নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ পাখি। উড়তে ভালবাসি , ঘুরতে ভালবাসি, ভাবতে ভালবাসি,লিখতে ভালবাসি।পড়ছি ঢাকা বিশ্‌ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা নিয়ে ।

রেজওয়ান রাফসান

মানুষ পাখি। উড়তে ভালবাসি , ঘুরতে ভালবাসি, ভাবতে ভালবাসি।পড়ছি ঢাকা বিশ্‌ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা নিয়ে ।

রেজওয়ান রাফসান › বিস্তারিত পোস্টঃ

ইদানিং কালের টিভি উপস্থাপিকা এবং কিছু কথা……..

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩২

ঘটনা ১ঃ
চ্যানেল এর নাম বাংলাভিশন, অনুষ্ঠান ''সকাল বেলার রোদ্দুর''
অতিথি শিল্পী - তপু, উপস্থাপিকা একজন সুন্দরী আপু (নাম মনে রাখাটা প্রয়োজনীয় মনে হয়নি)
আপু - ভাইয়া আপনার এই ঈদে কি কোন এ্যালবাম বেরিয়েছে ?
তপু - হুম, জিপি মিউজিক এর ব্যানারে ''দেখা হবে বলে'' এ্যালবাম টা রিলিজ হয়েছে।
আপু - ওয়াও ! ভাইয়া, what a good news!! কিন্তু গত এ্যালবামের পর এত দেরীতে এ্যালবাম প্রকাশের কারণ কি? আমরা যারা আপনার শ্রোতা তাদের এত অপেক্ষায় রাখা কি ঠিক হলো?
তপু - এত দেরী মানে??? আমার লাস্ট এলব্যাম ''আর তোমাকে'' তো গত বছর বেরিয়েছিল!!!
আপু - shocked!!! tongue emoticon
(ঘটনা হচ্ছে তপু আর তপুর মিউজিক্যাল ক্যরিয়ার নিয়ে আপুর জ্ঞ্যান শুন্যের কোঠায়, বলা লাগে তাই এই উদ্ভট প্রশ্নটি উনি করে বসেছেন!!!)


ঘটনা ২ :
অনেকদিন আগের কথা তাই চ্যানেল, অনুষ্ঠান আর উপস্থাপিকা আপু কারোরই নাম মনে নেই। শুধু মনে আছে ওটা একটা লাইভ স্টুডিও কনসার্ট ছিল । অতিথি ব্যান্ড - ''পাওয়ারসার্জ''
''অগ্নিস্নান'' গানটা শেষে আপু গানটা বুঝে হোক আর না বুঝে হোক ভূয়সী প্রশংশা করলেন!! এবং করে বসলেন অকল্পনীয় একটা প্রশ্ন!!!
আপু - ভাইয়া, আপনাদের সব গানই অনেক রকিং (মানে মেটাল টাইপ বুঝাইসেন) !! গান গুলো কি আপনারা নিজেরা বানান??? !!!!!!
জামশেদ ভাই (ভোকাল) - (একটু চমকে গেলেন প্রশ্ন শুনে !!) নিজেকে সামলে একটু হেসে উত্তর দিলেন - না। আমরা গানগুলো চুরি করি !!!

সারমর্ম - এখন চ্যানেল অনেক, অনুষ্ঠান অনেক, উপস্থাপক - উপস্থাপিকাও অনেক। কিন্তু একটা প্রোগ্রাম হোস্ট করার আগে অতিথির ক্যারিয়ার নিয়ে, ব্যক্তি জীবন নিয়ে যে একটু স্টাডি করা লাগে, একটু জানতে হয় সে ন্যুনতম জ্ঞ্যান বা সময় এনাদের থাকেনা।
উপস্থিত বুদ্ধিটাও এনাদের শূন্যের কোঠায় !!
যোগ্যতার বিচারটা যদি কার গালের ময়দার প্রলেপ কতটা পুরু সেটা দিয়ে করা হয়, তখন এরকম আহম্মক দের কেই টিভি পর্দায় দেখতে হবে আমাদের। প্রযোজক, পরিচালকদের সুবুদ্ধি কবে আসবে?

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০

মো: আশিকুজ্জামান বলেছেন: এত চ্যানেল ভাল উপস্থাপক কই পাওয়া যাবে? তাই হাতের কাছে সস্তায় যা পাওয়া যায় তাই ভাল।

২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩

রেজওয়ান রাফসান বলেছেন: শুধু ঢাকার কথাই ধরলাম, ২ কোটি মানুশের নগরী। সেখান থেকে ২০০ টা মানুষ খুজে বের করা কি খুব কঠিন ? ইচ্ছাটাই আসল, ইচ্ছাটাই নেই।
আমরা অভ্যস্ত।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭

আদম_ বলেছেন: ব্রেইন লেস বিউটি। শুধুমাত্র আর্কষণীয় দেহবল্লরীই ওদের একমাত্র অবলম্বন।

৪| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০১

রেজওয়ান রাফসান বলেছেন: মানুষ সৌন্দর্যের পূজারী। কিন্তু বুদ্ধিমতী সুন্দরী কি এদেশে নেই? !!! অবশ্যই আছে। আমরা যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে পারিনা।
সমস্যাটা সেখানেই।

৫| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

লেখোয়াড়. বলেছেন:
হা হা হা ..................
ভাল বিষয় তুলে ধরেছেন।
এমন অনেক কিছুই দেখা যাচ্ছে আজকাল।

৬| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭

রেজওয়ান রাফসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৪

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"না। আমরা গানগুলো চুরি করি !!! "

B-)

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬

রেজওয়ান রাফসান বলেছেন: হা হা হা

৮| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৪

মধু নদীর জোলা বলেছেন: তাই হাতের কাছে সস্তায় যা পাওয়া যায় তাই ভাল। :-B

৯| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সাপ্লাই বেশী হওয়াতে
কোয়ালিটির ব্যারোমিটার
নামতে নামতে শূন্যের কোঠায়!

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭

রেজওয়ান রাফসান বলেছেন: ব্যাপারটা অনেকটা সেরকমই ভাই !

১০| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০২

মোমেন মুন্না বলেছেন: হা হা হা

১১| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: দুঃখজনক হলেও হাসি পেলো। হাহাহা!

১২| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৩

ডার্ক ম্যান বলেছেন: সবচেয়ে হাস্যকর হল দেশে এত ক্রিকেটার থাকতে ময়দা সুন্দরীদের দিয়ে খেলার সময় প্রোগ্রাম করানো। আর এ সব উপস্থাপিকা বেশির ভাগই প্রডিউসার অথবা চ্যানেল কর্তৃপক্ষের লতা পাতার আত্মীয়া

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

রেজওয়ান রাফসান বলেছেন: একদম ঠিক বলেছেন!

১৩| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

মেধাহীন মেধাবী বলেছেন: আর কিছু করতে না পারুম, আমারে হাসাইতে পারছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.