নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

হাসিন ভূমি।

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩



হাসিন ভূমি।

যেই দেশেতে খুন খারাবি হর হামেশা ঘটে
পাইক পেয়াদা কোতোয়াল সবই আছে বটে,
সে আমাদের হাসিন ভূমি,
বধ্য ভূমি আওয়ামী দেশ
বলো জোরসে আওয়ামী দেশ আওয়ামী দেশ।

যেই দেশেতে ঝিলের জলে রশি বাধা লাশ ভাসে
যেই দেশেতে দেশ মাতা গনক হয়ে হাসে,
সে আমাদের হাসিন ভূমি,
বধ্য ভূমি আওয়ামী দেশ
বলো জোরসে আওয়ামী দেশ আওয়ামী দেশ।

যেই দেশেতে দেশের রানীই হন্তারক কে বলে
যেই দেশেতে পেয়াদা কোতোয়াল সবই জানি বলে চলে,
সে আমাদের হাসিন ভূমি,
বধ্য ভূমি আওয়ামী দেশ
বলো জোরসে আওয়ামী দেশ আওয়ামী দেশ।

যেই দেশেতে হত্যাকারী উর্দিধারী এক সুরেতে মেশে
আমরা সবাই নিত্য খুশি মরণ হাসি হেসে
মরণ হাসি হেসে।

যেই দেশেতে উর্দিওয়ালা সবজান্তা তবুও খুনিরা সহজেই আসে পাশে
যেই দেশেতে দেশ মাতার জিঘাংসার গান বাজে বারো মাসে,
সে আমাদের হাসিন ভূমি,
বধ্য ভূমি আওয়ামী দেশ
বলো জোরসে আওয়ামী দেশ, আওয়ামী দেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ রাত ৯:৩১

সোজোন বাদিয়া বলেছেন: আপনার প্রতিবাদী কবিতা এবং সাহসিকতাকে সালাম। ভাল থাকুন।

০২ রা মে, ২০১৬ ভোর ৬:০২

সামাইশি বলেছেন: সাহসিকতার কিছুই না। আমি তাদেরই অনুসারী। তবে সাদাকে সাদা, কালোকে কালো আমি বলবই। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.