নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

দু ফোঁটা অশ্রু।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৫১

দু ফোঁটা অশ্রু।

সেই কবে পরম আবেগে হাত দুটি ধরে
বুকের মধ্যে নিয়ে আলতো করে চেপে
মনের সকল ভাষা চোখে এনে
কানে অধর গুজে বলেছিলে ভালবাসি।

সময়ের কাঁটা উল্টিয়ে
চোখের বলি রেখায় পৌরুষ মেখে
ওয়ান টাইম ইউজ ফেসবুক অনলাইন কামভাব,
অনায়াসে পায়ে দলে
আজও অনমোচনীয় সে আকর।

আজও দু চোখ বয়ে বেড়ায়
সে দু ফোঁটা অশ্রু
প্রথম কর্মগমনের দিবসে প্রাপ্ত উপহার।

পলাশের রঙ্গে রাঙ্গা উদ্যানে
রক্তিম পটে আঁকা অনাগত জীবনের ছবি
হাতে হাত রেখে জীবনের পথ চলা।

আজও তেমনি আছে হৃদয়ের ক্যানভাসে
এতটুকু হয়নি মলিন,
অযৌন পরাগায়নের সঙ্গমলীলায়
সময়ের মাদকতায় রিপুর তাড়নায়
আগ্রাসী তাহিতি রমনীর ধাঁধানো যৌবন সুধায়।

আজও আরও উজ্জল আভায় জ্বলে
এইতো সেদিন সলতেয় দেয়া
ভ্যার্য্যার পেলব হাতে পীনোন্নত বক্ষের স্ফুলিঙ্গের দ্যুতি,
একদা নিশীথের প্রাণ আলোকিত করে
কোমল পেলব গোলাপী চূড়ায় গড়া
ভু ভাগের রন্ধ্রে রন্ধ্রে অবিনাশী অবিকল আরেক বিশ্ব
দু ফোঁটা নিখাদ ফসিল অশ্রু খন্ডে গড়া তার প্রাণ ভোমড়া
মহাকালের দীপ্যমান ভালবাসা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতায় কঠিন শব্দ থাকা ঠিক না।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

সামাইশি বলেছেন: তেমন কঠিন শব্দ কই! তবে কবিতার পংতিতে কিছু দুর্বোধ্যতায় আবদ্ধ রাখতে মন চায়। প্রথম থেকেই সহজাত অভ্যাসের ন্যায় হয়ে গেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:১৩

কামরুননাহার কলি বলেছেন: অনেক কঠিন কঠিন ভাষা তবুও ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩

সামাইশি বলেছেন: সব কথা খুলে বলে দিলে পাঠকের কৌতূহল ধরে রাখবে কি করে লেখক। আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.