নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের যা নিয়ে লিখতে ভালো লাগে তাই নিয়ে লেখি

ছদ্মবেশী ভূত

ছদ্মবেশী ভূত › বিস্তারিত পোস্টঃ

গোলাপ ফুল নিয়ে কিছু মজার এবং এলোমেলো তথ্য

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৫


লাল গোলাপ তৈরি হয়েছে আফ্রদিতির চোখের জল আর তার প্রেমিক এডোনিসের রক্ত থেকে- গ্রীক পুরান
হুমায়ূন আহমেদ বলেছেন- "পাঁচ হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার। কোন মেয়েকে যদি কখনো পাঁচটা গোলাপ দেয়া যায় তাহলে সে জন্মের মত কেনা হয়ে যায়"
আর কথা না বাড়িয়ে গোলাপ ফুল নিয়ে অনেকগুলো গল্প থেকে একটি আপনাদের সাথে শেয়ার করি-

আফ্রোদিতির গল্প
ভালোবাসার দেবী আফ্রোদিতিকে গ্রীসে গোলাপের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হতো। একবার তার প্রেমিক আদোনিসকে সাথে নিয়ে শিকারে বেরিয়েছিলো। বন্য হিংস্র জন্তু তার প্রেমিক আদোনিসকে মেরে ফেলে। আফ্রোদিতির চোখের কান্না আর আদোনিসের রক্ত মিশে সুন্দর গন্ধের একটি ফুল তৈরি হয় , সেই ফুলটিই হচ্ছে লাল রক্তগোলাপ।
আরো একটি মিথ প্রচলিত আছে- আফ্রোদিতির জন্ম হয়েছিলো সমুদ্রের সাদা ফেনায়। সেটি যখন মাটিতে পড়ে তখন সাদা গোলাপের জন্ম হয়। একদিন আফ্রোদিতি তার প্রেমিক আদোনিসের দিকে ছুটে যাচ্ছিলো। পাথরে বাধা পেয়ে পড়ে যায়, সেখানে তার রক্ত থেকেই সাদা গোলাপ লাল হয়ে যায়। এভাবেই লাল গোলাপের জন্ম।

রোমের মিথ না বললে জমছে না
বসন্ত এবং ফুলের দেবী ফ্লোরা। তিনি সেখানে একটি পরীর মৃতদেহ খুঁজে পান এবং তাকে একটি ফুলে রূপান্তর করেন। এরপর তিনি ভালবাসার ও সৌন্দর্যের দেবী আফ্রোদিতি এবং মদের দেবতা ডাইনোসাসকে ডাকেন। আফ্রোদিতি তখন ফুলটিকে উপহারস্বরূপ তার সৌন্দর্য দেন এবং ডাইনোসাস উপহারস্বরূপ ফুলটিতে কিছু অমৃত যোগ করে দেন যা বাতাসে সুন্দর সুগন্ধ ছড়ায়। এরপর বাতাসের দেবতা জেফিরাস বাতাস দিয়ে ফুলটির উপর থেকে মেঘ সরিয়ে দেন, এবং স্বর্গ থেকে সূর্যদেবতা অ্যাপোলো ফুলটিকে একছটা সূর্যকিরণ দেন ফুলটি ফোটার জন্য। এভাবেই বিভিন্ন দেবতাদের উপহারে পৃথিবীর বুকে প্রথম গোলাপ ফুলের জন্ম হয় আর তা ফুলের রানী হিসেবে সব ফুলের মাঝে জায়গা করে নেয়।

তথ্যসূত্রঃ
১. গোলাপ ফুলের ছবি
২. The rose in myths and legends(ludwig's roses)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: এই তথ্য গুলো আমি জানি।

২| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: মেয়েটার ছবিটাতে অনেক এডিট মনে হয়।
পোষ্ট পড়লাম

২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩১

ছদ্মবেশী ভূত বলেছেন: ছবিটি Pixabay থেকে নেয়া

৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.