নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

বরফের কালপুরুষ

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৭

আরও কিছুদিন মনের অন্দরে থাকব ,

বিষাদের ছায়া লোম উপড়ে পুতুলের নিঃশ্বাস যদি

কিছুটা নিরাপদ আশ্রয় পায়------------



ভেজা মগজে গন্ধকের খিল আটকে হে প্রভু এ ঘরেই

জীবনের যাবতীয় স্থাবর সম্মোহন মুছে

উলঙ্গ পাহাড় পৃথক করে নামে প্লাটিনামের ব্যথা।

মাধবী পোকার গুন গুন গান শুনিয়ে মঊতের কাফেলায়

কাতর ঘুম ---ঘরে ঢুকে ভুল করে বাতি নেভায় -

নিভতে নিভতে হঠাত জ্বলে ওঠে কারণ দেখিয়ে

যে নদী নিজের ভেতর বান মেরে ভেসে উঠে,

বালিশে মাথা রেখে বহুদূরে পার্বতীর ভেজা ঠোঁটে

থুতুর জঠর মেখে মন্ত্র- বিনাশ জপে দেবতার কঙ্কাল--

পালাও পালাও।



আরও কিছুদিন মনের অন্দরে থাকব

বিভ্রান্তির পিদিমে ঝিমুতে ঝিমুতে হে প্রভু এ ঘরেই মরা ভাত

চেটে-পুটে পার হয় আমার সাজানো রাতের খুন সংসার মুখরতা,



কয়াশায় মুখ ঢেকে রেশমের ফেনায় তাসের রং মুছে

আর কতদিন আমায় আগলে রাখবেন মুদ্রাদেবী ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১৫

দুখাই রাজ বলেছেন: বাহ ! সুন্দর লেখেন তো আপনি ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৭

আশিক মুক্‌তি বলেছেন: অনেক ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.