নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

ভিনদেশে অন্ধকার ভ্রমণ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০৭

যেদিকে তাকাই ঘুমের বর্ণমালা,

সংগোপনের ছায়া তাবিজ- সন্তাপ ডানে- বায়ে- উত্তরে-

মস্তিষ্কের আড়াআড়ি,ঝিমুনি মুদ্রার মাতাল উড়াল দুঃখে

ভেতরটা সেই জন্মের পর থেকে বোতামহীন বিদেশী পাখি,



ঠোঁটে চোখে পিঠে অসমাপ্ত বাড়ির জানলায় যেখানে হাত রাখি

খসখসে কবিতার বুড়ো আঁশভর্তি অসমতল মাংশ আর রুপালি বিনাশ

ওখান থেকে একবার পা ফসকালে নিশ্চিত মৃত্যু জেনেও

পান করতে ইচ্ছে করে জোসনার রূপ।



যেখানে যাই মিছামিছি পুকুর অন্ধকার হাঁটুজল কানামাছির

কলকলে শব্দ -মধ্য রাতের ভাঙ্গা চাঁদে সুযোগ পেলেই খেলে,

কখনো সাপের ফনায় চোখ রাঙিয়ে আচমকা খেলে,

কখনো মেঘের পর্দা ছিনিয়ে চোখের পাতায় ব্যক্তিগত ব্যালকনি নামিয়ে

সারাটা জীবন নিজের কাছে যাযাবর খাঁচা হয়,



শরীর ভর্তি আগুনের ফোঁটা নিয়ে যেদিকে যাই পকেট থেকে

বেরিয়ে আসে নিশুতি রুমাল, আত্মগোপনের মচমচে টিকিট;

তারাদের দীপ্তি নামিয়ে নিদ্রাহীন জলঘরে আজকাল এরকম হয়-

সামুদ্রিক রাতগুলো নিরবতার আঙ্গুল টেনে গোপনে গোপনে

রাতের ট্রেনে আমার বুকের কাছে বিচ্ছিন্ন হয়।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫

দুখাই রাজ বলেছেন: বেশ সুন্দর কবিতা । শুভ সকাল ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা---শুভ সকাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.