নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

আদর্শের টুকরো।

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৪০



আদর্শের টুকরো।

বাবা আমার আরশী ভূপৃষ্ঠের খোলা ময়দানে
বংশগতির ধারায় আমি তার প্রতিভু জমিনে,
তার আত্বার অংশ আদর্শের টুকরো আমি
সন্তানের হক তারে দিয়ে রেখেছেন অন্তর্যামী।

একদিন রক্তিম প্রাতে সোনালী আভার দুয়ারে
বললেন পড়, পাবে পুরো বিশ্ব হাত রেখে শিয়রে,
আমি ছিলাম অবুঝ খুজেছি ভাষা তার মুখ দর্পনে
স্নেহ মায়া আদর, জ্ঞান দীক্ষায় দীক্ষিত আমারে অর্পনে।

নীতি আদর্শ সততার প্রতিভু দার্শনিক মোর বাবা
জীবনের আনাচে কানাচে ওত পেতে থাকা কদর্য থাবা,
চড়াই, উত্ড়াই, সু, কু হতাশা নিরাশা জীবনের ধোয়াশা
বন্ধু মোর পিতা ঝরা দীনতায় বহ্নি চিতা, সফলতার আশা।

জীবনের পথ চলা মোর অন্তর দোলা বাবা সহযাত্রী
ভাই পিতা বন্ধু রূপের পরশ উত্তীর্ণ কত অমানিশার রাত্রি,
ভোর দুপুর সন্ধ্যা রাত দিন মাস বছর পিতার আদর্শে রেখে হাত
হেটে চলেছি হাজার লক্ষ ক্রান্তি, বহু দূর আশা এক সাথ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে সশ্রদ্ধ সালাম আর ভালবাসা.....

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:১০

সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

২| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:১১

সামাইশি বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.