নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

শয়তানকাব্য পর্ব এক

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

আমি এক শয়তান-

হেঁটে যাই রাজপথে,

বুক উচিয়ে,

কখনো শিরায় শিরায়,

কখনো মনের অশ্লীল ধারায়.

হা হা হা-

তোমরা পারবেনা -

তোমরা পারবেনা আমাকে করতে বর্জন.

আমি যে তোমাদেরই নিকৃষ্ট আয়বব,

আমার মাঝেই খুঁজে পাও তোমরা নিজেদের কুচ্ছিত দর্শন.

আমি কখনো ধর্ষক,

কখনো ধর্ম ব্যাবসায়ী,

আর কখনো রাজনিতীতে র্দুনিতী আর হত্যার মন্দ্রসপ্তক.

হা হা হা-

তোমরা পারবেনা -

তোমরা পারবেনা আমাকে করতে বর্জন.

আমি যে তোমাদেরই নিকৃষ্ট আয়বব,

আমার মাঝেই খুঁজে পাও তোমরা নিজেদের কুচ্ছিত দর্শন.

চলো করি হত্যা,

ধর্ষন আর চাঁদাবাজি,

চিন্তা করোনা,

দেশে আছে রাজনিতী,

হবেনা আমাদের শাস্তি,

কারণ এটা মগের মুল্লুক-

শয়তানেরই বাড়ী.

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫

বটবৃক্ষ~ বলেছেন: হা হা হা-
তোমরা পারবেনা -
তোমরা পারবেনা আমাকে করতে বর্জন.

আমরা চোখ বন্ধ করে দেশকে ভালবেসে যাই...

আমরা পারিনা আসলেই!

ব্লগে স্বাগতম।
ভাল লিখেছেন...
ব্লগে দাওয়াত... :)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ভাই . পর্ব 2 লিখতাছি . আমি ব্লগ এ নতুন . কিছুই বুঝতেছি না কেমনে কি করে .

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

রীতিমত লিয়া বলেছেন: মগের মুল্লুক
শয়তানের বাড়ি

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.