নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেবুলা মোর্শেদ

মেঘ মুক্ত রাতের আকাশ দেখতে ভালবাসি,আর ভালবাসি ছবি তুলতে।

নেবুলা মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

আওয়াজ নেই।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০

আমি আর ব্লগার মোনেম মুন্না এই দুজনে মিলে তিনটি পোস্ট দিয়েছি, যাতে করে বরিশালের ব্লগাররা আমাদের সাথে যোগাযোগ করতে পারে।এবং আমরা একসাথে বসে আলোচনা করে ঠিক করবো কি ভাবে ব্লগ দিবস আমরা কি ভাবে পালন করেতে পারি।কিন্ত দুঃখজনক হলেও সত্য আমি,মুন্না,আর আরমান ভাই ছাড়া আর মাত্র তিন জন আমদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেছে।আমার ধারনা বরিশালে এর বাইরে আরো ব্লগার আছেন।কেন তারা বারবার এই বিষয়টিকে প্রতি বছর এড়িয়ে যায় আমি তা বুঝতে পারি না।
কোন রাজনৈতিক আয়োজনে কাউকে এই ভাবে ডাকতে হয় না।আমি আবারও বলছি ভাই এই দিবসটি কোন রাজনৈতিক অনুস্টান বা দিবস না।অন্তত একবার আসুন মূল দিবসের আগে আমরা একবার বসি আলোচনা করি, প্রয়োজনে আপনারা তখন লক্ষ্য করুন ভালোভাবে এবং দেখুন এর ভিতরে কোন রাজনৈতিক গন্ধ পান কিনা যদি পান তবে স্থান ত্যাগ করুন,নতুবা আমাদের সাথে থাকুন।
এবং আমরা সবাই মিলে সুন্দর একটি অনুস্টানের আয়োজন করি।সবার সহযোগিতা ছাড়া এই রকম একটি অনুস্টান দুই বা তিন জনের পক্ষে করা সম্ভব নয়।যাই হোক ১৯ তাং এর আগে তিনটি বন্ধ আছে আমি,মুন্না,আরমান আলোচনা করার জন্য আগামী ১২ই ডিসেম্ভর সরকারি বরিশাল কলেজের সামনে "আগুনমুখা প্রকাশনীর" হল রুমে আমরা বসতে চাই।
চাই।যারা আগ্রহী তারা এই নাম্বারে আওয়াজ দেন।

নেবুলামোর্শেদ-০১৭২৩-৩৮৮৫৭১ মেইল করতে চাইলে

[email protected] অথবা মোমেন মুন্না - 0173831734

ইমেল:[email protected]

ফেইসবুকঃwww.facebook.com/podmanodi

কোন পরামর্শ থাকলে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন।

পোস্টটি সাময়িক সময়ের জন্য স্টিকি করা হোক।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: বরিশাল এবার লাড্ডূগুড্ডু হবে নাকি !! ;)
আমিও আপনাদের বাড়ির পাশের লোক তো তাই বৃহত্তর বরিশালের এই অবস্থায় কিঞ্চিৎ ব্যাথিত ।

মজা করলাম ভ্রাতা । শুভকামনা :)

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

নেবুলা মোর্শেদ বলেছেন: লাড্ডুগুড্ডু হবে না আশা করি।আপনিও একটু থাকুন না আমদের সাথে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

এহসান সাবির বলেছেন: আমি বরিশালের না তারপরও আওয়াজ দিলাম!!

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২১

নেবুলা মোর্শেদ বলেছেন: ১৯ তাং এ থাকার চেস্টা করবেন।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: একটা অনুষ্ঠান বাস্তবায়ন করা সত্যি খুব কঠিন।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২২

নেবুলা মোর্শেদ বলেছেন: ঠিক বলেছেন।রাজনৈতিক সমাবেশ হলো আবার এই সম্যসা হতো না।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আওয়াজ আসবে.... ১৯সে ডিসেম্বর কি ধারেকাছে? সেই ২০১৪ খ্রিষ্টাব্দের ১৯শে ডিসেম্বর! বাঙালি পরীক্ষার আগের রাতে পড়ে পাশ-করা জাতি .... ;)

তবে ব্যতিক্রম আছে। আমি চাই... ব্যতিক্রমীদের সংখ্যা বেড়ে যাক আর বরিশালের ব্লগ দিবস সফল হোক

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

নেবুলা মোর্শেদ বলেছেন: আপনার কথা যেন সত্যি হয়।আর আপনাকে আশা করি।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: নেবুলা মোর্শেদ ,



ঠিক কি বলবো বুঝতে পারছিনে । আমিও "বরিশাইল্লা " । তবে অনেকদিন শেকড় ছাড়া ।

আপনার আক্ষেপ দেখে ভীষন খারাপ লাগছে । তবে @মাঈনউদ্দিন মইনুল এর "বাঙালি পরীক্ষার আগের রাতে পড়ে পাশ-করা জাতি ...." এই কথায় আশা জিইয়ে রাখতে পারি ।

মুন্না,আর আরমানকে পেয়েছেন দেখে ভালো লাগছে । কামনা করি্‌ আপনারা তিনজনেই একটা কুরুক্ষেত্র বাধিয়ে দিতে পারবেন । বরিশালের সবাই সাড়া দেবেন আপনাদের আহ্বানে, অবশ্যই দেবেন ।

আর কি বলতে পারি বলুন ?
ভালো থাকুন আর সার্থক হোন এই প্রচেষ্টায় এই কামনা করছি ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

নেবুলা মোর্শেদ বলেছেন: আমি আশাবাদি মানূষ।একান্তই যদি সাড়া না পাই,তবুও অনুস্টান আমরা করবই ইনশআল্লা দোয়া করবেন।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭

নেবুলা মোর্শেদ বলেছেন: আমি সময় বলতে বুলে গিয়েছি তা হলো ১২ তাং তিনটার সময়।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



বরিশালে আমাকে আশা করছেন.... :|
অবশ্য লোভ লাগছে, কারণ কখনও বরিশাল অঞ্চলে যাওয়া হয় নি :)


শুভেচ্ছা থাকবে, সবসময় :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

নেবুলা মোর্শেদ বলেছেন: চলে আসুন এইবার।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:




বরিশাইল্লা'রা কইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই রেএএএএএএএএএএএএ



আওয়াজ দিয়া গেলাম :P

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭

নেবুলা মোর্শেদ বলেছেন: আমিনুর ভাই নাই রে রে রে রে রে রে রে রে রে রে ভাই পোস্টার এইবার একটু আগে ভাগে পাঠাবেন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

কলমের কালি শেষ বলেছেন: আপনাদের জন্য রইল শুভকামনা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.