নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

টেকনিক্যাল পোষ্টঃ আপনার কম্পিউটারের সি ড্রাইভের স্পেস কি করে বাড়িয়ে ফেলবেন

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

বিষয়টা আপনাদের অনেকের কাছে পুরানো হতে পারে, হয়ত এই সমস্যায় পড়ে নানাভাবে উৎরে গেছেন হয়ত। তবে আমি নিজে এমন অনেকেই নেটে/অনলাইনে হেল্প চাইতে দেখেছি এবং আমি নিজেও এই সমস্যায় পড়ে অনলাইনে হেল্প চেয়ে ব্যাপারটা শিখে ফেলেছি। খুব সাধারন এবং সহজ একটা ব্যাপার, জানা থাকলে অসুবিধা নেই, লাভ আছে। আপনাদের জন্য তাই এই সাধারন বিষয়টা পেশ করলাম। আশা করি কোন দিন কাজে লেগে যেতে পারে।



মুল বিষয়ে আসি, আপনি যখন আপনার কম্পিউটার হার্ড ডিক্স পারটিশন করে বাসায় নিয়ে আসছেন তখন দেখলেন বা কিছু দিন পর নজর পড়লো সি ড্রাইভে জায়গা কম, আপনি গেইম বা এটা সেটা ইন্সটল করার পর একদিন নজর পড়লো, সি ড্রাইভ লাল দেখাচ্ছে, মানে সি ড্রাইভে স্পেস বা জায়গা কমে গেছে! এখন আপনি সে সেটাপে আছেন বা আপনি যে সকল সফটওয়্যার ব্যবহার করেন, সে গুলোর কোন কিছু চেঞ্জ বা আবার হার্ড ডিক্স ফরমেট না করে বা কোন আলাদা সফটওয়্যার ব্যবহার না করেই আপনি চাইলে আপনার সি ড্রাইভের স্পেস বাড়িয়ে নিতে পারেন।





ঠিক আমার হার্ড ডিক্সে সি ড্রাইভের অবস্থা দেখুন, আমি যখন একজন ব্রাদারকে দিয়ে উইন ৮. ১ ইন্সটল করি তখন হার্ড ডিক্স পারটিশন খেয়াল করি নাই। এখন বেশী স্পেস না থাকার জন্য মাঝে মাঝেই লাল হয়ে যাচ্ছিলো ফলে আমি অনেক গেইম আনইন্সটল করে দিতে বাধ্য হই।



সব কিছু ঠিক রেখে মানে আপনার সব সফটওয়ার ঠিক রেখে সমাধানঃ

Desktop > Right Click on This PC > Manage > Left Panel - Go to Storage > Disk Management > Check if C & D r side by side. If it is then > Right Click on D drive > Delete Volume... >Right Click on C Drive > Extend Volume ...

ব্যস আপনি যদি এই ধাপ গুলো বুঝতে পারেন তবেই হয়ে গেল।



আমি কাজটা শেষ করে ফেলার পর মনে হয়েছে কিছু স্ক্রিন সট রেখে দেয়া উচিত ছিল। যাই হোক পরে এই স্ক্রিন শট গুলো নিয়েছি আপনাদের আরো সহজ করে বুঝিয়ে দেয়ার জন্য। আশা করি দেখেই বুঝে যাবেন।



চিত্র ১



চিত্র ২



চিত্র ৩

আশা করি উপরের চিত্র গুলো দেখেই বুঝতে পারছেন, কাজটা কত সহজ। তবে একটা কথা side by side ব্যাপারটা বুঝতে হবে, আপনার সি ড্রাইভের পাশে যে ড্রাইভটা থাকবে সেটাই আপনি কাজে লাগাতে পারবেন। চিত্র ৩ তে খেয়াল করে দেখুন!



আর একটা সতর্কতা মনে রাখবেন, Delete Volume করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেই ড্রাইভে আপনার কোন গরুত্ব পূর্ন মালামাল না থাকে, যদি থাকে তবে তা অন্য ড্রাইভে কপি করে সরিয়ে নিবেন।



Extend Volume কাজটা করতে আপনি আপনার পছন্দ মত স্পেস নিয়ে নিতে পারেন, ইচ্ছা হলে বাকী স্পেসকে আবার অন্য নাম দিয়ে রেখে দিতে পারেন।





আমার ফাইন্যাল স্পেস চিত্র দেখুন। কাজ সেরে ফেলার পর!:D



এর পরেও না বুঝতে পারলে, আমরা আছ। মেইল, মেসেজ বা মোবাইলে!

https://www.facebook.com/udraji





কৃতজ্ঞতাঃ অভিজিৎ রায় কাব্য (যিনি সমস্যা দেখে এই সমাধান বলে দেন নিমিশেই, মেধাবী এই ভাইটির সাফল্য কামনা করি)

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

অভিজিত রায় অভি বলেছেন: আপনার জন্য আবার সামুতে আসা হল অনেকদিন পর। লেখার জন্য ধন্যবাদ

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ অভিজিৎ ব্রাদার। আপনাকে নিয়ে আরো একটা পোষ্ট লিখার ইচ্ছা আছে! হা হা হা, সেটা পড়ে হাসতে পারবেন না, আগেই বলে গেলাম!

সবাই জানুক, সবাই টেকনিক্যাল হয়ে উঠুক। আমরা সাথে আছি। আমাদের লেখায় ও কর্মে যদি একজনো কিছু জানে তবেই না আমরা গর্ব করবো।

আপনাকে আবারো শুভেচ্ছা।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

শুন্য পুরন কর বলেছেন: ভাল হয়েছে।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: দেখে গেলাম।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার। কখনো কাজে লেগে যেতে পারে।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

আবু শাকিল বলেছেন: কাজের পোষ্ট ।
ধন্যবাদ :)

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

জেরিফ বলেছেন: টেরাই করলাম ।

ধন্যবাদ শেয়ার করার জন্য সাহাদাত ভাই :)
অভি ভাই কেও ধন্যবাদ ।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ জেরিফ ভাই।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৮

জাফরুল মবীন বলেছেন: গুরুত্বপূর্ণ ও কাজের পোস্ট।

ধন্যবাদ অাপনাকে।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ জাফরুল ভাই।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩২

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আমার কাজে লেগে গেল। ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ নাভিদ ভাই।
এই সমস্যা অনেকেই ভুগছেন বলে আমার মনে হয়। আমি অনেকেই এই সমস্যার কথা বলতে শুনেছি। শুভেচ্ছা।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪১

আমি তুমি আমরা বলেছেন: বুদ্ধিটা খারাপ না। কিন্তু এর ফলে আসলেতো সি ড্রাইভের জায়গা বাড়ছে না, কেবল ডি ড্রাইভকে সি ড্রাইভের সাথে মার্জ করছেন। এর ফলে আমার একটা ড্রাইভ কমে যাচ্ছে।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
আপনার হিসাব ঠিক আছে তবে আপনি চাইলে কিছু জায়গা সিতে দিয়ে আর বাকী জায়গা ডি'র জন্য রেখে দিতে পারেন। আপনার হার্ড ডিক্সে যা জায়গা আছে সেটাতো আর বাড়াতে পারছেন না কিন্তু ড্রাইভ বাড়াতে পারবেন।

মার্জ হলেও ব্যাপারটা ভাল কারন আপনার কোন ডাটা বা সিস্টেম নষ্ট বা পুনরায় ইন্সটল করতে হচ্ছে না!

শুভেচ্ছা নিন।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

কলমের কালি শেষ বলেছেন: কাজের পোষ্ট । কাজে লাগবে । :)

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.