নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজাত,বন্ধুসুলভ,বিপদজনক।ভাইরাস ব্যাকটেরিয়ার মতই উপকারী এবং সুবিধাবাদী। মধ্যমপনথীর থেকে একটু ওপরে

ভাইরাস ব্যাকটেরিয়া

ভাইরাস ব্যাকটেরিয়া › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৯

সেই প্রাইমারি থেকে শুরু।আর আজ বিশ্ববিদ্যালয় অবধি চলছে।কিন্তু আমরা এর প্রতিদান কতটুকো পাচ্ছি তার কথা কত জনে ভাবি?? দেশের সব শিক্ষারর্থী পড়ালেখা করে পরীক্ষার জন্য। খুব কম জনই আছে যারা জানতে কাজটা করে। আসলে শিক্ষা ব্যাবস্থা আমাদের সেই সুযোগ কতটা দিচ্ছে?? একজন শিক্ষার্থী নতুন চিন্তা করবে নাকি পরীক্ষায় পাশ,ভালো ফলাফলের চিন্তা করবে? একারনেই হয়ত দেশে বিজ্ঞানী বের হয় যুগে একবার বা তারও বেশী পরে।

বেশির ভাগ শিক্ষার্থী গণিত ভয় পায় অথবা মুখস্থ,চর্চায় দলখ করে পার পায়।কতজন আছে যারা গনিতকে মন থেকে চায়? বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের শিক্ষার্থী ছাড়া বেশির ভগেরই কাজ থাকে কোন মতে পুকুর পার।
কিন্তু ছোট বেলাতেই এর পরিবর্তন সম্ভব ছিল।

পদার্থ।আমরা পড়ি।কিন্তু কতজন পদার্থবিদ হতে চাই আর পারি??
অনেকেই বলে সবার জন্য সবকিছু না। আর "কোন কিছু না বুঝলে সেটা সূএ"।

উচ্চ শিক্ষা অর্জন ঠিকই কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ কম।সব কিছুই নতুন করে শিখতে হয়।

এখনতো দেশে শিক্ষা ব্যাবস্থায় নতুন বাতাস লাগছে। বিড়ি সিগারেটের মত এখানেও ভ্যাট প্রযোজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

গেম চেঞ্জার বলেছেন: ভাইরাস ব্যাকটেরিয়া ভাইজান........ এত তাড়াহুড়ো করে যেমন লিখলেন?

সামুতে আছেন বেশ দিন ধরে.......... নাড়াচাড়া দেন তো....। হাঃ হাঃ হাঃ

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১১

ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: দেরিতে হলেও আপনাকে অনেক ধন্যবাদ

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩২

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২০

ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.