নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

মহাপুরুষ-

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

প্লাস্টিক সার্জারির পর ইলিশের চোখে আর ঘুম নেই,

জলদেবীর ক্যামেরায় কয়েকটি নিরাকার পিরামিড

ধরা পড়ে বাউল ডিমে পুরো ভুবনটাই যেন আজ ফুটেছে ----



অন্ধত্ব বরণ করে একটা জাগ্রত সূর্যদীঘল বৃক্ষ হাঁটু

ভেঙ্গে মাথার উপর বহুদিন হলো নিরব;



শহরতলির গন্তব্য ফেলে নিজের কাছে ফিরে ফিরে

যে হরিণ শেষ রাতে গহীন জোস্নার হৃত্পিণ্ড

চেটে তা দেয় কবিতার পাঠ - নিমন্ত্রণ;

কোনো কোনো মানুষের সমকালীন মায়া -মমতা-

ভেজা ফসলের স্তূপ,

পুরনো প্রাচীর উড়ালমন্ত্র- সঙ্গম- এমনকি মেঘে মেঘে

ডিগবাজি খেয়ে অঙ্গার দেহখানা সমূলে উপড়ে বাম হাতের

ব্যর্থতাও হয় দু ফোঁটা বহমান নখর গঙ্গা----- -

তাদের জন্যে আমার ঘরে ফেরার গানের নমস্কার।



(আমার এই লেখাটা অন্য এক জায়গায় অতিথি লেখক নামে ছাপা হয়েছিল ----কারণ ওখানে আমি সদস্য ছিলাম না, ওখানে আর লিখবনা --- এখানেই এখন নিয়মিত লিখব )

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: +++

নিয়মিত লিখুন এখানেই :) শুভেচ্ছা :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

আশিক মুক্‌তি বলেছেন: আছি এখানেই সবসময়---ভালোবাসা------

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

যমুনার চোরাবালি বলেছেন:



লিখাটি ভালো লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা------

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

বাংলার পাই বলেছেন: অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৫

আশিক মুক্‌তি বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপনাকে

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ব্যর্থতাও হয় দু ফোঁটা বহমান নখর গঙ্গা----- -
তাদের জন্যে আমার ঘরে ফেরার গানের নমস্কার।


ফিরে আসুক ৷

ভাল লাগলো ৷

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৫

আশিক মুক্‌তি বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপনাকে

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওখানে আর লিখার দরকার নাই --এখানেই লিখুন -------দারুন লিখেছেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

আশিক মুক্‌তি বলেছেন: অনেক অনেক ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.