লগার আমিনুল ভাইয়ের কাছ থেকে জেনে নেব।আমার একটা অনুরোধ বরিশালের ব্লগার যারা আছেন তারা এই নাম্ভারে ফোন দিয়ে আওয়াজ দেন- ০১৭২৩-৩৮৮৫৭১ নেবুলা মোর্শেদ।আর মুন্নার পোস্ট স্টিকি করা আছে সেখান থেকে মুন্নার সেল ফোনে আওয়াজ দেন।আর ফোনে যারা আওয়াজ দিতে চান না। তারা এই স্থানে মেইল করুন [email protected].
ভাই এই দিবসটি কোন রাজনৈতিক দিবস নয় আশাকরি এই বার ভালো আওয়াজ পাবো।রাতে মুন্না আর একটি পোস্ট দিবে।কাজেই তৈরী হয়ে যান আওয়াজ দেবার জন্য।

বিঃদ্রঃ কেউ কিছু জানতে চাইলে আমার হয়ে উওর দিয়ে দিবেন।আমি বেশিক্ষন নেটে থাকতে পারছি না।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




শুভেচ্ছা থাকলো.... :)
আমার ধারণা, পূর্বের মতোই ব্যানারে ব্যবস্থা ঢাকা থেকে হবে।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

নেবুলা মোর্শেদ বলেছেন: সময়মত আপনার আওয়াজ আশা করছি।

২| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

মামুন রশিদ বলেছেন: শুভকামনা বরিশাল ।

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

জানা বলেছেন:
উদ্যোগ নিয়ে আঞ্চলিক ব্লগারদের সাথে যোগাযোগ করার জন্য এবং পোস্টের জন্য ধন্যবাদ @েণবুলা েমােশর্দ।

প্রতিবারের মতই এবারও আমরা দিবসটি উদযাপনে আমাদের সবরকম প্রচেষ্টা অব্যহত রাখবো।

মাতৃভাষায় মত প্রকাশের উন্মুক্ত এই সুযোগটি আমরা সবাই মিলেই পরিচর্যা করবো দৃঢ়তার সাথেই, দায়িত্বশীলতার সাথেই।



একটি ভিন্ন তবে জরুরী বিষয়ঃ

আপনার নামটি সম্ভবত রেজিস্ট্রেশনের সময় ফন্ট সমস্যায় পড়এ এমনটা হয়েছে। ব্লগে নাম পরিবর্তনের সুযোগ নেই তবে ফন্ট ও বানান সংক্রান্ত সমস্যায় আমরা তা সংশোধন করে দিয়ে থাকি আনায়াসেই। আপনার নামটি ঠিক কিভাবে দেখতে চান তা আমাকে এখানেই জানিয়ে দিন।

আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।


"মাতৃভাষায় মত প্রকাশের উন্মুক্ত এই সুযোগটি আমরা সবাই মিলেই পরিচর্যা করবো দৃঢ়তার সাথেই, দায়িত্বশীলতার সাথেই"।

আপনি ঠিক বলেছেন।

দিবস সফল করার জন্য যা প্রয়োজন আমরা সবটুকু করার চেস্টা করবো।

আমার নামটি নেবুলা মোর্শেদ এই ভাবে দেখতে চাই।

ভালো থাকুন সবসময়।

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: দাদো , আম্নেগো লেইজ্ঞা মেলা শুভেচ্ছা আর শুভকামনা :)

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

নেবুলা মোর্শেদ বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো আপনাদের সবার প্রতি।

৭| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

এহসান সাবির বলেছেন: সফল হোক।

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

নেবুলা মোর্শেদ বলেছেন: সবাই একসাথে মিলে পালন করলে সফল না হবার কোন কারন নেই।ভালো থাকুন।

৮| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নামটি সঠিক হওয়ায় অভিনন্দন... :)

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

নেবুলা মোর্শেদ বলেছেন: ভালো থাকুন সর্বদা।

৯| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২১

 বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। :)

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

নেবুলা মোর্শেদ বলেছেন: থাকতে হবে শুভকামনা জানালে হবে না।

১০| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনারা কে কবে থাকতে পারবেন জানাবেন,আমরা সবাই মিলে দিবসের আগে একবার বসতে চাই।

১১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

মোমেন মুন্না বলেছেন: বরিশালের সবাইকে ধন্যবাদ কমেন্ট করারা জন্য! আমারা মুল প্রোগামের আগে একবার সবাইকে নিয়ে একটা মত বিনিময়ের আয়োজন করতে চাই। যারা বরিশালে আছেন তারা আমার অথবা ণেবুলা মোর্শেদ ভাইএর নম্বরে যোগাযোগ করুন!

১২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

আমিনুর রহমান বলেছেন:




ঐ ভাই আমার নামের বানান ভুল করছেন :P


এইবার কিন্তু বিশাল আয়োজন চাই ব্লগ দিবসের। বরিশ্যাইল্লারা সব দিক থেকে এগিয়ে থাকে নিশ্চয়ই ব্লগ দিবসের জমকালো উৎযাপন করে সবাইকে চমকে দিবে :)

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

নেবুলা মোর্শেদ বলেছেন: আমিনুর ভাই ভালো আছেন? এইবার পোস্টার এবং ব্যানার আগে ভাগে পাঠাবেন,২০১২ তে ব্যানার হাতে পেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল।আর দেখি কতটুকু কি করা যায়।এখন পর্যন্ত সেই রকম কোন আওয়াজ পাইনি,একান্তই যদি না পাই চিন্তা নেই অনুস্টান আমরা করবোই ইনশআল্লা।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০২

মোমেন মুন্না বলেছেন: বরিশালের ব্লগাদের উদ্দ্যেশে,
আপনার যারা পোস্ট দেখছেন তার আপনাদের মূল্যবান মতাবাদ প্রদান করন যাতে আমরা আমাদের বেস্ট আয়োজনটি করতে পারি!

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

এমএম মিন্টু বলেছেন: ভাই শুভেচ্ছা ও শুভকামনা থাকলো ৪২০ নম্বর ফোর টুইয়েন্টি ব্লগারের পক্ষ থেকে ।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

তুষার কাব্য বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো......

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

নেবুলা মোর্শেদ বলেছেন: শুধু শুভেচ্ছা জানালে হবে না যদি বরিশালে থাকেন তবে আওয়াজ দেন।দিবসের আগে,আগামী মাসের ৫,১২,১৬ এই তিনদিন বন্ধ আছে আমরা সবাই মিলে একবার বসতে চাই।কি ভাবে দিবসটি সফল করা যায় আলো চনা করার জন্য।

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

অশ্রুত প্রহর বলেছেন: ইনশাআল্লাহ "বাংলা ব্লগ দিবস" খুব সুন্দর ভাবে সফল হবে।
বরিশালে তো অনেক ব্লগার আছে তারা এখনও কেন সারা দিচ্ছে না?
"বাংলা ব্লগ দিবস" সফল করার জন্য বরিশালের ব্লগারদের এগিয়ে আসা উচিৎ ..

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

নেবুলা মোর্শেদ বলেছেন: এই সাড়া কবে দিবে বুঝতে পারছি না।এর আগে ২০১২ তে তেমন কাউকে পাওয়া যায়নি।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০১

একজন আরমান বলেছেন:
সাথে আছি।
শুভকামনা রইলো।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আরমান ভাই আপনি আছেন আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে।অনেক দিন পড়ে আপনার সাথে দেখা হলো।

২১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

অতৃপ্ত কোডার বলেছেন: আমিও থাকব আপনাদের সাথে। কাল দিনের বেলা ফোন করে কন্টাক্ট করে নেব। :)

২২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যাবাদ আপনাকে আপনি ব্লগার মোনেম মুন্না অথাবা আমার এই নাম্বারে ০১৭২৩-৩৮৮৫৭১ ফোন দিবেন।

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: শুভকামনা বরিশালের ব্লগ ডে'র জন্য.. . :)


একটা ছোট সমস্যা হচ্ছে বোধহয় নেবুলা মোর্শেদ, আপনার োপস্টে যারা কমেন্ট করছে, তাদের কমেন্টের উপরে একটা সবুজ তীর রয়েছে-সেখানে ক্লীক করলে একটা আলাদা বক্স আসবে। আপনি প্রতিউত্তর করবেন সেখানে। নাহলে যাদের প্রতিউত্তর করছেন, তারা কেউ ই নোটিফিকেশন পাবেনা।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৮

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.