নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

কাঁচের মানুষ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

চোখ খুললেই ঘুম ভর্তি হাওয়ার কঙ্কাল,

চোখ বুজলে বাঘিনী ডাকপিয়ন মাথা নত করে আসে শব্দহীন -

শার্ট খুললে নির্জন উঠোনে বরফ পাখির এখন কতো কথা;

জলের সাইকেলে প্যাডেল খুলে যখন তখন গড়ায় করুন আকুতি -

জাহাজ ফেরত প্রাচীন বুদ্বুদগুলো দরজা নাড়ে বিরামহীন



শীতকালে ঠান্ডা চাঁদের ধাওয়া খেয়ে

এখন বাইবেল ভেবে বুকে জড়াই নরম

চুমুর ইশতেহার।



যদিও এগুলো আধুনিক পদ্যের মত সিরিয়াস কিছু না

কিন্ত প্রাচীন প্রেমের খোঁপার চেয়েও মূল্যবান কিছু ;



চোখের জলে কুলকুচি করে করে ব্যাথার আটরশি

রাতের আঁধারে পার হই ঠিক-

আয়নায় নিজেকে দেখে আগের মতো চমকে উঠি না আর-

পায়ে পায়ে ভাঙ্গে মার্বেল রঙের পতন -বিধিনিষেধ

চারপাশে যেন স্বপ্ন ভাঙ্গার হিম হুল্লোড় -

কাকে বলি গাছের নিচে টহলরত পুরো সন্ধ্যাটা আমার



রাত ঘনিয়ে এলে খালি নৌকার দিকে তাকিয়ে থাকি

কেবল তাকিয়ে থাকি

কেউ আসুক আমায় নিয়ে যাক।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: রাত ঘনিয়ে এলে খালি নৌকার দিকে তাকিয়ে থাকি
কেবল তাকিয়ে থাকি
কেউ আসুক আমায় নিয়ে যাক। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.