নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

মম স্বদেশ।

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মম স্বদেশ।

অদ্ভূত সওয়ার কুজ্বোধারী স্বদেশ যানে
সর্বংসহা মরুর জাহাজ ভার বয় দারুন খেদে
কৃতঘ্ন জাতিস্মর বংশ প্রতিভু সংখ্যাধিক্যে নুহ্য শ্বকট
একদা মঞ্চ নিরুন্কুশ পরিপূর্ণ ছিল দিশারী যৌবনে
যৌবন যুদ্ধে ত্যাগের উপহার দিগন্তে লাল সবুজ সীমারেখা।

বড্ড চড়াদামের নিয়ামকের অর্জন এ বাংলাভুমি
গৌড়, রাঢ়, হরিকেল, সমতট, পলাশীর অস্ত:সূর্য ছিনিয়ে আনা
অকাতরে বিসর্জনে প্রাণ অশীতিপর, আবালবৃদ্ধবনিতা
চিরস্থায়ী ইহলৌকিক অভিধা সংযুক্ত লক্ষ মা বোনে,
কোটি কুলাঙ্গার উত্তরসুরীর জিঞ্জিরিয় অলঙ্করণ
মহাকালের ছায়াপথে কোটি আলোকবর্ষ দুরে ঠেলে দেয়া।

গুটি কতক মুনির ধ্যানে জ্বলজ্বল সে বিচ্ছুরণ মম মুক্তির চ্ছটা
স্বদেশের উর্বরা ভূমি ছেয়ে যায় অজ্ঞানতার কালো নি:শ্বাসে
নিভূ নিভূ অপ:সৃয়মান পূর্বসুরীর অহংকারের বংশগতি
অলীক আবরণের পুরোহিতের মুরিদে সয়লাব মাহফিলে বাংলা
উত্কর্ষ উত্তর যুগে প্রতিভাত: গুহামানবীয় আচার মনন
মম স্বদেশ ললাটে তিলক জ্ঞানের চ্ছটায় চাপা যাক শিফনি গোরক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: কঠিন কবিতা।

০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:০৯

সামাইশি বলেছেন: সামান্য একটু মনোযোগ দিয়ে পড়লে বুজা যাবে দেশের প্রেক্ষাপটে লেখা। চলমান ঘটনা প্রবাহই ফুটে উঠেছে। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.