নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

ছাল ওঠা নেংটি'র ঊদ্যান

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

নাচে শিল্পকলা - নাচে নদী -- আমিও বেঁচে যাই

আংটি থেকে আঙ্গুল ছেড়ে - ধুর ছাই

ঠান্ডা স্তনে কচি মুখ আর ঘৃণা, গরম

গরম মাংস, উদ্ভ্রান্ত জলে বিলি কাটে

মাছ -- তখন আমিও শুনি শ্মশানে

বেপর্দা সমুদ্রের কিচির মিচির গান



ব্যাঙের ছাতায় লুকিয়ে সমস্ত পৃথিবীর জুড়ে

খুক খুক কাশি তুলে সিরাজ-ঊদ -দৌলার সিঁড়িঘর

ওই মিয়া খালের মইধ্যে কিতা ফ্যালাও,

ঘুঘু পাখি ? লাল ব্যাগ সংকোচের ঠিকানা -

খোদা হাফিফ গোয়ার্তুমির জোয়ার ভাটায়

দ্যাখে যাও কল্লা কাটার জিকির



একমাত্র শিল্পীরাই চুমু খায় হৃদয়ে -- তুলি

টানা কার্পেটে তা কি সত্যি - ঘ্যাচাং করে

কেটে যায় নেংটি, নাট্যকার বলে দেখেছি দেখেছি

কুকুর আর তুমি এক টেবিলে খালি কাপ চুষো

অমুক কবি নারীত্বের তাড়া খেয়ে স্বাধীনতার

আপাদমস্তক তাড়া খেয়ে দেশ ত্যাগ করে



পেয়েছি হারানো আংটি -

পেয়েছি আরও দু দন্ড হতাশা -- বেহুদাই

কারে কই -- বুঝসনা আমার নাম ভৈরবী ব্লেড

শিম্পাঞ্জীর কোলে অপক্ষায় থাকি যে কোনো

সময় কেটে নেব সন্ধ্যা সিন্ধু'র করতলে

স্বপ্ন আর ভোরের যুগল মাঠ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.