নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু উপত্যক্যা!

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২



মৃত্যু উপত্যক্যা!

এ মৃত্যু উপত্যক্যা আমার নয়।

আমি অভিশাপ দিই
সেই সব শিরদাড়াহীন সুবিধাবাদী বহুরুপী মননকে,
কালোকে যারা কালো নাহি বলে
আপোষের ছাতা তলে আম ছালা রক্ষার যাতাকলে।

আমি অভিশাপ দিই জাতীয়তাবাদী অজ্ঞ নেতৃত্বকে
অকল্পনীয় অভাবনীয় অদুরদর্শী নেতৃত্বের বদ গুনে
কোটি অনুসারী বিড়াল বনে রয়,
আর পড়ে পাওয়া ক্ষমতায়
শাসক শ্রেণী ভয়ের উদ্রেক এবং নিয়ন্ত্রণ নীতিতে ডুগ ডুগি বাজায়
জনগনের উপর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের ছড়ি ঘোরায়।

আমি অভিশাপ দিই
আওয়ামী নেতৃত্বের পৈশাচিক ধারনাকে,
ধর্মীয় সন্ত্রাসের জুজু, জঙ্গিবাদের জুজু, নাস্তিকতার জুজুর
কূট রাজনীতির নৃশংস খেলাকে।

মনে রেখো,. সমুদ্রের ঢেউ কখনো চূড়ায় স্থির থাকতে পারেনা
নীচে তাকে নামতে হবেই
পিছনের ঢেউ এসে তাকে পতিত করে দেবে,
সময়ের এফোড় ওফোড় মাত্র, কেননা
"তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে"
দ্রুত হউক ধীর হউক পতন অনিবার্য, যদি না তুমি মহাথির শিক্ষার্থী।

সকলেই তোমার সন্তান হে জননী
দিন শেষে সকলকে রক্ষার দায়িত্ব তোমারই,
হোত যদি পারতে তোমার অবাধ্য সন্তানদের বিতাড়িত করতে,
সংখ্যাটি অনুধাবনে অপারগতার পরিনতি বিভীষিকাময়।

মাগো চক্ষু মেলে চেয়ে দ্যাখো বহু আগে ও পরে
মিলিয়ে নাও ঘ্রাত প্রতিঘ্রাতের ফলটিরে,
নিশ্চিত হানাহানি রাহাজানি রক্তারক্তি খুনোখুনির তীরে
নিশ্চুপ পড়ে রয় মৃতে পূর্ণ উপত্যক্যা,
আমার তোমার সকলের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ নয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩৫

আরাফআহনাফ বলেছেন: অনেক দ্রোহ।
ভালো লাগলো।
ধন্যবাদ কবি।

০২ রা মে, ২০১৬ ভোর ৬:০৩

সামাইশি বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। অজস্র শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.