নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খ্যাপাটে , দেশকে নিয়ে স্বপ্নবাজ , উচ্চতা ভীতি এবং নারী ভীতি রয়েছে ।

জাবের তুহিন

নামেই আমার পরিচয়

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

[সহযোগিতা] বাগ রিপোর্ট

১৬ ই জুন, ২০২০ রাত ৯:৪১

বেশ অনেক অনেক দিন পরে ব্লগে প্রবেশ করে আগের একটি সমস্যা এখনো বিদ্যমান দেখে সহযোগিতা চাচ্ছিলাম। একটি বাগ রিপোর্ট করতে গিয়ে এখন বাগ রিপোর্টের বাগ রিপোর্ট করতে হচ্ছে।
১) কোন নোটিফিকেশন ক্লিক করে দেখা না হলে তা বাড়তে থাকে, আবার দেখা হয়ে গেলে তা পুনরায় শুন্যে ফেরত আসে, এটিই সাধারণ নিয়ম। আমার একসময় ০ ছিল, এরপর যোগ হয়ে হয়ে এখন ১৮ দেখাচ্ছে। কিন্তু এর মধ্যে প্রতিটি নোটিফিকেশনই আমার দেখা হলেও সেই শুন্যে আর ফেরা হয় নি। নামের পাশের নোটিফিকেশন ১৮ দেখালেও সেখানে ক্লিক করলে আসল কথাই বলে যদিও। স্ক্রিণশটঃ



২) এই বিচার দেয়ার জন্য "সহযোগিতায়" ক্লিক করে বাগ রিপোর্ট করতে গেলাম। নিম্নোক্তভাবেঃ(বক্সের কথা পরিবর্তন করা হয়েছে স্ক্রিনশট তোলার সময়, আর আমার মেইল আইডি, ইউজারনেমও মুছে দিয়েছি স্ক্রিনশট তোলার পরে)




এরপর "প্রেরণ করুন" এ ক্লিক পরার পরে বারবার একই ইরোর খেলাম -



আশা করি, কর্তৃপক্ষ এইসব বাগ ঠিক করে ফেলবেন।

**আর এই ব্লগ পোস্টটি যখন লিখছি তখন আরেকটি জিনিস খেয়াল করলাম। বক্সের বর্ডার কালো এবং কিছুটা মোটা হওয়ায় নতুন লাইনে আমি আমার লিখার কার্সার দেখতে পারি না। এই বিষয়টিও খেয়াল করবেন আশা করি।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমাদের সাইটে বেশ বেশ কিছু বাগ আছে। সাময়িকভাবে এই গুলো সংশোধনের কাজ কিছুটা স্থগিত আছে। আশা করছি, দ্রুত এই বিষয়ে আবার কাজ শুরু হবে এবং সংশ্লিষ্ট সমস্যাসহ অন্যান্য সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

২| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:৫৭

(লাইলাবানু) বলেছেন: ৩দিনের কথা থাকলেও আমার নিকের বয়স ৫মাস কিন্তু এখনো সেফ হওয়ার নাম গন্ধ নেই।

৩| ১৭ ই জুন, ২০২০ সকাল ৭:৫৯

বিজন রয় বলেছেন: ওই সমস্যা আামদের সকলেরই।

ওপরে কাল্পনিক_ভালোবাসা উত্তর দিয়েছেন।

৪| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:১০

রুরু বলেছেন: মোবাইল দিয়ে ক্রম ব্রাউজারে ডেক্সটপ ভার্সন ওপেন হয় না

৫| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: কাল্পনিক_ভালোবাসা যা বলেছেন এরপর আর কারো কোনো কিছু বলার থাকতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.